হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
লালমনিরহাটের হাতীবান্ধায় পটকা ফোটাতে নিষেধ করায় ফজু মিয়া (৫৫) নামের এক ব্যক্তি আবু তালেব ও তাঁর ছেলেকে মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল বুধবার সন্ধ্যায় আহত বাবা-ছেলে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা শেষে বাড়িতে ফেরেন। এর আগে গত মঙ্গলবার বিকেলে উপজেলার দালালপাড়া এলাকায় ঘটনাটি ঘটে।
আহতরা হলেন উপজেলার দালালপাড়া এলাকার আবু তালেব (৬০) ও তাঁর ছেলে রাশেদুল আলম সবুজ (২৪)। অভিযুক্ত ফজু মিয়া উপজেলার দালালপাড়া এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে।
জানা গেছে, গত মঙ্গলবার বিকেলে ফজু মিয়ার ছেলে শাকিবুল (১১) রাশেদুল ইসলামের দোকানের কাঁচা ওয়ালের ওপর পটকা ফোটায়। এ সময় রাশেদুল শাকিবকে পটকা ফোটাতে নিষেধ করেন। এ কথা শুনে শাকিব কান্নাকাটি করে বাড়িতে গিয়ে তার বাবা ফজু মিয়াকে জানায়। পরে ফজু মিয়া ও তাঁর স্ত্রী আমিনা বেগম রাশেদুলের ওপর অতর্কিত হামলা চালিয়ে মারধর শুরু করেন। ছেলের চিৎকারে ছুটে আসেন আবু তালেব। পরে অভিযুক্তরা আবু তালেবকেও মারধর করে আহত করেন।
এ ঘটনায় গতকাল সকালে রাশেদুল আলম সবুজ বাদী হয়ে হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ দেন।
আহত রাশেদুল ইসলাম সবুজ বলেন, ‘আমার বাড়িসংলগ্ন দোকানের ওয়ালে সিমেন্ট দিয়ে কাজ করেছি। সেগুলো কাঁচা ছিল। সেই ওয়ালের ওপর শাকিব পটকা ফোটায়। এতে করে ওয়ালের সিমেন্ট খসে পড়ে যায়। তাই আমি তাকে শুধু নিষেধ করেছি। তারপর সে বাড়িতে গিয়ে কান্নাকাটি করে তার বাবাকে বিষয়টি জানায়। আর তার বাবা কোনো কিছু না শুনে না বুঝে আমার ওপর হামলা চালিয়ে মারধর শুরু করেন। এ সময় আমার বাবা ছুটে এলে তাঁরা বাবাকেও মারধর করেন। আমি থানায় অভিযোগ দিয়েছি। আমি এ ঘটনার সঠিক বিচার চাই।’
অভিযুক্ত ফজু মিয়া বলেন, রাশেদুলের দোকানের ওয়ালের সিমেন্ট কে বা কারা ঢিল মেরে নষ্ট করেছে। আর সেই দোষ আমার ছেলের ওপর দিয়েছে। আমি শুধু রাশেদুলের কাছে জানার জন্য গিয়েছিলাম। তাঁকে কোনো মারধর করা হয়নি। উল্টো তিনি আমাদের ওপর হামলা চালান এবং মারধর করেন।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন, এ ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
লালমনিরহাটের হাতীবান্ধায় পটকা ফোটাতে নিষেধ করায় ফজু মিয়া (৫৫) নামের এক ব্যক্তি আবু তালেব ও তাঁর ছেলেকে মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল বুধবার সন্ধ্যায় আহত বাবা-ছেলে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা শেষে বাড়িতে ফেরেন। এর আগে গত মঙ্গলবার বিকেলে উপজেলার দালালপাড়া এলাকায় ঘটনাটি ঘটে।
আহতরা হলেন উপজেলার দালালপাড়া এলাকার আবু তালেব (৬০) ও তাঁর ছেলে রাশেদুল আলম সবুজ (২৪)। অভিযুক্ত ফজু মিয়া উপজেলার দালালপাড়া এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে।
