Ajker Patrika

রাঙ্গুনিয়ায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার, শ্বশুর আটক

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি 
রিনা আক্তার। ছবি: আজকের পত্রিকা
রিনা আক্তার। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় রিনা আক্তার (২৬) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর সাড়ে ১২টায় উপজেলার পোমরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বুড়ির দোকান এলাকার নবাবীপাড়া গ্রামে নিজ বসতঘর থেকে তাঁর লাশটি মেলে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর শ্বশুরকে আটক করেছে পুলিশ।

রিনা আক্তার একই এলাকার প্রবাসী জাহেদুল ইসলামের স্ত্রী। তিনি পার্শ্ববর্তী রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের আবদুল মোনাফের মেয়ে। তাঁর দুই সন্তান রয়েছে।

রিনা আক্তারের বাবা আবদুল মোনাফের অভিযোগ, রিনাকে হত্যা করে শ্বশুরবাড়ির লোকজন আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছেন।

আবদুল মোনাফ জানান, প্রবাসী জাহিদুল ইসলামের সঙ্গে তাঁর মেয়ে রিনা আক্তারের পারিবারিকভাবে বিয়ে হয়েছিল। রিনার এক ছেলে ও এক মেয়ে আছে। বিয়ের পর থেকে রিনার সঙ্গে শ্বশুরবাড়ির লোকজনের ঝগড়াবিবাদ লেগে থাকত বলে তিনি অভিযোগ করেন। আবদুল মোনাফ দাবি করেন, দেবর, ননদ ও শাশুড়ি বিভিন্ন সময় তাঁর মেয়েকে মানসিক নির্যাতন করতেন। চার বছর আগে দেবরের হাতে রিনা মার খেয়েছিলেন। পরে বিষয়টি পারিবারিকভাবে মিটমাট করা হয়। আবদুল মোনাফের দাবি, ঘটনার দুই দিন আগে রিনার দুই ননদ তাঁকে মারধর করেছেন। তিনি বলেন, ‘তারাই আমার মেয়েকে হত্যা করে লাশ ঝুলিয়ে দিয়ে আত্মহত্যা বলে প্রচার করছেন।’

এ বিষয়ে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিফাতুল মাজদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তিনি বলেন, ঘটনাটি হত্যা না আত্মহত্যা, সেটি ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে তদন্ত অব্যাহত রয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। শ্বশুরকে আটক করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ওসি হয়েও আমার কম দামি ফোন, দামি ফোন নিয়ে ঘুরলে ছিনতাই তো হবেই’, ভুক্তভোগীকে মোহাম্মদপুরের ওসি

মোহাম্মদপুর থানায় ভুক্তভোগীকে হেনস্তা: চার পুলিশ সদস্যকে প্রত্যাহার, ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

এনসিপির পদযাত্রা উপলক্ষে ‘স্কুল বন্ধের সিদ্ধান্ত’, প্রধান শিক্ষকের দুই রকম বক্তব্য

হিন্দু মন্দির নিয়ে কেন সংঘাতে জড়াল বৌদ্ধ-অধ্যুষিত থাইল্যান্ড-কম্বোডিয়া

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর মহড়া শুরু, চলবে ৩০ জুলাই পর্যন্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত