নীলফামারী প্রতিনিধি
নীলফামারী সদরে পারিবারিক কলহের জেরে ভাশুরের লাঠির আঘাতে গৃহবধূ রাকিবা আক্তারের (২৯) মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ শুক্রবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় আজ বিকেলে পুলিশ গৃহবধূর শ্বশুর ও জাকে (ভাশুরের স্ত্রী) আটক করেছে।
নিহত রাকিবা জেলা সদরের গোরগ্রাম ইউনিয়নের দলুয়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে মো. জয়নাল আবেদীনের স্ত্রী।
গৃহবধূ নিহত হওয়ার বিষয়টির সত্যতা নিশ্চিত করেন নীলফামারী সদর থানার উপপরিদর্শক (এসআই) সমর চন্দ্র রায়। তিনি বলেন, ‘এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নিহতের শ্বশুর ও ভাশুর আফজাল হোসেনের স্ত্রী ইয়াসমিন বেগমকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। আগামীকাল শনিবার নীলফামারী জেনারেল হাসপাতালের মর্গে লাশের ময়নাতদন্ত করা হবে।’
নিহতের পরিবারের লোকজন জানান, প্রায় আড়াই বছর আগে জেলা সদরের টুপামারী ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের মো. রোকন আলীর মেয়ে রাকিবার সঙ্গে জয়নালের বিয়ে হয়। বিয়ের পর থেকে পৈতৃক ভিটা নিয়ে জয়নাল ও তাঁর বড় ভাই আফজালের মধ্যে প্রায় ঝগড়া হতো। এর জেরে গত ২১ এপ্রিল দুপুরে আফজাল ছোট ভাইয়ের স্ত্রী রাকিবাকে বাড়িতে প্রবেশের সময় লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন। আফজালের স্ত্রী ও শ্বশুর মফিজ গৃহবধূকে মারধরে জড়িত ছিলেন।
রাকিবার মেজো ভাই এরশাদ আলী বলেন, ‘পারিবারিক কলহের জেরে আমার ভগ্নিপতির বড় ভাই আফজাল ও তাঁর স্ত্রী ইয়াসমিন আমার বোনকে লাঠি দিয়ে বেধড়ক আঘাত করেন। বোনের শ্বশুরসহ অন্যরা আমার বোনকে মারতে উৎসাহিত করেন। এ অবস্থায় বোন অসুস্থ হলে চিকিৎসা না দিয়ে তাঁকে বাড়িতে ফেলে রাখেন তাঁরা।’
এরশাদ আলী আরও বলেন, ‘ঈদের পর ২৪ এপ্রিল বোন আমাদের বাড়িতে এলে গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করি। অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে ২ মে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল আটটার দিকে তাঁর মৃত্যু হয়।’
নীলফামারী সদরে পারিবারিক কলহের জেরে ভাশুরের লাঠির আঘাতে গৃহবধূ রাকিবা আক্তারের (২৯) মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ শুক্রবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় আজ বিকেলে পুলিশ গৃহবধূর শ্বশুর ও জাকে (ভাশুরের স্ত্রী) আটক করেছে।
নিহত রাকিবা জেলা সদরের গোরগ্রাম ইউনিয়নের দলুয়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে মো. জয়নাল আবেদীনের স্ত্রী।
গৃহবধূ নিহত হওয়ার বিষয়টির সত্যতা নিশ্চিত করেন নীলফামারী সদর থানার উপপরিদর্শক (এসআই) সমর চন্দ্র রায়। তিনি বলেন, ‘এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নিহতের শ্বশুর ও ভাশুর আফজাল হোসেনের স্ত্রী ইয়াসমিন বেগমকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। আগামীকাল শনিবার নীলফামারী জেনারেল হাসপাতালের মর্গে লাশের ময়নাতদন্ত করা হবে।’
নিহতের পরিবারের লোকজন জানান, প্রায় আড়াই বছর আগে জেলা সদরের টুপামারী ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের মো. রোকন আলীর মেয়ে রাকিবার সঙ্গে জয়নালের বিয়ে হয়। বিয়ের পর থেকে পৈতৃক ভিটা নিয়ে জয়নাল ও তাঁর বড় ভাই আফজালের মধ্যে প্রায় ঝগড়া হতো। এর জেরে গত ২১ এপ্রিল দুপুরে আফজাল ছোট ভাইয়ের স্ত্রী রাকিবাকে বাড়িতে প্রবেশের সময় লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন। আফজালের স্ত্রী ও শ্বশুর মফিজ গৃহবধূকে মারধরে জড়িত ছিলেন।
রাকিবার মেজো ভাই এরশাদ আলী বলেন, ‘পারিবারিক কলহের জেরে আমার ভগ্নিপতির বড় ভাই আফজাল ও তাঁর স্ত্রী ইয়াসমিন আমার বোনকে লাঠি দিয়ে বেধড়ক আঘাত করেন। বোনের শ্বশুরসহ অন্যরা আমার বোনকে মারতে উৎসাহিত করেন। এ অবস্থায় বোন অসুস্থ হলে চিকিৎসা না দিয়ে তাঁকে বাড়িতে ফেলে রাখেন তাঁরা।’
এরশাদ আলী আরও বলেন, ‘ঈদের পর ২৪ এপ্রিল বোন আমাদের বাড়িতে এলে গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করি। অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে ২ মে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল আটটার দিকে তাঁর মৃত্যু হয়।’
দীর্ঘদিন ধরে জনবলসংকটে ধুঁকছে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানা। চার ভাগের এক ভাগ কর্মচারী দিয়ে চলছে কার্যক্রম। জনবলের অভাবে পড়ে আছে দেশের বৃহত্তম এ রেলওয়ে কারখানার ১৫৩ কোটি টাকা ব্যয়ে আমদানি করা মেশিনারিজ।
১ ঘণ্টা আগেকক্সবাজার সাগরপারের সুগন্ধা পয়েন্টে হোটেল-মোটেল জোনের ২০০ কোটি টাকা মূল্যের ২ একর ৩০ শতক খাসজমি দখল করে শতাধিক দোকান নির্মাণ করা হয়েছে। অভিযোগ উঠেছে, জাল কাগজ বানিয়ে একটি সংঘবদ্ধ চক্র ৫ আগস্ট পরবর্তী প্রশাসনিক শিথিলতার সুযোগে হোটেল-মোটেল জোনের বাতিল করা প্লটের এই জমি দখল করেছে।
২ ঘণ্টা আগেসাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি আত্মহত্যা করেননি, তাঁরা খুন হয়েছেন। এই হত্যাকাণ্ডে অংশ নেয় দুজন। প্রথমে সাগর ও পরে রুনিকে ছুরিকাঘাত করা হয়। তবে ডিএনএ রিপোর্টে অস্পষ্টতা থাকায় হত্যাকারীদের শনাক্ত করা এখনো সম্ভব হয়নি।
৫ ঘণ্টা আগেবরগুনার বিষখালী, বলেশ্বর ও পায়রা নদীতে নির্বিচারে মারা পড়ছে ইলিশের পোনা বা জাটকা। নিষিদ্ধ বাঁধা, গোপ, বেহেন্দি ও কারেন্ট জালে এগুলো শিকার করা হচ্ছে। দেড়-দুই ইঞ্চি লম্বা এসব মাছকে এলাকার হাট-বাজারে ‘চাপিলা’ বলে বিক্রি করছেন জেলেরা। সেই সঙ্গে শুঁটকি বানানো হচ্ছে।
৫ ঘণ্টা আগে