পীরগাছা (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগাছা উপজেলার ৬নং তাম্বুলপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পরিবর্তন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে আগের প্রার্থী বিদ্যুৎ কুমার রায়ের পরিবর্তে নতুন করে ওই ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহিন সরদারকে মনোনয়ন দেওয়া হয়েছে।
দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে প্রথমে ওই ইউনিয়নের প্রার্থী হিসেবে বিদ্যুৎ কুমার রায়কে নৌকা মার্কার দলীয় মনোনয়ন দেওয়া হয়। পরে এ নিয়ে দলের ভেতর আলোচনা-সমালোচনা এবং বিতর্ক সৃষ্টি হয়। দলের ত্যাগী নেতারা মনোনয়নবঞ্চিত হওয়ার অভিযোগ তুলে একজোট হয়ে মনোনয়ন বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ করে স্থানীয় আওয়ামী লীগ। এ বিষয়ে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডে লিখিত অভিযোগ করেন বঞ্চিত প্রার্থীরা। গতকাল রাতে শাহিন সরদারকে দেওয়া একটি মনোনয়নপত্রের কপি ফেসবুকে ছড়িয়ে পড়ে। পক্ষে-বিপক্ষে মন্তব্য করতে থাকেন কর্মী-সমর্থকেরা। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে।
বিদ্যুৎ কুমার রায়ের সমর্থক জাফর ইকবাল ও মনতাজুল ইসলাম বলেন, বিদ্যুৎ কুমার রায়, সৎ, শিক্ষিত ও যোগ্য ব্যক্তি। কিছু দলীয় নেতা-কর্মীর ষড়যন্ত্রের শিকার হয়েছেন তিনি। তিনি নির্বাচন করলে বিপুল ভোটে জয়লাভ করবেন।
একই কথা বলেন প্রথমে পাওয়া বিদ্যুৎ কুমার রায়। তিনি বলেন, `আমি কিছু দলীয় নেতা-কর্মীর ষড়যন্ত্রের শিকার। আমি মনোনয়ন পাওয়ায় তাঁরা খুশি হননি। তাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে মিথ্যা অভিযোগ দিয়ে আমার মনোনয়ন বাতিল করিয়েছে বলে শুনেছি। এখনো কোনো কাগজপত্র পাইনি।'
অপরদিকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা বলছেন, শাহিন সরদার দলের ত্যাগী নেতা। দলের জন্য তিনি নিবেদিতপ্রাণ। বিদ্যুৎ কুমার রায় দলের কেউ নন। তিনি মনোনয়ন বোর্ডকে ভুল বুঝিয়ে মনোনয়ন নিয়েছেন।
নতুন করে মনোনয়ন পাওয়া শাহিন সরদার বলেন, `বিদ্যুৎ কুমার বহিরাগত। তিনি দলের কোনো পদে নেই। এ বিষয়টি জানার পর মনোনয়ন বোর্ড নতুন করে আমাকে মনোনয়ন দিয়েছে। এতে করে দলের নেতা-কর্মীরা উজ্জীবিত। নির্বাচনে আমি জয়লাভ করব।'
এ বিষয়ে পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিন বলেন, বিদ্যুৎ কুমারকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত সঠিক ছিল না। দলের প্রবীণ নেতাদের অভিযোগের পর বর্তমানে শাহিন সরদারকে দেওয়া মনোনয়ন ঠিক আছে।
রংপুরের পীরগাছা উপজেলার ৬নং তাম্বুলপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পরিবর্তন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে আগের প্রার্থী বিদ্যুৎ কুমার রায়ের পরিবর্তে নতুন করে ওই ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহিন সরদারকে মনোনয়ন দেওয়া হয়েছে।
দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে প্রথমে ওই ইউনিয়নের প্রার্থী হিসেবে বিদ্যুৎ কুমার রায়কে নৌকা মার্কার দলীয় মনোনয়ন দেওয়া হয়। পরে এ নিয়ে দলের ভেতর আলোচনা-সমালোচনা এবং বিতর্ক সৃষ্টি হয়। দলের ত্যাগী নেতারা মনোনয়নবঞ্চিত হওয়ার অভিযোগ তুলে একজোট হয়ে মনোনয়ন বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ করে স্থানীয় আওয়ামী লীগ। এ বিষয়ে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডে লিখিত অভিযোগ করেন বঞ্চিত প্রার্থীরা। গতকাল রাতে শাহিন সরদারকে দেওয়া একটি মনোনয়নপত্রের কপি ফেসবুকে ছড়িয়ে পড়ে। পক্ষে-বিপক্ষে মন্তব্য করতে থাকেন কর্মী-সমর্থকেরা। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে।
বিদ্যুৎ কুমার রায়ের সমর্থক জাফর ইকবাল ও মনতাজুল ইসলাম বলেন, বিদ্যুৎ কুমার রায়, সৎ, শিক্ষিত ও যোগ্য ব্যক্তি। কিছু দলীয় নেতা-কর্মীর ষড়যন্ত্রের শিকার হয়েছেন তিনি। তিনি নির্বাচন করলে বিপুল ভোটে জয়লাভ করবেন।
একই কথা বলেন প্রথমে পাওয়া বিদ্যুৎ কুমার রায়। তিনি বলেন, `আমি কিছু দলীয় নেতা-কর্মীর ষড়যন্ত্রের শিকার। আমি মনোনয়ন পাওয়ায় তাঁরা খুশি হননি। তাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে মিথ্যা অভিযোগ দিয়ে আমার মনোনয়ন বাতিল করিয়েছে বলে শুনেছি। এখনো কোনো কাগজপত্র পাইনি।'
অপরদিকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা বলছেন, শাহিন সরদার দলের ত্যাগী নেতা। দলের জন্য তিনি নিবেদিতপ্রাণ। বিদ্যুৎ কুমার রায় দলের কেউ নন। তিনি মনোনয়ন বোর্ডকে ভুল বুঝিয়ে মনোনয়ন নিয়েছেন।
নতুন করে মনোনয়ন পাওয়া শাহিন সরদার বলেন, `বিদ্যুৎ কুমার বহিরাগত। তিনি দলের কোনো পদে নেই। এ বিষয়টি জানার পর মনোনয়ন বোর্ড নতুন করে আমাকে মনোনয়ন দিয়েছে। এতে করে দলের নেতা-কর্মীরা উজ্জীবিত। নির্বাচনে আমি জয়লাভ করব।'
এ বিষয়ে পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিন বলেন, বিদ্যুৎ কুমারকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত সঠিক ছিল না। দলের প্রবীণ নেতাদের অভিযোগের পর বর্তমানে শাহিন সরদারকে দেওয়া মনোনয়ন ঠিক আছে।
রাজাপুর গ্রামের সামসুদ্দিন বিশ্বাসের বাড়ি থেকে দুইদিন আগে পানির মোটর চুরি হয়। সামসুদ্দিনের বাড়ির লোকজন রুপল শেখকে চোর সন্দেহ করে। শুক্রবার সন্ধ্যায় শালিসের কথা বলে রুপলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় সামসুদ্দিনের ছেলেরা। এরপর ঘরে বন্দি করে পিটিয়ে আহত করে। রুপলের অবস্থা বেগতিক দেখে স্থানীয়রা তাকে উদ্ধার..
১৯ মিনিট আগেচাঁদপুরে তালিকাভুক্ত খামারির সংখ্যা ৩ হাজার ৭৭০ জন। তাদের খামারে উৎপাদিত হয়েছে ৪২ হাজার ৪৯৭টি গরু এবং ১৯ হাজার ৬০১টি ছাগল, ভেড়া ও অন্যান্য পশু। এর মধ্যে ষাঁড় ২৪ হাজার ২৪৭ টি, বলদ ৭ হাজার ৭৮১ টি, গাভী ১০ হাজার ৪৬৯ টি, মহিষ ২১৭ টি, ছাগল ১৮ হাজার ৪৫৮ টি, ভেড়া ৮৩০টি ও অন্যান্য পশু ৯৬ টি।
২২ মিনিট আগেশিশুদের ধর্মীয় ও নৈতিক শিক্ষার পাশাপাশি প্রাথমিক শিক্ষা গ্রহণে মসজিদ ভিত্তিক গণশিক্ষার গুরুত্ব রয়েছে। কিন্তু গুরুত্বপূর্ণ এই প্রকল্পের শিক্ষক-কর্মচারী ও কর্মকর্তারা ৫ মাস ধরে বেতন-ভাতা পান না। বিভিন্ন সময় দাবি করেও বেতন ভাতা মেলেনি। খেয়ে না খেয়ে দিনাতিপাত করছেন স্বল্প বেতনভুক্ত এসব শিক্ষক...
২৩ মিনিট আগেঅসাধু ব্যবসায়ীরা পাচার করতে ট্রলারে করে চিংড়ির রেণু নিয়ে যাচ্ছিলো। খবর পেয়ে মৎস্য অধিদপ্তর ও কোস্টগার্ড মেঘনা নদীতে অভিযান চালিয়ে দুর্গাপুর লঞ্চঘাট এলাকা থেকে ট্রলারটি আটক করে। ট্রলারে ৩৪টি ড্রামে প্রায় ৫০ লাখ ১০ হাজার গলদা চিংড়ির রেণু পোনা পাওয়া যায়। যার মূল্য প্রায় দেড় কোটি টাকা। পরে চিংড়ির...
১ ঘণ্টা আগে