ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
সরকারের ঘোষণা অনুযায়ী বৈধ অস্ত্র জমা দেওয়ার শেষ দিন গতকাল মঙ্গলবার পর্যন্ত দিনাজপুরের ফুলবাড়ীতে তালিকাভুক্ত ১৯টি আগ্নেয়াস্ত্রের মধ্যে পিস্তলসহ ১৭টি অস্ত্র জমা পড়েছে। বাকি দুটি অস্ত্র প্রাতিষ্ঠানিক হেফাজতে রয়েছে। সেই সঙ্গে ২১০ রাউন্ড গুলি জমা পড়েছে। এসব অস্ত্র বিভিন্ন প্রতিষ্ঠানসহ বিশেষ ব্যক্তিদের কাছে ছিল।
ফুলবাড়ী থানা সূত্রে জানা গেছে, ফুলবাড়ীতে তালিকাভুক্ত অস্ত্রের সংখ্যা ১৯টি। এর মধ্যে ১৩টি একনলা বন্দুক, ২টি দোনলা বন্দুক, তিনটি শটগান ও একটি পিস্তল রয়েছে। অস্ত্রগুলোর মধ্যে ১৭টি ব্যক্তিগত ও দুটি প্রাতিষ্ঠানিক। বৈধ অস্ত্র জমা দেওয়ার শেষ দিন গতকাল পর্যন্ত ১৯টি আগ্নেয়াস্ত্রের মধ্যে ১৬টি ফুলবাড়ী থানায় জমা পড়েছে, একটি শটগান জমা পড়েছে দিনাজপুর কোতোয়ালি থানায়। একটি শটগান ও একটি দোনলা বন্দুক পূবালী ব্যাংক ও স্ট্যান্ডার্ড ব্যাংকে নিরাপত্তার কাজে রয়েছে। সেই সঙ্গে একনলা বন্দুকের ১১৬টি গুলি, দোনলা বন্দুকের ১২টি গুলি, শটগানের ৩৫টি গুলি ও পিস্তলের ৪৭টি গুলিসহ ২১০ রাউন্ড গুলি জমা পড়েছে।
২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে চলতি বছরের ৫ আগস্ট পর্যন্ত বেসামরিক লোকজনকে দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করা হয়েছে। ওই সময় যাঁদের লাইসেন্স দেওয়া হয়েছে, তাঁদের ৩ সেপ্টেম্বরের মধ্যে গোলাবারুদসহ আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দিতে বলা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান আজকের পত্রিকাকে বলেন, গতকাল মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত তালিকাভুক্ত ১৯টি অস্ত্রের মধ্যে ১৭টি এবং ২১০ রাউন্ড গুলি জমা পড়েছে। বাকি দুটি অস্ত্র প্রাতিষ্ঠানিক হেফাজতে রয়েছে। এর বাইরে যদি কোনো অবৈধ অস্ত্র থাকে, তা উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
সরকারের ঘোষণা অনুযায়ী বৈধ অস্ত্র জমা দেওয়ার শেষ দিন গতকাল মঙ্গলবার পর্যন্ত দিনাজপুরের ফুলবাড়ীতে তালিকাভুক্ত ১৯টি আগ্নেয়াস্ত্রের মধ্যে পিস্তলসহ ১৭টি অস্ত্র জমা পড়েছে। বাকি দুটি অস্ত্র প্রাতিষ্ঠানিক হেফাজতে রয়েছে। সেই সঙ্গে ২১০ রাউন্ড গুলি জমা পড়েছে। এসব অস্ত্র বিভিন্ন প্রতিষ্ঠানসহ বিশেষ ব্যক্তিদের কাছে ছিল।
ফুলবাড়ী থানা সূত্রে জানা গেছে, ফুলবাড়ীতে তালিকাভুক্ত অস্ত্রের সংখ্যা ১৯টি। এর মধ্যে ১৩টি একনলা বন্দুক, ২টি দোনলা বন্দুক, তিনটি শটগান ও একটি পিস্তল রয়েছে। অস্ত্রগুলোর মধ্যে ১৭টি ব্যক্তিগত ও দুটি প্রাতিষ্ঠানিক। বৈধ অস্ত্র জমা দেওয়ার শেষ দিন গতকাল পর্যন্ত ১৯টি আগ্নেয়াস্ত্রের মধ্যে ১৬টি ফুলবাড়ী থানায় জমা পড়েছে, একটি শটগান জমা পড়েছে দিনাজপুর কোতোয়ালি থানায়। একটি শটগান ও একটি দোনলা বন্দুক পূবালী ব্যাংক ও স্ট্যান্ডার্ড ব্যাংকে নিরাপত্তার কাজে রয়েছে। সেই সঙ্গে একনলা বন্দুকের ১১৬টি গুলি, দোনলা বন্দুকের ১২টি গুলি, শটগানের ৩৫টি গুলি ও পিস্তলের ৪৭টি গুলিসহ ২১০ রাউন্ড গুলি জমা পড়েছে।
২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে চলতি বছরের ৫ আগস্ট পর্যন্ত বেসামরিক লোকজনকে দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করা হয়েছে। ওই সময় যাঁদের লাইসেন্স দেওয়া হয়েছে, তাঁদের ৩ সেপ্টেম্বরের মধ্যে গোলাবারুদসহ আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দিতে বলা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান আজকের পত্রিকাকে বলেন, গতকাল মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত তালিকাভুক্ত ১৯টি অস্ত্রের মধ্যে ১৭টি এবং ২১০ রাউন্ড গুলি জমা পড়েছে। বাকি দুটি অস্ত্র প্রাতিষ্ঠানিক হেফাজতে রয়েছে। এর বাইরে যদি কোনো অবৈধ অস্ত্র থাকে, তা উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
ছাত্রদল চায় জাকসুর গঠনতন্ত্রসহ প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচন হোক। এ নিয়ে তারা গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে বেলা সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেছে।
২৬ মিনিট আগেরাজধানীর হাতিরঝিলের উলন রোডে দুই পক্ষের গোলাগুলির মধ্যে পড়ে কলা বিক্রেতা মো. জিলানী (৫৫) ও শুভ (১৭) নামে দুজন গুলিবিদ্ধ হয়েছেন। বর্তমানে তাঁরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।
৩৭ মিনিট আগে২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের সূচনা ঘটেছিল কোটাবিরোধী আন্দোলন থেকে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার সেই আন্দোলনে দমন-পীড়ন চালানোয় তা গণ-অভ্যুত্থানে রূপ নেয়। ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পর পাঁচ মাসের বেশি সময় অতিবাহিত হয়েছে।
১ ঘণ্টা আগেটঙ্গীর বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপের আখেরি মোনাজাত আজ। হেদায়েতি বয়ান শেষে সকাল ৯টার দিকে আখেরি মোনাজাত হওয়ার কথা রয়েছে। আখেরি মোনাজাত পরিচালনা করবেন বাংলাদেশের মাওলানা জুবায়ের।
১ ঘণ্টা আগে