Ajker Patrika

শিক্ষকের বাসাবাড়িতে গোখরো সাপ, উদ্ধার করল বন বিভাগ

দিনাজপুর প্রতিনিধি
শিক্ষকের বাসাবাড়িতে গোখরো সাপ, উদ্ধার করল বন বিভাগ

দিনাজপুরে এক শিক্ষকের বাসাবাড়িতে গতকাল শুক্রবার একটি বিষধর পদ্ম গোখরো সাপের বাচ্চা ধরা পড়ে। পরে খবর পেয়ে আজ শনিবার দুপুরে বন বিভাগের কর্মকর্তারা জেলা শহরের উপশহরের ১০ নম্বর ব্লকের তৈয়বা মজুমদার ব্লাড ব্যাংক এলাকা থেকে এটি উদ্ধার করেন। 

স্থানীয় লোকজন জানান, গতকাল সকালে উপশহরের তৈয়বা মজুমদার ব্লাড ব্যাংকের পাশে রশিদুল হাসান কচি নামের এক শিক্ষক নিজের বাড়ির বাগান পরিষ্কার করছিলেন। এ সময় পদ্ম গোখরো সাপের একটি বাচ্চা দেখতে পান। বিষধর সাপ দেখে প্রথমে তিনি ভয় পেলেও পরে ছেলের সহায়তায় এটি একটি বয়ামে ভরে রাখেন। 

শিক্ষক রশিদুল হাসান কচি জানান, প্রতি শুক্রবার ছুটির দিনে তিনি বাড়ির সামনের বাগান পরিষ্কার করেন। বরাবরের মতো বাগান পরিষ্কার করার সময় তিনি সাপটি লুকানো অবস্থায় দেখতে পান। এ সময় কিছুটা ভয় পেলেও পরে সাহস করে তাঁর ছেলে তানজিরুল হাসান আবিরের সহায়তায় সাপটি লাঠি দিয়ে কৌশলে আটক করে প্লাস্টিকের বয়ামে ভরে রাখেন। 

সাপটির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য ৯৯৯ নম্বরে কল দেন রশিদুল হাসান কচি। তিনি বলেন, ‘৯৯৯ থেকে তিনটি মোবাইল ফোন নম্বর দেওয়া হয়। পরে যোগাযোগ করলে তিনটি নম্বরে কাউকেই পাওয়া যায়নি।’ 

পরে আজ সকালে ওই তিনটি নম্বরে কল দেওয়া হলে দুপুরে বন বিভাগের কর্মকর্তারা রশিদুল হাসান কচির বাড়িতে যান। এ সময় বন বিভাগের সদর উপজেলা রেঞ্জ কর্মকর্তা আব্দল মান্নান ও ধর্মপুর বিট কর্মকর্তা মহসিন আলীর কাছে তিনি সাপটি হস্তান্তর করেন। 

বন বিভাগের কর্মকর্তারা জানান, সাপটি বনের মধ্যে ছেড়ে দেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত