Ajker Patrika

বিরামপুর হাটে কোরবানির পশু কিনলে লবণ ফ্রি

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
বিরামপুর হাটে কোরবানির পশু কিনলে লবণ ফ্রি

দিনাজপুরের বিরামপুরের পশুরহাটে লবণ সরবরাহ আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। কোরবানির পশুর চামড়া যাতে নষ্ট না করা হয়, এ জন্য উপজেলা প্রশাসন ও বিরামপুর পৌরসভার যৌথ উদ্যোগে লবণ সরবরাহের বুথ বসানো হয়েছে। 

আজ শনিবার দুপুরে বিরামপুর পশুহাট চত্বরে পৌর মেয়রের সভাপতিত্বে লবণ সরবরাহ বুথের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুজহাত তাসনীম আওন। 

এ সময় আরও উপস্থিত ছিলেন—বিরামপুর মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মেসবাউল হক, দিনাজপুর দক্ষিণ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক লায়ন মোজাম্মেল হক, সাবেক পৌর কাউন্সিলর ওবায়দুল মিনহাজ ও আব্দুর রাজ্জাক। 

বিরামপুর পৌর মেয়র আককাস আলী আজকের পত্রিকাকে বলেন, ‘বিরামপুর পুশহাটে আগত গরু বিক্রেতা ও ক্রেতাদের পুলিশ, আনসার ও হাটের সিকিউরিটি গার্ডের মাধ্যমে নিরাপত্তা বাড়ানো হয়েছে। এ ছাড়া জালনোট শনাক্তকরণ মেশিন রয়েছে ও গরুর স্বাস্থ্য পরীক্ষার জন্য ডাক্তার রাখা হয়েছে। এ ছাড়াও গরু কোরবানির পর চামড়া যাতে নষ্ট না হয়, সে জন্য পশুহাট থেকে এক কেজি করে লবণ দেওয়া হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত