হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
লালমনিরহাটের হাতীবান্ধায় পটকা ফোটাতে নিষেধ করায় ফজু মিয়া (৫৫) নামের এক ব্যক্তি আবু তালেব ও তাঁর ছেলেকে মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল বুধবার সন্ধ্যায় আহত বাবা-ছেলে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা শেষে বাড়িতে ফেরেন। এর আগে গত মঙ্গলবার বিকেলে উপজেলার দালালপাড়া এলাকায় ঘটনাটি ঘটে।
আহতরা হলেন উপজেলার দালালপাড়া এলাকার আবু তালেব (৬০) ও তাঁর ছেলে রাশেদুল আলম সবুজ (২৪)। অভিযুক্ত ফজু মিয়া উপজেলার দালালপাড়া এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে।
জানা গেছে, গত মঙ্গলবার বিকেলে ফজু মিয়ার ছেলে শাকিবুল (১১) রাশেদুল ইসলামের দোকানের কাঁচা ওয়ালের ওপর পটকা ফোটায়। এ সময় রাশেদুল শাকিবকে পটকা ফোটাতে নিষেধ করেন। এ কথা শুনে শাকিব কান্নাকাটি করে বাড়িতে গিয়ে তার বাবা ফজু মিয়াকে জানায়। পরে ফজু মিয়া ও তাঁর স্ত্রী আমিনা বেগম রাশেদুলের ওপর অতর্কিত হামলা চালিয়ে মারধর শুরু করেন। ছেলের চিৎকারে ছুটে আসেন আবু তালেব। পরে অভিযুক্তরা আবু তালেবকেও মারধর করে আহত করেন।
এ ঘটনায় গতকাল সকালে রাশেদুল আলম সবুজ বাদী হয়ে হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ দেন।
আহত রাশেদুল ইসলাম সবুজ বলেন, ‘আমার বাড়িসংলগ্ন দোকানের ওয়ালে সিমেন্ট দিয়ে কাজ করেছি। সেগুলো কাঁচা ছিল। সেই ওয়ালের ওপর শাকিব পটকা ফোটায়। এতে করে ওয়ালের সিমেন্ট খসে পড়ে যায়। তাই আমি তাকে শুধু নিষেধ করেছি। তারপর সে বাড়িতে গিয়ে কান্নাকাটি করে তার বাবাকে বিষয়টি জানায়। আর তার বাবা কোনো কিছু না শুনে না বুঝে আমার ওপর হামলা চালিয়ে মারধর শুরু করেন। এ সময় আমার বাবা ছুটে এলে তাঁরা বাবাকেও মারধর করেন। আমি থানায় অভিযোগ দিয়েছি। আমি এ ঘটনার সঠিক বিচার চাই।’
অভিযুক্ত ফজু মিয়া বলেন, রাশেদুলের দোকানের ওয়ালের সিমেন্ট কে বা কারা ঢিল মেরে নষ্ট করেছে। আর সেই দোষ আমার ছেলের ওপর দিয়েছে। আমি শুধু রাশেদুলের কাছে জানার জন্য গিয়েছিলাম। তাঁকে কোনো মারধর করা হয়নি। উল্টো তিনি আমাদের ওপর হামলা চালান এবং মারধর করেন।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন, এ ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
লালমনিরহাটের হাতীবান্ধায় পটকা ফোটাতে নিষেধ করায় ফজু মিয়া (৫৫) নামের এক ব্যক্তি আবু তালেব ও তাঁর ছেলেকে মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল বুধবার সন্ধ্যায় আহত বাবা-ছেলে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা শেষে বাড়িতে ফেরেন। এর আগে গত মঙ্গলবার বিকেলে উপজেলার দালালপাড়া এলাকায় ঘটনাটি ঘটে।
আহতরা হলেন উপজেলার দালালপাড়া এলাকার আবু তালেব (৬০) ও তাঁর ছেলে রাশেদুল আলম সবুজ (২৪)। অভিযুক্ত ফজু মিয়া উপজেলার দালালপাড়া এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে।
জানা গেছে, গত মঙ্গলবার বিকেলে ফজু মিয়ার ছেলে শাকিবুল (১১) রাশেদুল ইসলামের দোকানের কাঁচা ওয়ালের ওপর পটকা ফোটায়। এ সময় রাশেদুল শাকিবকে পটকা ফোটাতে নিষেধ করেন। এ কথা শুনে শাকিব কান্নাকাটি করে বাড়িতে গিয়ে তার বাবা ফজু মিয়াকে জানায়। পরে ফজু মিয়া ও তাঁর স্ত্রী আমিনা বেগম রাশেদুলের ওপর অতর্কিত হামলা চালিয়ে মারধর শুরু করেন। ছেলের চিৎকারে ছুটে আসেন আবু তালেব। পরে অভিযুক্তরা আবু তালেবকেও মারধর করে আহত করেন।
এ ঘটনায় গতকাল সকালে রাশেদুল আলম সবুজ বাদী হয়ে হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ দেন।
আহত রাশেদুল ইসলাম সবুজ বলেন, ‘আমার বাড়িসংলগ্ন দোকানের ওয়ালে সিমেন্ট দিয়ে কাজ করেছি। সেগুলো কাঁচা ছিল। সেই ওয়ালের ওপর শাকিব পটকা ফোটায়। এতে করে ওয়ালের সিমেন্ট খসে পড়ে যায়। তাই আমি তাকে শুধু নিষেধ করেছি। তারপর সে বাড়িতে গিয়ে কান্নাকাটি করে তার বাবাকে বিষয়টি জানায়। আর তার বাবা কোনো কিছু না শুনে না বুঝে আমার ওপর হামলা চালিয়ে মারধর শুরু করেন। এ সময় আমার বাবা ছুটে এলে তাঁরা বাবাকেও মারধর করেন। আমি থানায় অভিযোগ দিয়েছি। আমি এ ঘটনার সঠিক বিচার চাই।’
অভিযুক্ত ফজু মিয়া বলেন, রাশেদুলের দোকানের ওয়ালের সিমেন্ট কে বা কারা ঢিল মেরে নষ্ট করেছে। আর সেই দোষ আমার ছেলের ওপর দিয়েছে। আমি শুধু রাশেদুলের কাছে জানার জন্য গিয়েছিলাম। তাঁকে কোনো মারধর করা হয়নি। উল্টো তিনি আমাদের ওপর হামলা চালান এবং মারধর করেন।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন, এ ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
লক্ষ্মীপুরে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে শাহীন আক্তার নামের ৮ম শ্রেণির এক মাদ্রাসাছাত্রী নিহত হয়েছে। আজ সোমবার সকালে সদর উপজেলার বাংগাখাঁ ইউনিয়নের আমান উল্যাহপুরে এই ঘটনা ঘটে।
৫ মিনিট আগেতিন দিন ধরে সাগরে ভাসতে থাকা ফিশিং বোট এফ বি মায়ের দোয়ার আট জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। সোমবার (১৮ আগস্ট) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানিয়েছেন।
২০ মিনিট আগেঝিনাইদহ শহরের আক্তার ফার্মেসিতে ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে সোমবার দুপুরে সদর আমলি আদালতে তোলা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক মো. ওয়াজিবুর রহমান জামিন নামঞ্জুর করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
১ ঘণ্টা আগেরংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্র সংসদ (ব্রাকসু) নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের আমরণ অনশন চলছে। রোববার (১৭ আগস্ট) বেলা ১১টা থেকে শুরু হওয়া এ কর্মসূচির ২৪ ঘণ্টা পার হতে না হতেই চারজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। এর মধ্যে একজনকে গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়
১ ঘণ্টা আগে