Ajker Patrika

ফুলবাড়ীতে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেপ্তার

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
জাকারিয়া জাকির। ছবি: সংগৃহীত
জাকারিয়া জাকির। ছবি: সংগৃহীত

দিনাজপুরের ফুলবাড়ীতে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া জাকিরকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত ৯টার দিকে পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত জাকারিয়া জাকির পৌর শহরের উত্তর সুজাপুর গ্রামের ডারারপাড় এলাকার লুৎফর রহমানের ছেলে এবং দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক। এসব বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল।

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বছরের গত ২১ অক্টোবর রাতে উপজেলার কাজিহাল ইউনিয়নের পুখুরী মোড়ে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক জুয়েলের ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় পরদিন স্বেচ্ছাসেবক দল নেতার বাবা রুহুল আমিন বাদী হয়ে হামলার অভিযোগে থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মানিক রতনসহ ১১ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়। সেই মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া জাকিরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল বলেন, গত বুধবার রাতে জাকারিয়া জাকিরকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত