Ajker Patrika

সাবেক এমপি সুজনের রিমান্ড নামঞ্জুর, জেলে গেটে জিজ্ঞাসাবাদের আদেশ

ঠাকুরগাঁও প্রতিনিধি
আপডেট : ২৭ নভেম্বর ২০২৪, ২২: ২৮
আদালতে নেওয়া হয়েছে সাবেক এমপি মাজহারুল ইসলাম সুজনকে। ছবি: আজকের পত্রিকা
আদালতে নেওয়া হয়েছে সাবেক এমপি মাজহারুল ইসলাম সুজনকে। ছবি: আজকের পত্রিকা

ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজনের রিমান্ড আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার ঠাকুরগাঁও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান শুনানি শেষে একদিনের জন্য জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।

ঠাকুরগাঁও আদালতের কোর্ট ইন্সপেক্টর আব্দুল ওয়াহেদ আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বালিয়াডাঙ্গী থানার মারপিট ও চাঁদাবাজির মামলায় পুলিশ সুজনের তিন দিনের রিমান্ড আবেদন করে। রিমান্ড শুনানিতে আসামি পক্ষের আইনজীবী জামিনের আবেদন করলে রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক রিমান্ড বাতিল করে জেলগেটে একদিনের জিজ্ঞাসাবাদের আদেশ দেন।

সাবেক এমপি সুজনের আইনজীবী ফজলে রাব্বি বলেন, ‘মামলায় সব আসামির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। নতুন করে জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই বলে আদালত রিমান্ড বাতিল করেছেন।’

মামলার তদন্ত কর্মকর্তা দিবাকর রায় অধিকারী জানান, হত্যাচেষ্টা, মারপিট ও চাঁদাবাজির অভিযোগে সুজনসহ ২৯ জনের নাম উল্লেখ করে এবং আরও ৫০-৬০ জন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে আশরাফুল ইসলাম চৌধুরী মামলা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত