Ajker Patrika

নির্বাচনী তফসিল ঘোষণার পাঁয়তারা বন্ধের দাবিতে বাম জোটের বিক্ষোভ

গাইবান্ধা প্রতিনিধি
নির্বাচনী তফসিল ঘোষণার পাঁয়তারা বন্ধের দাবিতে বাম জোটের বিক্ষোভ

একতরফা নির্বাচনী তফসিল ঘোষণার পাঁয়তারা বন্ধসহ সরকার পদত্যাগের ঘোষণা দিয়ে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে গাইবান্ধায় বামজোটের বিক্ষোভ মিছিল হয়েছে। নুর হোসেন দিবস উপলক্ষে আজ শক্রবার বিকেলে গাইবান্ধা শহরের ১ নম্বর রেলগেট থেকে মিছিল শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। 

পরে সংক্ষিপ্ত সমাবেশে বাম গণতান্ত্রিক জোটের গাইবান্ধা জেলার সমন্বয়ক মুরাদ জামান রব্বানীর সভাপতিত্বে বক্তব্য দেন বাসদ (মার্কসবাদী) গাইবান্ধা জেলার আহ্বায়ক আহসানুল হাবিব সাঈদ, বিপ্লবী কমিউনিস্ট লীগ জেলা সম্পাদক রেবতি বর্মন, বাসদ জেলা আহ্বায়ক  গোলাম রব্বানী, সিপিবি জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, বাসদের জেলা সদস্যসচিব সুকুমার মোদক, বাসদ (মার্কসবাদী) গাইবান্ধা জেলা শাখার সদস্য নিলুফার ইয়াসমিন শিল্পী প্রমুখ। 

বক্তারা বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার নুর হোসেনের রক্তের সঙ্গে বেইমানি করে স্বৈরতন্ত্র কায়েম করেছে। একটা ফ্যাসিবাদী দুঃশাসন কায়েম করেছে। মানুষের ভোটাধিকার হরণ করেছে। তারা অবিলম্বে সরকারকে পদত্যাগ করে নির্দলীয় তদারকি সরকারের রূপরেখা নিয়ে আলোচনা শুরু করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত