Ajker Patrika

মজিরনের ৫৪ হাজারের বিদ্যুৎ বিল হলো ১৬২ টাকা, পেলেন নতুন মিটার

কুড়িগ্রাম প্রতিনিধি
আপডেট : ৩০ মে ২০২৩, ২০: ৪০
মজিরনের ৫৪ হাজারের বিদ্যুৎ বিল হলো ১৬২ টাকা, পেলেন নতুন মিটার

উপহারের ঘরে বসবাস করা কুড়িগ্রামের চিলমারীর মজিরন বেগমের অস্বাভাবিক বিদ্যুৎ বিল সংশোধন করেছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। তাঁর ঘরের মিটারটিও পরিবর্তন করে নতুন মিটার স্থাপন করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে বিদ্যুৎ বিল পরিশোধ করে মজিরন বেগম নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। পরে কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির চিলমারী বিভাগীয় অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোস্তফা কামালও বিষয়টি নিশ্চিত করেছেন।

মজিরন বেগম কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের ছোট কুষ্টারী গ্রামের আশ্রয়ণ প্রকল্পে বসবাস করেন। ওই প্রকল্পে তিনিসহ ছয় পরিবারের বসবাস। অন্যের বাড়িতে কাজ করে জীবিকা চালানো মজিরন তাঁর ঘরে একটি ফ্যান, একটি বাল্ব ও বারান্দায় একটি বাল্ব ব্যবহার করেন। সামান্য বিদ্যুৎ ব্যবহার করলেও পল্লী বিদ্যুৎ সমিতি মজিরনের মে মাসের বিলে ব্যবহৃত ইউনিট উল্লেখ করে ৪ হাজার ৬৮। যার বিদ্যুৎ বিল দেখানো হয় ৫৪ হাজার ২৩৭ টাকা।

এ নিয়ে গতকাল সোমবার রাতে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। পরে আজ মঙ্গলবার সকালে বিল সংশোধনের উদ্যোগ নেয় প্রতিষ্ঠানটি। মজিরন বেগমকে দেওয়া সংশোধিত বিদ্যুৎ বিলের কপিতে দেখা গেছে, মে মাসে তাঁর ব্যবহৃত ইউনিট ২৫ উল্লেখ করা হয়েছে।

মজিরন বলেন, আজ মঙ্গলবার সকালে পল্লী বিদ্যুৎ সমিতির চিলমারী বিভাগীয় অফিস থেকে তাঁকে ডেকে নেওয়া হয়। পরে আজ তাঁর বিদ্যুৎ বিল সংশোধন করে ১৬২ টাকা করে কর্তৃপক্ষ। এরপর বিদ্যুৎ অফিসের লোকজন তাঁর বৈদ্যুতিক মিটারটি পরিবর্তন করে দেয়। তিনি বলেন, বিলের সমাধান হয়েছে। আপাতত আর কোনো সমস্যা নাই।

পল্লী বিদ্যুৎ সমিতির চিলমারী বিভাগীয় অফিসের ডিজিএম মোস্তফা কামাল বলেন, ‘ভুল এন্ট্রির কারণে বিলটি অসামঞ্জস্য হয়েছিল। পরে আমরা সংশোধন করে দিয়েছি। ওই নারীর বৈদ্যুতিক মিটারটিও পরিবর্তন করে দেওয়া হয়েছে।’ অসামঞ্জস্য বিল তৈরির জন্য সংশ্লিষ্ট কর্মচারীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার প্রশ্নে ডিজিএম মোস্তফা কামাল কোনো সদুত্তর দেননি। তবে কর্মচারী ভুল করেছিল বলে স্বীকার করেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত