সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
মানুষ আওয়ামী লীগের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তারা এখন সম্পূর্ণভাবে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাই এখন তারা মিথ্যা কথায় বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শনিবার রংপুরে বিভাগীয় গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণের উদ্দেশ্যে আকাশপথে গতকাল শুক্রবার রাত ১০টায় সৈয়দপুরে বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফখরুল এসব মন্তব্য করেন।
আকাশপথে তাঁর সঙ্গে আসেন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও স্থায়ী কমিটির সদস্য সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল মাহমুদ চৌধুরী টুকু।
মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ জন্মগতভাবে চোর। তাদের চরিত্রে দুইটা জিনিস আছে। একটা হলো চুরি, আরেকটা সন্ত্রাস। এই নিয়েই আওয়ামী লীগ সরকার। তারা ৭৫ সালেও বাকশাল কায়েমের মাধ্যমে জনগণের মতামতকে গলা টিপে হত্যা করে একদলীয় শাসন প্রতিষ্ঠা করে শোষণ করেছে। বাকস্বাধীনতা কেড়ে নিয়েছে। ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলেছে। এভাবে তাঁরা কৌশলে আবারও বাকশালি কায়দায় একদলীয় শোষণ প্রতিষ্ঠায় মত্ত।’
মির্জা ফখরুল আরও বলেন, ‘আওয়ামী লীগ জনগণকে ভয় পায়। কারণ তাদের কোনো জনপ্রিয়তা নাই। বরং তারা জনগণের শত্রু। তাই তারা যখন বিএনপির সমাবেশে বিপুল মানুষের উপস্থিতি দেখে হিংসায় জ্বলে; সেই হিংসা, ঈর্ষা ও ভীতি থেকেই তাঁরা গণসমাবেশ ঠেকাতে গণপরিবহন বন্ধ করেছে। মন্ত্রীরা যে যতই বলুক, মূলত সরকারের নির্দেশেই এই ধর্মঘট ডাকা হয়েছে। এভাবে বাস বন্ধ করা বা জনদুর্ভোগ সৃষ্টি করা সরকারের ইন্ধন ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। জনগণও এই সরকারের হরতালকে প্রতিহত করে স্বতঃস্ফূর্তভাবে সমাবেশে অংশগ্রহণ করবে।’
পরে মির্জা ফখরুলসহ বিএনপির অন্য নেতারা সড়কপথে রংপুরের উদ্দেশে রওনা দেন।
সমাবেশ সম্পর্কিত আরও পড়ুন:
মানুষ আওয়ামী লীগের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তারা এখন সম্পূর্ণভাবে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাই এখন তারা মিথ্যা কথায় বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শনিবার রংপুরে বিভাগীয় গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণের উদ্দেশ্যে আকাশপথে গতকাল শুক্রবার রাত ১০টায় সৈয়দপুরে বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফখরুল এসব মন্তব্য করেন।
আকাশপথে তাঁর সঙ্গে আসেন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও স্থায়ী কমিটির সদস্য সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল মাহমুদ চৌধুরী টুকু।
মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ জন্মগতভাবে চোর। তাদের চরিত্রে দুইটা জিনিস আছে। একটা হলো চুরি, আরেকটা সন্ত্রাস। এই নিয়েই আওয়ামী লীগ সরকার। তারা ৭৫ সালেও বাকশাল কায়েমের মাধ্যমে জনগণের মতামতকে গলা টিপে হত্যা করে একদলীয় শাসন প্রতিষ্ঠা করে শোষণ করেছে। বাকস্বাধীনতা কেড়ে নিয়েছে। ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলেছে। এভাবে তাঁরা কৌশলে আবারও বাকশালি কায়দায় একদলীয় শোষণ প্রতিষ্ঠায় মত্ত।’
মির্জা ফখরুল আরও বলেন, ‘আওয়ামী লীগ জনগণকে ভয় পায়। কারণ তাদের কোনো জনপ্রিয়তা নাই। বরং তারা জনগণের শত্রু। তাই তারা যখন বিএনপির সমাবেশে বিপুল মানুষের উপস্থিতি দেখে হিংসায় জ্বলে; সেই হিংসা, ঈর্ষা ও ভীতি থেকেই তাঁরা গণসমাবেশ ঠেকাতে গণপরিবহন বন্ধ করেছে। মন্ত্রীরা যে যতই বলুক, মূলত সরকারের নির্দেশেই এই ধর্মঘট ডাকা হয়েছে। এভাবে বাস বন্ধ করা বা জনদুর্ভোগ সৃষ্টি করা সরকারের ইন্ধন ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। জনগণও এই সরকারের হরতালকে প্রতিহত করে স্বতঃস্ফূর্তভাবে সমাবেশে অংশগ্রহণ করবে।’
পরে মির্জা ফখরুলসহ বিএনপির অন্য নেতারা সড়কপথে রংপুরের উদ্দেশে রওনা দেন।
সমাবেশ সম্পর্কিত আরও পড়ুন:
রংপুরের গঙ্গাচড়ার বেতগাড়ী ইউনিয়নের আলদাতপুর ছয়আনি হিন্দুপল্লিতে হামলার ঘটনায় এবার একটি স্থানীয় দৈনিক পত্রিকার নিজস্ব প্রতিবেদককে আটক করেছে সেনাবাহিনী। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ওই সাংবাদিককে তার নিজ বাড়ি রংপুর সদরের হরিদেবপুর ইউনিয়নের গোকুলপুর চওড়াপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ
২৪ মিনিট আগেরাজধানীতে ছাত্রদল ও এনসিপির পৃথক সমাবেশকে কেন্দ্র করে শাহবাগ, শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন এলাকাগুলোতে আজ রোববার যান চলাচল সীমিত থাকবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পরিস্থিতি সামাল দিতে বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দিয়েছে ডিএমপি।
২৭ মিনিট আগেআন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট পরমাণুবিজ্ঞানী ইমেরিটাস অধ্যাপক এম শমশের আলী মারা গেছেন। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।
৪১ মিনিট আগেসিরাজগঞ্জের রায়গঞ্জে কিডনি রোগে আক্রান্ত হয়ে মানবেতর জীবন যাপন করছেন প্রবীণ পত্রিকা বিক্রেতা শহিদুল ইসলাম। অর্থাভাবে বন্ধ হয়ে গেছে তার চিকিৎসা। সমাজের সহৃদয় মানুষ ও সরকারের সহযোগিতা চান তিনি। জানা গেছে, উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সারুটিয়া গ্রামের বাসিন্দা শহিদুল ইসলাম প্রায় ৪০ বছর ধরে পত্রিকা...
১ ঘণ্টা আগে