জানা গেছে, গত মঙ্গলবার বিকেলে ফজু মিয়ার ছেলে শাকিবুল (১১) রাশেদুল ইসলামের দোকানের কাঁচা ওয়ালের ওপর পটকা ফোটায়। এ সময় রাশেদুল শাকিবকে পটকা ফোটাতে নিষেধ করেন। এ কথা শুনে শাকিব কান্নাকাটি করে বাড়িতে গিয়ে তার বাবা ফজু মিয়াকে জানায়। পরে ফজু মিয়া ও তাঁর স্ত্রী আমিনা বেগম রাশেদুলের ওপর অতর্কিত হামলা চালিয়ে মারধর শুরু করেন। ছেলের চিৎকারে ছুটে আসেন আবু তালেব। পরে অভিযুক্তরা আবু তালেবকেও মারধর করে আহত করেন।
এ ঘটনায় গতকাল সকালে রাশেদুল আলম সবুজ বাদী হয়ে হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ দেন।
আহত রাশেদুল ইসলাম সবুজ বলেন, ‘আমার বাড়িসংলগ্ন দোকানের ওয়ালে সিমেন্ট দিয়ে কাজ করেছি। সেগুলো কাঁচা ছিল। সেই ওয়ালের ওপর শাকিব পটকা ফোটায়। এতে করে ওয়ালের সিমেন্ট খসে পড়ে যায়। তাই আমি তাকে শুধু নিষেধ করেছি। তারপর সে বাড়িতে গিয়ে কান্নাকাটি করে তার বাবাকে বিষয়টি জানায়। আর তার বাবা কোনো কিছু না শুনে না বুঝে আমার ওপর হামলা চালিয়ে মারধর শুরু করেন। এ সময় আমার বাবা ছুটে এলে তাঁরা বাবাকেও মারধর করেন। আমি থানায় অভিযোগ দিয়েছি। আমি এ ঘটনার সঠিক বিচার চাই।’
অভিযুক্ত ফজু মিয়া বলেন, রাশেদুলের দোকানের ওয়ালের সিমেন্ট কে বা কারা ঢিল মেরে নষ্ট করেছে। আর সেই দোষ আমার ছেলের ওপর দিয়েছে। আমি শুধু রাশেদুলের কাছে জানার জন্য গিয়েছিলাম। তাঁকে কোনো মারধর করা হয়নি। উল্টো তিনি আমাদের ওপর হামলা চালান এবং মারধর করেন।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন, এ ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
রাজধানীর বনানী এলাকা থেকে দুর্জয় শীল নামে এক সেনা সদস্যদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকাল সাড়ে ৭টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। সোমবার রাতে আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল সারোয়ার।
১৩ মিনিট আগেরাজধানীর উত্তরায় নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে মো. ইব্রাহিম (৩৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আলীম উল্লাহ (২৩) ও মো. শাকিল (২০) নামের আরও দুই শ্রমিক গুরুতর আহত হয়েছেন। উত্তরা ৪ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের ১৩ নম্বর প্লটের নির্মাণাধীন ১০ তলা ভবন থেকে গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে...
১৫ মিনিট আগেসামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয় উত্তরখানের একটি স্কুলে পড়ুয়া অষ্টম শ্রেণির ছাত্রী (১৪) ও ইস্রাফিল উদ্দিন ভূঁইয়ার (১৯)। পরিচয়ের একপর্যায়ে ইস্রাফিল ওই কিশোরীকে কু-প্রস্তাব দেন। কিন্তু রাজি না হওয়া তাঁকে অপহরণ করে ধর্ষণ করে ইস্রাফিল। এ ঘটনায় অভিযুক্ত ইস্রাফিলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১৯ মিনিট আগেখুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী। এ সময় কুয়েটের উপাচার্যের পদত্যাগ দাবি করে কুশপুত্তলিকা দাহ করেন তারা। গতকাল সোমবার রাত ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ সমাবেশ হয়।
১ ঘণ্টা আগে