Ajker Patrika

ঘোড়াঘাটে নদীর তীর থেকে ‘অতিরিক্ত মাদক খাওয়া’ যুবকের লাশ উদ্ধার

দিনাজপুর প্রতিনিধি
ঘোড়াঘাটে নদীর তীর থেকে ‘অতিরিক্ত মাদক খাওয়া’ যুবকের লাশ উদ্ধার

দিনাজপুরের ঘোড়াঘাটে শাহিনুর ইসলাম (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকাল ৯টার দিকে ঘোড়াঘাট পৌরসভার জিবিএল ইটভাটা এলাকার করতোয়া নদীর তীর থেকে লাশটি উদ্ধার করা হয়।

এর আগে সেখানে লাশ পড়ে থাকতে দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে থানায় খবর দেয় স্থানীয় লোকজন। শাহিনুর ঘোড়াঘাট পৌরসভার চকবামুনিয়া-বিশ্বনাথপুর গ্রামের নওশা মিয়ার ছেলে।

স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল শনিবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে শাহিনুর আর ফেরেননি। বাড়ি থেকে বের হওয়ার আগে তাঁর পকেট থেকে মাদক ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেন তাঁর বড় ভাই। এ নিয়ে স্ত্রীর সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয় শাহিনুরের। রাতে বাড়ি না ফেরায় অনেক খোঁজাখুঁজি করেও আর সন্ধান পায়নি পরিবার।

এ বিষয়ে জানতে চাইলে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, সুরতহাল প্রতিবেদনে শরীরে কোনো ক্ষত বা আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত মাদক সেবনের কারণেই তিনি মৃত্যুবরণ করেছেন। তবে মারা যাওয়ার সঠিক কারণ নির্ণয়ে ময়নাতদন্তের জন্য লাশ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত