Ajker Patrika

চুলে পানি দিয়ে চিরুনি করায় কন্যার গলা কাটলেন মা!

প্রতিনিধি, হাতীবান্ধা (লালমনিরহাট)
চুলে পানি দিয়ে চিরুনি করায় কন্যার গলা কাটলেন মা!

হাতীবান্ধা উপজেলায় মায়ের বিরুদ্ধে চাকু দিয়ে শিশুকন্যার গলা কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। শিশুটি বর্তমানে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

গতকাল বুধবার সকালে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের বারো দুনিয়া এলাকায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় রাতে শিশু আঁখি খাতুনের (১০) বাবা আহম্মদ আলী বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেন।

মা আফছেরী বেগম (৩০) উপজেলার গোতামারী এলাকার ঘুটিয়া মঙ্গল গ্রামের আব্দুল হকের মেয়ে। 

আজ বৃহস্পতিবার সকালে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আঁখির সঙ্গে কথা হয়। সে বলে, চুলে পানি দিয়ে চিরুনি করেছি। তাই মা রাগারাগি করে তরকারি কাটা চাকু দিয়ে গলা কেটে দেয়।

আঁখির বাবা আহম্মদ আলীর বলেন, আমি সকালে বাড়ির পাশের জমিতে কাজ করে বাড়িতে আসি পানির মোটর ছাড়ার জন্য। এ সময় দেখি আমার মেয়ে ঘরের ভেতর গলায় হাত দিয়ে চেপে ধরে কাঁদছে। আর হাত বেয়ে রক্ত পড়ছে। তখন আমি তাকে ভ্যানে করে দ্রুত হাসপাতালে নিয়ে যাই। পরে তার কাছে জানতে চাইলে মেয়ে আমাকে বলে যে, মাথার চুল এলোমেলো থাকায় পানি দিয়ে চুল ভিজিয়ে চিরুনি করতে থাকে। এ সময় আমার স্ত্রী আফছেরী বেগম রেগে গিয়ে মেয়েকে বলে চুলে পানি দিতে বলছে কে? বলেই তরকারি কাটা চাকু দিয়ে গলা কেটে দেয়। 

তবে আঁখির মা আফছেরী বেগম বলেন, আমি চাকু দিয়ে কাটি নাই। ও চুলে পানি দিয়েছে তাই রাগ করে গলায় চাকু ধরেছি। এ সময় আঁখি মাথা নাড়ায়। ফলে চাকু দিয়ে কেটে যায়।

এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আল মামুন বলেন, আঁখিকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। সে এখন মোটামুটি ভালো আছে।

এ বিষয়ে হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত