Ajker Patrika

বিদায়ী বক্তব্যে কেঁদেই ফেললেন তিনি

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
বিদায়ী বক্তব্যে কেঁদেই ফেললেন তিনি

লালমনিরহাটের হাতীবান্ধায় বিদায় অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে কেঁদে ফেলেন সহকারী কমিশনার (ভূমি) শামীমা সুলতানা। তাঁর কান্না জড়িত কণ্ঠে বক্তব্য শুনে অনুষ্ঠানে উপস্থিত অনেকের চোখ ভিজে ওঠে। এ সময় ওই অনুষ্ঠানে হৃদয় বিদারক এক পরিবেশের সৃষ্টি হয়। 

গত মঙ্গলবার রাতে উপজেলা প্রশাসন উক্ত বিদায় অনুষ্ঠানের আয়োজন করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মামুন।

শামীমা সুলতানা বিদায়ী বক্তব্যে কান্না জড়িত কণ্ঠে বলেন, ২০১৯ সালের ২ জুন হাতীবান্ধায় আসি। দীর্ঘ সময় এখানে কাজ করেছি। এখানকার মানুষ সহজ-সরল ও অনেক ভালো। আমি যেখানেই থাকি না কেন আপনাদের কখনো ভুলতে পারব না। কোনো  ভুল করে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা আমার জন্য দোয়া করবেন আর ভালো থাকবেন। 

হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর জব্বার, সিঙ্গিমারী ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু, পাটিকাপাড়া ইউপি চেয়ারম্যান  মজিবুল আলম সাদাত। 
রবিউল ইসলাম রবি।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত