Ajker Patrika

বীরগঞ্জে গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি 
মো. রাকিব হোসেন । ছবি: সংগৃহীত
মো. রাকিব হোসেন । ছবি: সংগৃহীত

দিনাজপুরের বীরগঞ্জে বিয়ের প্রলোভনে দলবদ্ধ ধর্ষণ মামলার পলাতক আসামি মো. রাকিব হোসেনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল গফুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বীরগঞ্জ থানার ওসির নেতৃত্বে এসআই আশরাফুল, এসআই আনছারুল, এএসআই সিরাজুল আওলাদসহ পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে সাতোর ইউনিয়নের বটতলী বাজার এলাকায় অভিযান চালিয়ে দলবদ্ধ ধর্ষণ মামলার ২ নম্বর পলাতক আসামি ও উপজেলা সাতোর ইউনিয়নের প্রানগর গ্রামের মো. রাকিব হোসেনকে (২৮) গ্রেপ্তার করেন।

জানা গেছে, এসএসসি পরীক্ষার্থী একটি মেয়েকে সাতোর ইউনিয়নের আরাজি চৌপুকুরিয়া শিয়ালখেদা গ্রামের মোফাজ্জল হোসেনের পুত্র সবুজ ইসলাম বিয়ের প্রলোভনে বীরগঞ্জ পৌর শহরের একটি বাসায় নিয়ে পালাক্রমে দলবদ্ধ ধর্ষণ করে। পরে মেয়েটির বড় বোন বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। সবুজ ইসলাম মামলা ১ নম্বর আসামি।

এ ছাড়া ৩ নম্বর পলাতক আসামি হলেন বীরগঞ্জ পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের মাদ্রাসাপাড়া এলাকার ফুয়াদ মাস্টারের ছেলে সুজন আলী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত