কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের নাগেশ্বরীতে নৈশকোচের ধাক্কায় একই পরিবারের তিনজনসহ চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম সড়কের রায়গঞ্জ আলেপের তেপথি এলাকায় পাম্পের পাশে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের পশ্চিম সাপখাওয়া এলাকার মৃত সমুদ্দি শেখের ছেলে অটোচালক জলিল সরকার ও পশ্চিম রায়গঞ্জ এলাকার শহিদুল ইসলাম ও তাঁর মেয়ে সুমাইয়া ও শহিদুল ইসলামের মা সুফিয়া বেগম। শহিদুল ইসলালের স্ত্রী শাহানাজ বেগম আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। নৈশ কোচসহ চালককে আটক করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, সড়কের কাজ করার জন্য সড়কের দুপাশে মাটির উঁচু করে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এর কারণে ভূরুঙ্গামারী থেকে আসা রিজভী পরিবহন নামের নৈশকোচ ও নাগেশ্বরীর দিক থেকে যাওয়া অটোরিকশা পাশ কাটাতে গিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যায় দুজন। আহতদের উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথেই দুজনের মৃত্যু হয়।
এ ঘটনাকে কেন্দ্র করে রাতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এলাকাবাসী। পরে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নবিউল হাসান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর আহমেদ মাছুম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।
এদিকে শুক্রবার সকালে ময়নাতদন্ত ছাড়াই নিহতদের মরদের পেতে আবারও সড়ক অবরোধ করেন নিহতের স্বজন এবং এলাকাবাসী। শুক্রবার সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত রায়গঞ্জ কলেজের সামনে থেকে পাম্পমোড় পর্যন্ত কয়েকটি স্থানে গাছ ফেলে সড়কে বসে পড়ে জনতা। এ সময় যানবাহন ও পথচারী চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ সময় নিহতের স্বজনরা অভিযোগ করেন, পুলিশ নিহতদের মরদেহ তাদের না দিয়ে হয়রানি করছে। দ্রুত মরদেহগুলো চান পরিবারের লোকজন। তবে পুলিশের দাবি কোন প্রকার হয়রানি করা হচ্ছে না। ময়নাতদন্তের প্রক্রিয়া শেষ করতে সময় লাগছে।
নাগেশ্বরী থানার ওসি নবীউল হাসান বলেন, নৈশকোচ ও চালক আটক রয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে। লোকজন সড়ক অবরোধ করলে তা নিয়ন্ত্রণে আনা হয়েছে।
কুড়িগ্রামের নাগেশ্বরীতে নৈশকোচের ধাক্কায় একই পরিবারের তিনজনসহ চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম সড়কের রায়গঞ্জ আলেপের তেপথি এলাকায় পাম্পের পাশে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের পশ্চিম সাপখাওয়া এলাকার মৃত সমুদ্দি শেখের ছেলে অটোচালক জলিল সরকার ও পশ্চিম রায়গঞ্জ এলাকার শহিদুল ইসলাম ও তাঁর মেয়ে সুমাইয়া ও শহিদুল ইসলামের মা সুফিয়া বেগম। শহিদুল ইসলালের স্ত্রী শাহানাজ বেগম আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। নৈশ কোচসহ চালককে আটক করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, সড়কের কাজ করার জন্য সড়কের দুপাশে মাটির উঁচু করে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এর কারণে ভূরুঙ্গামারী থেকে আসা রিজভী পরিবহন নামের নৈশকোচ ও নাগেশ্বরীর দিক থেকে যাওয়া অটোরিকশা পাশ কাটাতে গিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যায় দুজন। আহতদের উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথেই দুজনের মৃত্যু হয়।
এ ঘটনাকে কেন্দ্র করে রাতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এলাকাবাসী। পরে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নবিউল হাসান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর আহমেদ মাছুম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।
এদিকে শুক্রবার সকালে ময়নাতদন্ত ছাড়াই নিহতদের মরদের পেতে আবারও সড়ক অবরোধ করেন নিহতের স্বজন এবং এলাকাবাসী। শুক্রবার সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত রায়গঞ্জ কলেজের সামনে থেকে পাম্পমোড় পর্যন্ত কয়েকটি স্থানে গাছ ফেলে সড়কে বসে পড়ে জনতা। এ সময় যানবাহন ও পথচারী চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ সময় নিহতের স্বজনরা অভিযোগ করেন, পুলিশ নিহতদের মরদেহ তাদের না দিয়ে হয়রানি করছে। দ্রুত মরদেহগুলো চান পরিবারের লোকজন। তবে পুলিশের দাবি কোন প্রকার হয়রানি করা হচ্ছে না। ময়নাতদন্তের প্রক্রিয়া শেষ করতে সময় লাগছে।
নাগেশ্বরী থানার ওসি নবীউল হাসান বলেন, নৈশকোচ ও চালক আটক রয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে। লোকজন সড়ক অবরোধ করলে তা নিয়ন্ত্রণে আনা হয়েছে।
রংপুর বিভাগের আট জেলার ২ কোটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি হাসপাতাল রয়েছে ৬৫টি। এসব হাসপাতালে চিকিৎসকের মোট পদ ১ হাজার ২১৪টি। কিন্তু বর্তমানে কর্মরত ৫৩১ জন, পদ শূন্য ৬৮৩টি। চাহিদার অর্ধেকেরও কম জনবল থাকায় হাসপাতালগুলোয় চিকিৎসা কার্যক্রম চরমভাবে বিঘ্নিত হচ্ছে। সেবাপ্রার্থীদের বাধ্য...
৪ ঘণ্টা আগেঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে জলাতঙ্ক প্রতিরোধী টিকার সংকট দেখা দিয়েছে। এতে চরম বিপাকে পড়েছেন রোগীরা। নিরুপায় হয়ে কেউ কেউ চড়া দামে বাইরে থেকে কিনছেন, কেউ আবার টিকা না পাওয়ার ভুগছেন দুশ্চিন্তায়।
৪ ঘণ্টা আগেঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস আজ শুক্রবার। পদ্মার উজানে ভারতের ফারাক্কা ব্যারাজ তৈরি করে পানি প্রত্যাহারের প্রতিবাদে ১৯৭৬ সালের এই দিনে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে বাংলাদেশের লক্ষাধিক মানুষ রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে জমায়েত হয়েছিলেন। এখান থেকেই সেদিন মরণ বাঁধ ফারাক্কা অভিমুখে...
৪ ঘণ্টা আগে