Ajker Patrika

টাকা না পেয়ে মাকে হত্যাচেষ্টার অভিযোগে ছেলে আটক

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
টাকা না পেয়ে মাকে হত্যাচেষ্টার অভিযোগে ছেলে আটক

নীলফামারীর কিশোরগঞ্জে নেশার টাকার জন্য ছেলে তাঁর মাকে হত্যাচেষ্টা করে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই ছেলেকে আটক করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

গতকাল বুধবার রাতে রোকন মিয়া (২৬) নামের ওই যুবককে আটক করা হয়। তিনি উপজেলার রনচন্ডী ইউনিয়নের জোবেদ আলীর ছেলে।

রোকন মিয়ার মা রত্না বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘রাতে ছেলে বাড়িতে আসলে আমি ভাত খেতে বলি। এ সময় সে আমার কাছে টাকা চায়। আমি টাকা দিতে পারব না বলে জানাই। পরে টিউবওয়েল থেকে পানি নিয়ে ঘরে ঢোকার সময় সে আমার গলায় ওড়না পেঁচিয়ে, হ্যাঁচকা টানে দিয়ে আমাকে মাটিতে ফেলে দেয়। তখন হাত দিয়ে ওড়না সরিয়ে চিৎকার দিলে প্রতিবেশীরা এসে আমাকে উদ্ধার করে।’

তিনি আরও বলেন, ‘রোকন পালিয়ে গিয়ে জলঢাকার রাজারহাটে আমার বোনের বাড়িতে আশ্রয় নেয়। তারা এ ঘটনা জানতে পেরে ওকে আটকে রাখে। সেখান থেকে স্থানীয় লোকজন রোকনকে ধরে বাড়িতে নিয়ে আসে। পরে খবর পেয়ে পুলিশ তাঁকে থানায় নিয়ে যায়।’

এ বিষয়ে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় জানান, ‘মাদকাসক্ত ছেলে টাকার জন্য তাঁর মায়ের গলায় ফাঁস দিয়ে হত্যাচেষ্টা করেছে। অভিযোগ পেলে মামলা হবে। অন্যথায় ১৫১ ধারায় অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিচারককে ধন্যবাদ দিলেন হাসানুল হক ইনু

গোপালগঞ্জে কারাগার থেকে হাতকড়া-পোশাক চুরি, কারারক্ষী গ্রেপ্তার

ধর্মীয় কটূক্তির অভিযোগে হিন্দুপল্লিতে ভাঙচুর, ঠেকাতে গিয়ে আক্রান্ত পুলিশও

ঐকমত্য কমিশনের বৈঠকে উত্তেজনা, রাষ্ট্রের মূলনীতি নিয়ে বিরোধ

১৭ বছর পর আদালত অবমাননার রায়, সাবেক ডিসি-এডিসিসহ ৪ জনের কারাদণ্ড

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত