Ajker Patrika

ঈদের কেনাকাটা করে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় যুবক নিহত

গাইবান্ধা প্রতিনিধি
আপডেট : ১১ এপ্রিল ২০২৪, ০৯: ৪২
ঈদের কেনাকাটা করে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় যুবক নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় রাব্বি মিয়া (৩২) নামে এক যুবক ঈদের কেনাকাটা করে বাড়ি ফিরছিলেন। পথে একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

আজ বুধবার সন্ধ্যার দিকে উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কের নুনদহ ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাব্বি মিয়া উপজেলার দরবস্ত ইউনিয়নের উত্তরসিঙ্গা গ্রামের নাজমুল ইসলামের ছেলে। 

স্বজনেরা জানান, রাব্বি মিয়াসহ আরও কয়েকজন ঈদের কেনাকাটা করার জন্য স্থানীয় বালুয়া বাজারে যান। সেখানে প্রয়োজনীয় জিনিসপত্র কিনে ইজিবাইকযোগে বাড়ি ফিরছিলেন। এরই মধ্যে নুনদহ ব্রিজ এলাকায় পৌঁছলে অপর একটি ট্রাক ধাক্কায় দেয়। 

এতে ছিটকে পড়ে ঘটনাস্থলে রাব্বি মিয়া নিহত হন। এ সময় ইজিবাইকের চালকসহ দুজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে বগুড়া শজিমেক হাসাপাতালে পাঠানো হয়।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজবুব রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে নিহত রাব্বির মরদেহ উদ্ধার করে স্বজনদের দেওয়া হয়। ঘটনাস্থল থেকে ট্রাকটি দ্রুত পালানোর কারণে জব্দ করা সম্ভব হয়নি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত