Ajker Patrika

গাইবান্ধায় মহিলা দলের বিক্ষোভ, রাস্তা অবরোধ করে অটোরিকশা ভাঙচুর 

গাইবান্ধা প্রতিনিধি
আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ১৪: ৫৯
Thumbnail image

বিএনপি-জামায়াতের ডাকা টানা ৭২ ঘণ্টা অবরোধের শেষ দিনে গাইবান্ধার সদর উপজেলার কদমতলী এলাকায় বিক্ষোভ মিছিল করছেন মহিলা দলের নেতা-কর্মীরা। 

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সুন্দরগঞ্জ রোডের কদমতলী এলাকায় পিকেটিং ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তাঁরা। বিক্ষোভ মিছিল ও রাস্তা অবরোধ করে একটি অটোরিকশা ভাঙচুর করা হয়। 

বিক্ষোভে বিএনপির নেতা-কর্মীরা সরকারের পদত্যাগ ও গ্রেপ্তার  ব্যক্তিদের মুক্তি চেয়ে স্লোগান দেন। ঘটনাস্থলে পুলিশ আসার আগেই নেতা-কর্মীরা সেখান থেকে ছত্রভঙ্গ হয়ে চলে যান। 

এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলাজুড়ে পুলিশের টহল অব্যাহত রয়েছে। এ ছাড়া শহরের গুরুত্বপূর্ণ স্থানে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। 

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে শহরের কদমতলীতে অবরোধের সমর্থনে পিকেটাররা রাস্তায় গাড়ি ভাঙচুর করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তারা পালিয়ে যায়। অবরোধ ঘিরে কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত