প্রতিনিধি, নীলফামারী
যৌতুকের টাকা না পেয়ে ফারজানা লিজা সোমা (২২) নামের এক গৃহবধূকে ভাশুর ও স্বামী অমানবিক নির্যাতনের শিকার হয়েছেন। বর্তমানে ওই গৃহবধূ গুরুতর আহত হয়ে নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে জেলা সদরের কচুকাটা ইউনিয়নের কচুকাটা বন্দরপাড়ার ঘটনাটি ঘটে।
সোমা বন্দরপাড়ার আলমাস খানের স্ত্রী। আলমাস খান ওই এলাকার মৃত্যু মনসুর আলীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত তিন বছর আগে আলমাস খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সোমা। জেলার কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের উত্তর দুরাকুটি পশ্চিম পাড়া গ্রামের ফরহাদ হোসেন সম্রাটের মেয়ে সোমা।
বিয়ের সময় নগদ দুই লাখ টাকা যৌতুক হিসেবে দেন সোমার বাবা। প্রথমদিকে তাঁদের দাম্পত্য জীবন ভালোভাবে চললেও পরবর্তী সময় আরও এক লাখ টাকার দাবি করেন তাঁর স্বামী। এ নিয়ে তাদের মধ্যে শুরু হয় ঝগড়া বিবাদ। স্বামী–স্ত্রীর মধ্যে ঘটে সম্পর্কের ঘাটতি। এরই মধ্যে সোমার কোল জুড়ে আসে একটি কন্যা সন্তান। বর্তমানে শিশুটির বয়স ১ বছর ৬ মাস। গরিব বাবা যৌতুকের টাকা শোধ করতে না পেরে তাঁর জীবনে নেমে আসে অন্ধকার।
আজ শনিবার দুপুরে নীলফামারীর জেনারেল হাসপাতালের মহিলা ওয়ার্ডে চিকিৎসাধীন সোমা বলেন, `গরিব বাবা অভাবের সংসারে আমার সুখের জন্য নগদ দুই লাখ টাকা যৌতুক দিয়েছিল। এরপরও অন্যায়ভাবে আরও এক লাখ টাকার জন্য আমার স্বামী প্রায় শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতে থাকে। গত শুক্রবার ফের টাকার জন্য শারীরিক নির্যাতন করলে আমি সাফ জানিয়ে দেই আমার বাবা আর এক টাকাও দিতে পারবে না। এ নিয়ে আমার স্বামী ও ভাশুর মিলে আমাকে মারধর করে। বাধ্য হয়ে বাবার বাড়িতে ফোন দিলে আমার চাচা এসে পুলিশ দিয়ে আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। আমি তাদের শাস্তিসহ ন্যায্য বিচার চাই।'
সোমার চাচা শামীম হোসেন বাবু জানান, মেয়ের সুখের জন্য অনেক কষ্ট করে নগদ দুই লাখ টাকা যৌতুক দিয়েছি। জামাই ফের এক লাখ টাকার দাবি করেন। ওই টাকা দিতে না পেরে মেয়ের ওপর নির্যাতন চালায়। এ ঘটনায় গত শুক্রবার ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশের সহায়তায় মেয়েকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করান বলে জানান তিনি।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউপ জানান, খবর পেয়ে পুলিশ দিয়ে মেয়েটিকে উদ্ধার করে তাঁর চিকিৎসার জন্য নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তবে এখন পর্যন্ত তাঁর পরিবারের পক্ষে কোন লিখিত অভিযোগ পাইনি। সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
যৌতুকের টাকা না পেয়ে ফারজানা লিজা সোমা (২২) নামের এক গৃহবধূকে ভাশুর ও স্বামী অমানবিক নির্যাতনের শিকার হয়েছেন। বর্তমানে ওই গৃহবধূ গুরুতর আহত হয়ে নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে জেলা সদরের কচুকাটা ইউনিয়নের কচুকাটা বন্দরপাড়ার ঘটনাটি ঘটে।
সোমা বন্দরপাড়ার আলমাস খানের স্ত্রী। আলমাস খান ওই এলাকার মৃত্যু মনসুর আলীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত তিন বছর আগে আলমাস খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সোমা। জেলার কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের উত্তর দুরাকুটি পশ্চিম পাড়া গ্রামের ফরহাদ হোসেন সম্রাটের মেয়ে সোমা।
বিয়ের সময় নগদ দুই লাখ টাকা যৌতুক হিসেবে দেন সোমার বাবা। প্রথমদিকে তাঁদের দাম্পত্য জীবন ভালোভাবে চললেও পরবর্তী সময় আরও এক লাখ টাকার দাবি করেন তাঁর স্বামী। এ নিয়ে তাদের মধ্যে শুরু হয় ঝগড়া বিবাদ। স্বামী–স্ত্রীর মধ্যে ঘটে সম্পর্কের ঘাটতি। এরই মধ্যে সোমার কোল জুড়ে আসে একটি কন্যা সন্তান। বর্তমানে শিশুটির বয়স ১ বছর ৬ মাস। গরিব বাবা যৌতুকের টাকা শোধ করতে না পেরে তাঁর জীবনে নেমে আসে অন্ধকার।
আজ শনিবার দুপুরে নীলফামারীর জেনারেল হাসপাতালের মহিলা ওয়ার্ডে চিকিৎসাধীন সোমা বলেন, `গরিব বাবা অভাবের সংসারে আমার সুখের জন্য নগদ দুই লাখ টাকা যৌতুক দিয়েছিল। এরপরও অন্যায়ভাবে আরও এক লাখ টাকার জন্য আমার স্বামী প্রায় শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতে থাকে। গত শুক্রবার ফের টাকার জন্য শারীরিক নির্যাতন করলে আমি সাফ জানিয়ে দেই আমার বাবা আর এক টাকাও দিতে পারবে না। এ নিয়ে আমার স্বামী ও ভাশুর মিলে আমাকে মারধর করে। বাধ্য হয়ে বাবার বাড়িতে ফোন দিলে আমার চাচা এসে পুলিশ দিয়ে আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। আমি তাদের শাস্তিসহ ন্যায্য বিচার চাই।'
সোমার চাচা শামীম হোসেন বাবু জানান, মেয়ের সুখের জন্য অনেক কষ্ট করে নগদ দুই লাখ টাকা যৌতুক দিয়েছি। জামাই ফের এক লাখ টাকার দাবি করেন। ওই টাকা দিতে না পেরে মেয়ের ওপর নির্যাতন চালায়। এ ঘটনায় গত শুক্রবার ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশের সহায়তায় মেয়েকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করান বলে জানান তিনি।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউপ জানান, খবর পেয়ে পুলিশ দিয়ে মেয়েটিকে উদ্ধার করে তাঁর চিকিৎসার জন্য নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তবে এখন পর্যন্ত তাঁর পরিবারের পক্ষে কোন লিখিত অভিযোগ পাইনি। সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় একের পর এক খুনের ঘটনা ঘটছে। গত আট মাসে গুলি করে পাঁচজনকে হত্যার ঘটনা ঘটেছে। হত্যার এসব ঘটনায় পর্যালোচনা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, এসব হত্যাকাণ্ডে একই গ্যাং জড়িত।
৪ ঘণ্টা আগেমেয়াদ শেষের প্রায় দুই বছর হয়ে গেলেও কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুরে দুধকুমার নদের তীর রক্ষা বাঁধ নির্মাণকাজ শেষ হয়নি। এতে দুধকুমারের তীরবর্তী অঞ্চলে ভাঙন-আতঙ্ক দেখা দিয়েছে। এদিকে প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠানের অস্থায়ী ম্যানেজারের বিরুদ্ধে স্থানীয়দের টাকা নিয়ে...
৪ ঘণ্টা আগেলালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে বসানো হয়েছে হাট-বাজার। এতে বিঘ্নিত হচ্ছে প্রতিষ্ঠানটির শিক্ষার পরিবেশ। খেলাধুলার চর্চা থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। প্রতিষ্ঠানটিতে যাওয়া-আসা করতেও ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের।
৪ ঘণ্টা আগেবালুমহাল হিসেবে ইজারা নেওয়া হয়নি; তবে দিব্যি নদীতীরের মাটি কেটে বিক্রি করা হচ্ছে। রোজ শতাধিক ট্রাক মাটি উঠছে পাড় থেকে। রাজশাহীর চারঘাট উপজেলায় ঘটছে এমন ঘটনা। বিএনপি ও ছাত্রদলের নেতারা এই ব্যবসার সঙ্গে জড়িত। এই মাটি ও বালু উত্তোলনে বাধা দেওয়ায় ইউএনওর বাসায় ককটেল ফোটানো হয়েছে।
৪ ঘণ্টা আগে