কুড়িগ্রাম প্রতিনিধি
উপহারের ঘরে বসবাস করা কুড়িগ্রামের চিলমারীর মজিরন বেগমের অস্বাভাবিক বিদ্যুৎ বিল সংশোধন করেছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। তাঁর ঘরের মিটারটিও পরিবর্তন করে নতুন মিটার স্থাপন করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে বিদ্যুৎ বিল পরিশোধ করে মজিরন বেগম নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। পরে কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির চিলমারী বিভাগীয় অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোস্তফা কামালও বিষয়টি নিশ্চিত করেছেন।
মজিরন বেগম কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের ছোট কুষ্টারী গ্রামের আশ্রয়ণ প্রকল্পে বসবাস করেন। ওই প্রকল্পে তিনিসহ ছয় পরিবারের বসবাস। অন্যের বাড়িতে কাজ করে জীবিকা চালানো মজিরন তাঁর ঘরে একটি ফ্যান, একটি বাল্ব ও বারান্দায় একটি বাল্ব ব্যবহার করেন। সামান্য বিদ্যুৎ ব্যবহার করলেও পল্লী বিদ্যুৎ সমিতি মজিরনের মে মাসের বিলে ব্যবহৃত ইউনিট উল্লেখ করে ৪ হাজার ৬৮। যার বিদ্যুৎ বিল দেখানো হয় ৫৪ হাজার ২৩৭ টাকা।
এ নিয়ে গতকাল সোমবার রাতে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। পরে আজ মঙ্গলবার সকালে বিল সংশোধনের উদ্যোগ নেয় প্রতিষ্ঠানটি। মজিরন বেগমকে দেওয়া সংশোধিত বিদ্যুৎ বিলের কপিতে দেখা গেছে, মে মাসে তাঁর ব্যবহৃত ইউনিট ২৫ উল্লেখ করা হয়েছে।
মজিরন বলেন, আজ মঙ্গলবার সকালে পল্লী বিদ্যুৎ সমিতির চিলমারী বিভাগীয় অফিস থেকে তাঁকে ডেকে নেওয়া হয়। পরে আজ তাঁর বিদ্যুৎ বিল সংশোধন করে ১৬২ টাকা করে কর্তৃপক্ষ। এরপর বিদ্যুৎ অফিসের লোকজন তাঁর বৈদ্যুতিক মিটারটি পরিবর্তন করে দেয়। তিনি বলেন, বিলের সমাধান হয়েছে। আপাতত আর কোনো সমস্যা নাই।
পল্লী বিদ্যুৎ সমিতির চিলমারী বিভাগীয় অফিসের ডিজিএম মোস্তফা কামাল বলেন, ‘ভুল এন্ট্রির কারণে বিলটি অসামঞ্জস্য হয়েছিল। পরে আমরা সংশোধন করে দিয়েছি। ওই নারীর বৈদ্যুতিক মিটারটিও পরিবর্তন করে দেওয়া হয়েছে।’ অসামঞ্জস্য বিল তৈরির জন্য সংশ্লিষ্ট কর্মচারীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার প্রশ্নে ডিজিএম মোস্তফা কামাল কোনো সদুত্তর দেননি। তবে কর্মচারী ভুল করেছিল বলে স্বীকার করেন তিনি।
উপহারের ঘরে বসবাস করা কুড়িগ্রামের চিলমারীর মজিরন বেগমের অস্বাভাবিক বিদ্যুৎ বিল সংশোধন করেছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। তাঁর ঘরের মিটারটিও পরিবর্তন করে নতুন মিটার স্থাপন করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে বিদ্যুৎ বিল পরিশোধ করে মজিরন বেগম নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। পরে কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির চিলমারী বিভাগীয় অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোস্তফা কামালও বিষয়টি নিশ্চিত করেছেন।
মজিরন বেগম কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের ছোট কুষ্টারী গ্রামের আশ্রয়ণ প্রকল্পে বসবাস করেন। ওই প্রকল্পে তিনিসহ ছয় পরিবারের বসবাস। অন্যের বাড়িতে কাজ করে জীবিকা চালানো মজিরন তাঁর ঘরে একটি ফ্যান, একটি বাল্ব ও বারান্দায় একটি বাল্ব ব্যবহার করেন। সামান্য বিদ্যুৎ ব্যবহার করলেও পল্লী বিদ্যুৎ সমিতি মজিরনের মে মাসের বিলে ব্যবহৃত ইউনিট উল্লেখ করে ৪ হাজার ৬৮। যার বিদ্যুৎ বিল দেখানো হয় ৫৪ হাজার ২৩৭ টাকা।
এ নিয়ে গতকাল সোমবার রাতে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। পরে আজ মঙ্গলবার সকালে বিল সংশোধনের উদ্যোগ নেয় প্রতিষ্ঠানটি। মজিরন বেগমকে দেওয়া সংশোধিত বিদ্যুৎ বিলের কপিতে দেখা গেছে, মে মাসে তাঁর ব্যবহৃত ইউনিট ২৫ উল্লেখ করা হয়েছে।
মজিরন বলেন, আজ মঙ্গলবার সকালে পল্লী বিদ্যুৎ সমিতির চিলমারী বিভাগীয় অফিস থেকে তাঁকে ডেকে নেওয়া হয়। পরে আজ তাঁর বিদ্যুৎ বিল সংশোধন করে ১৬২ টাকা করে কর্তৃপক্ষ। এরপর বিদ্যুৎ অফিসের লোকজন তাঁর বৈদ্যুতিক মিটারটি পরিবর্তন করে দেয়। তিনি বলেন, বিলের সমাধান হয়েছে। আপাতত আর কোনো সমস্যা নাই।
পল্লী বিদ্যুৎ সমিতির চিলমারী বিভাগীয় অফিসের ডিজিএম মোস্তফা কামাল বলেন, ‘ভুল এন্ট্রির কারণে বিলটি অসামঞ্জস্য হয়েছিল। পরে আমরা সংশোধন করে দিয়েছি। ওই নারীর বৈদ্যুতিক মিটারটিও পরিবর্তন করে দেওয়া হয়েছে।’ অসামঞ্জস্য বিল তৈরির জন্য সংশ্লিষ্ট কর্মচারীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার প্রশ্নে ডিজিএম মোস্তফা কামাল কোনো সদুত্তর দেননি। তবে কর্মচারী ভুল করেছিল বলে স্বীকার করেন তিনি।
সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদারের নামে পূর্বাচলে বরাদ্দ দেওয়া ১০০ একর জমি ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এ নির্দেশ দেন।
১৫ মিনিট আগেচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীর সন্ধানে আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) একটি ‘গোপন আস্তানায়’ অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। আজ সোমবার ভোরে এই অভিযান চালানো হয়।
২৩ মিনিট আগেচট্টগ্রাম নগরীতে পাহাড় কেটে অবৈধভাবে নির্মাণাধীন একটি আবাসন কোম্পানির ছয়তলার বহুতল ভবন ভাঙার কাজ শুরু করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। আজ সোমবার সকালে নগরীর আসকারদীঘির পাড়ে এস এস খালেদ রোডসংলগ্ন নির্মাণাধীন ভবনটিতে উচ্ছেদ অভিযান পরিচালনার মাধ্যমে ভাঙার কাজ শুরু হয়।
২৫ মিনিট আগেরংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) নারী শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও ফল জালিয়াতির অভিযোগ উঠেছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. তানজিউল ইসলাম জীবন ও পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. রশীদুল ইসলামের বিরুদ্ধে। এর প্রতিবাদে শিক্ষার্থীরা তাঁদের কুশপুত্তলিকায় জুতাপেটা করেছেন। বিশ্ববিদ্যালয়ের
৩০ মিনিট আগে