Ajker Patrika

সৈয়দপুরে ২৯ জনের করোনা শনাক্ত

প্রতিনিধি, সৈয়দপুর (নীলফামারী)
সৈয়দপুরে ২৯ জনের করোনা শনাক্ত

নীলফামারীর সৈয়দপুরে এক দিনে সর্বোচ্চ ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৯০ জনে। এদের মধ্যে মারা গেছেন ১৫ জন। আজ রোববার উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে এ তথ্য জানা গেছে। 

উপজেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, সৈয়দপুরে গত ২৪ ঘণ্টায় ৬১ জনের নমুনা পরীক্ষায় ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৪২ দশমিক ৬২ শতাংশ। এ ছাড়া দিনাজপুর এম এ রহিম মেডিকেল কলেজে নমুনা পরীক্ষায় একজন এবং নীলফামারী মেডিকেল কলেজ হাসপাতালের নমুনা পরীক্ষায় ২ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে নয়াটলার একই পরিবারের ৩ জন, পুরাতন বাবুপাড়ার ২ জন, নতুন বাবুপাড়ার ১ জন, মুন্সিপাড়ার ১ জন, নিমবাগানের ১ জন, নিচুকলোনীর ১ জন, বিমানবন্দর পশ্চিমপাড়ার ১ জন, হাতিখানার ২ জন, চাঁদনগরের ২ জন, কুন্দলের ১ জন, মিস্ত্রিপাড়ার ১ জন, বোতলাগাড়ী  ২ জন, খোর্দ্দ বোতলাগাড়ীর ২ জন, পূর্ব বেলপুকুরের ১ জন, তুলশীরাম সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে ২ জন ও বাঙ্গালীপুরের ২ জন, লক্ষ্মণপুরের ১ জন রয়েছেন। 

সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু আলেমুল বাশার জানান, ৩৯০ জন আক্রান্তের মধ্য ২৪৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ১৫ জন মারা গেছেন। বাকিরা হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন আছেন। তিনি স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বগুড়ায় দুই মামলায় আ.লীগের ছয় নেতা-কর্মী ১০ দিনের রিমান্ডে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত