Ajker Patrika

তিস্তা ক্যানেলের এক্সকাভেটরে প্রাণ গেল পথচারীর

নীলফামারী প্রতিনিধি
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ১৯: ৩৯
তিস্তা ক্যানেলের এক্সকাভেটরে প্রাণ গেল পথচারীর

নীলফামারীতে তিস্তা ক্যানেলের এক্সকাভেটরের (ভেকু) চাকায় পিষ্ট হয়ে শওকত আলী নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক্সকাভেটরের চালক ও সহকারীকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। 

নিহত শওকত আলী সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের গুড়গুড়ি গ্রামের হাজিপাড়ার আকবর আলীর ছেলে। 

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এক্সকাভেটরেটি জব্দ করা হয়েছে। চালক ও তাঁর সহকারীকে পুলিশ আটক করেছে।’ 

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, আজ (মঙ্গলবার) দুপুরে শওকত আলী (৪৫) নিজের বাঁশবাগান থেকে বাঁশ কেটে বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে তিস্তা ক্যানেলের কাজে ব্যবহৃত একটি এক্সকাভেটরের চাকায় পিষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় স্থানীয় লোকজন এক্সকাভেটরের চালক লুৎফুর রহমান (৪৫) ও সহযোগী আখতারুল ইসলামকে (২৫) আটকে পুলিশে সোপর্দ করেন। 

আটক লুৎফর রহমান শেরপুরের ঝিনাইগাতী উপজেলার তেঁতুলতলা এলাকার জয়নালের ছেলে ও সহযোগী আখতারুল ইসলাম দিনাজপুরের খানসামা উপজেলার কাচিনিয়ার আফছারের ছেলে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, বিচার হবে ট্রাইব্যুনালে

পুরোনো রাউটার ফেলে না দিয়ে যে কাজে ব্যবহার করতে পারেন

পোশাকের পর অস্ত্র প্রশিক্ষণও পাচ্ছেন ভারপ্রাপ্ত এডিরা

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির পেছনের কূটনীতি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত