পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় সীমান্ত অতিক্রম করার অভিযোগে ৮ বাংলাদেশিকে আটকের পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল বুধবার রাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
পৃথক দুটি ঘটনায় ওই আট ব্যক্তিকে বিএসএফ আটক করেছিল বলে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়।
ফেরত আসা ব্যক্তিরা হলেন ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের উত্তর বোয়ালিয়া গ্রামের হরেন বর্মণ ও তাঁর স্ত্রী মমতা রানী, ছেলে অজয় কুমার বর্মণ, নব বর্মণ; একই উপজেলার আখা নগর ইউনিয়নের রিপন বর্মণ, দেবগঞ্জ এলাকার শুশান্ত রায় এবং গড়েয়া এলাকার আশিশ রায়। অপরজন পাথর শ্রমিক রবিউল ইসলাম। পরে তাঁদের তেঁতুলিয়া মডেল থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পঞ্চগড় ব্যাটালিয়ন ১৮ বিজিবির অধীনস্থ তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের কাশিমগঞ্জ বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তের এলাকা দিয়ে মহানন্দা নদী পার হয়ে সীমান্তে কাঁটাতারের বেড়াবিহীন এলাকা দিয়ে গত মঙ্গলবার রাতে সাতজন বাংলাদেশি ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশ করেন। এ সময় বিএসএফের ১৮ ব্যাটালিয়নের বানেশ্বরজোত বিওপির টহলদল তাঁদের আটক করে। পরে বিষয়টি বিজিবিকে জানানো হয়। বুধবার সন্ধ্যা ৬টায় সীমান্তের মেইন পিলার ৭৩০ এলাকায় বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে আটক বাংলাদেশিদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।
এদিকে তেঁতুলিয়ার মহানন্দা নদীতে পাথর উত্তোলনের সময় ভারতীয় সীমান্তে প্রবেশ করায় উপজেলার শালবাহান ইউনিয়নের লোহাকাচি এলাকার রবিউলকে আটকের পর ফেরত দিয়েছে বিএসএফ। বুধবার বিকেলে পতাকা বৈঠকের পর তাঁকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
আজ বৃহস্পতিবার তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত কবির বলেন, অবৈধভাবে সীমান্ত পার হওয়ার অভিযোগে বিজিবির পক্ষ থেকে থানায় পৃথক দুটি মামলা হয়েছে। আটক আটজনকেও থানায় হস্তান্তর করা হয়। তাঁদের আদালতে হাজির করা হবে।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম বলেন, সীমান্তে বিজিবির টহল জোরদার রয়েছে। তবে দালালের মাধ্যমে ভারতে অনুপ্রবেশ করলে বিএসএফের হাতে আটক হয়। পরে আমরা তাঁদের পতাকা বৈঠকের মাধ্যমে ফিরিয়ে নিয়ে আসি। বিএসএফের ফেরত দেওয়া ৮ ব্যক্তির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় সীমান্ত অতিক্রম করার অভিযোগে ৮ বাংলাদেশিকে আটকের পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল বুধবার রাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
পৃথক দুটি ঘটনায় ওই আট ব্যক্তিকে বিএসএফ আটক করেছিল বলে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়।
ফেরত আসা ব্যক্তিরা হলেন ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের উত্তর বোয়ালিয়া গ্রামের হরেন বর্মণ ও তাঁর স্ত্রী মমতা রানী, ছেলে অজয় কুমার বর্মণ, নব বর্মণ; একই উপজেলার আখা নগর ইউনিয়নের রিপন বর্মণ, দেবগঞ্জ এলাকার শুশান্ত রায় এবং গড়েয়া এলাকার আশিশ রায়। অপরজন পাথর শ্রমিক রবিউল ইসলাম। পরে তাঁদের তেঁতুলিয়া মডেল থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পঞ্চগড় ব্যাটালিয়ন ১৮ বিজিবির অধীনস্থ তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের কাশিমগঞ্জ বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তের এলাকা দিয়ে মহানন্দা নদী পার হয়ে সীমান্তে কাঁটাতারের বেড়াবিহীন এলাকা দিয়ে গত মঙ্গলবার রাতে সাতজন বাংলাদেশি ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশ করেন। এ সময় বিএসএফের ১৮ ব্যাটালিয়নের বানেশ্বরজোত বিওপির টহলদল তাঁদের আটক করে। পরে বিষয়টি বিজিবিকে জানানো হয়। বুধবার সন্ধ্যা ৬টায় সীমান্তের মেইন পিলার ৭৩০ এলাকায় বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে আটক বাংলাদেশিদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।
এদিকে তেঁতুলিয়ার মহানন্দা নদীতে পাথর উত্তোলনের সময় ভারতীয় সীমান্তে প্রবেশ করায় উপজেলার শালবাহান ইউনিয়নের লোহাকাচি এলাকার রবিউলকে আটকের পর ফেরত দিয়েছে বিএসএফ। বুধবার বিকেলে পতাকা বৈঠকের পর তাঁকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
আজ বৃহস্পতিবার তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত কবির বলেন, অবৈধভাবে সীমান্ত পার হওয়ার অভিযোগে বিজিবির পক্ষ থেকে থানায় পৃথক দুটি মামলা হয়েছে। আটক আটজনকেও থানায় হস্তান্তর করা হয়। তাঁদের আদালতে হাজির করা হবে।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম বলেন, সীমান্তে বিজিবির টহল জোরদার রয়েছে। তবে দালালের মাধ্যমে ভারতে অনুপ্রবেশ করলে বিএসএফের হাতে আটক হয়। পরে আমরা তাঁদের পতাকা বৈঠকের মাধ্যমে ফিরিয়ে নিয়ে আসি। বিএসএফের ফেরত দেওয়া ৮ ব্যক্তির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
কক্সবাজারের কুতুবদিয়ায় বিদেশি জাহাজে চুরির প্রস্তুতির অভিযোগে আটক ১৭ জনকে জেলে বলে দাবি করেছেন তাঁদের সহকর্মীরা। তাঁরা এ আটকের প্রতিবাদে মানববন্ধন করেছেন। আজ শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালন করে অমজাখালী বোট মালিক সমিতি ও মাঝিমাল্লা সমিতি।
২৩ মিনিট আগেবেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা ইমরান চৌধুরী আকাশকে (২৪) তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার আবু সাঈদ হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে রংপুর মেট্রোপলিটন আমলি আদালতে নেওয়া হয়। এ সময় পুলিশ চার দিনের রিমান্ডের আবেদন করলে শুনানি শেষে আদালতের বিচারক
২৫ মিনিট আগেবরিশালের মুলাদীতে মেয়েকে উত্ত্যক্ত করার বিচার চাইতে গিয়ে বখাটেদের হামলার শিকার হয়েছেন এক বাবা। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার চরকালেখান ইউনিয়নের গলইভাঙ্গা বাজার এলাকায় তাঁকে পিটিয়ে মারাত্মক আহত করে বখাটেরা।
২৬ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নবগঠিত হবিগঞ্জ জেলা আহ্বায়ক কমিটিকে ‘পকেট কমিটি’ আখ্যা দিয়ে অবাঞ্ছিত ঘোষণা করেছে সংগঠনের একাংশ। কমিটি গঠনে টাকার লেনদেন, রাজনৈতিক পক্ষপাতিত্ব, নারী ও ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি বৈষম্যের অভিযোগ এনেছে তারা। আজ শুক্রবার বেলা ১১টায় হবিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এসব...
২৮ মিনিট আগে