Ajker Patrika

সিরাজদিখানে নানাবাড়ির পুকুরে মিলল নবজাতকের লাশ, পুলিশ হেফাজতে মা

মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

মুন্সিগঞ্জের সিরাজদিখানে পুকুর থেকে ২৪ দিন বয়সী এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার শুলপুর গ্রামের নানা স্বর্গীয় মধুসূদন মণ্ডলের বাড়ির পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করেন স্বজনেরা। এ ঘটনায় দুপুর সাড়ে ১২টার দিকে শিশুটির মা সারথী মণ্ডলকে (৩৭) জিজ্ঞাসাবাদের জন্য সিরাজদিখান থানা-পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। পরিবারের দাবি, শিশুটির মা মানসিকভাবে ভারসাম্যহীন। তাদের সন্দেহ, মা সারথীই হয়তো শিশুটিকে পুকুরে ফেলে হত্যা করেছেন।

শিশুটির বাবা জেলার শ্রীনগর উপজেলার পূর্ব হাষাড়া গ্রামের দীনেশ মণ্ডল (৪৪)। তিনি জানান, তাঁর তিন ছেলে-মেয়ে। মাত্র ২৩ দিন আগে তৃতীয় ছেলের জন্ম হয়। সনাতন ধর্মের রীতিনীতি অনুযায়ী আজ শুক্রবারই তাঁর নাম রাখা হতো। তিন ছেলে-মেয়েকে নিয়ে তাঁর স্ত্রী বাবার বাড়ি সিরাজদিখানের শুলপুর গ্রামে থাকতেন। আজ সকাল ৬টা থেকে নবজাতককে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে খবর পান তিনি। এরপর তিনি শ্বশুরবাড়িতে ছুটে যান। খোঁজাখুঁজির একপর্যায়ে সকাল সাড়ে ৯টার দিকে নানাবাড়ির পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করেন। তাৎক্ষণিকভাবে শিশুটিকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দীনেশ মণ্ডল বলেন, ‘আমার স্ত্রী মানসিক সমস্যায় আক্রান্ত। আমি সন্দেহ করছি, সে-ই আমার ছেলেকে পানিতে ফেলে হত্যা করেছে। তার মুখেই শুনেছি, সে বলেছে বাচ্চা আমার হাত থেকে কেমন করে যেন হারিয়ে গেছে। এরপর আর কিছু বলতে পারেনি।’

কেয়াইন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য নয়ন রোজারিও বলেন, সারথী মণ্ডল প্রায় দুই বছর ধরে মানসিক ভারসাম্য হারিয়েছেন। এ কারণে তাঁর স্বামী দীনেশ মণ্ডল দেড় বছর আগে দুবাই থেকে দেশে চলে আসেন। ভোরে শিশুটিকে খুঁজে না পেয়ে পরিবারের লোকজন চারদিকে খোঁজাখুঁজি করেন। পরে পুকুরে শিশুটির লাশ পাওয়া যায়।

এ প্রসঙ্গে সিরাজদিখান থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান বলেন, ‘শিশুটির মা মানসিকভাবে অসুস্থ। বর্তমানে তিনি আমাদের হেফাজতে রয়েছেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখনো তিনি মুখ খোলেননি। ঘটনাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এনসিপির পদযাত্রা উপলক্ষে ‘স্কুল বন্ধের সিদ্ধান্ত’, প্রধান শিক্ষকের দুই রকম বক্তব্য

মোহাম্মদপুর থানায় ভুক্তভোগীকে হেনস্তা: চার পুলিশ সদস্যকে প্রত্যাহার, ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

হিন্দু মন্দির নিয়ে কেন সংঘাতে জড়াল বৌদ্ধ-অধ্যুষিত থাইল্যান্ড-কম্বোডিয়া

লজ্জায় ধর্ষণের শিকার মায়ের আত্মহত্যা: ৮ বছরের মেয়েটি যাবে কোথায়

বলিদান ও শয়তান পূজার বুদ্ধি দিল চ্যাটজিপিটি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত