Ajker Patrika

দিনাজপুরে সিলিন্ডারবোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে ভ্যানচালক নিহত

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৯: ৪৯
Thumbnail image

দিনাজপুরের বিরামপুরে গ্যাসের সিলিন্ডারবোঝাই ট্রাক উল্টে তার নিচে চাপা পড়ে ভ্যানচালক গণেশ চন্দ্র রায় (৪০) নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানের তিন যাত্রী আহত হয়েছেন। গতকাল বুধবার রাত ৮টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিরামপুর টাটকপুর ঈদগাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার।

নিহত গণেশ চন্দ্র রায় পৌর শহরের দেবীপুর বনখঞ্জা গ্রামের কালীচরণ রায়ের ছেলে। আহতদের মধ্যে জাহাঙ্গীর আলম (৫৫) নামে একজনকে বিরামপুর  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ভর্তি করা হয়েছে। অন্যদিকে বাবুল (৬০) ও বাবু (২১) নামে দুজনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

পুলিশ সূত্রে জানা গেছে, রাত ৮টার সময় গ্যাসের সিলিন্ডারবোঝাই একটি ট্রাক বিরামপুর থেকে দিনাজপুরের দিকে যাচ্ছিল। দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিরামপুর টাটকপুর ঈদগাহ এলাকায়  নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত ভ্যানের ওপর উল্টে যায়। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই ভ্যানচালক নিহত হন। এ সময় ভ্যানে থাকা তিন যাত্রী আহত হন। 

বিরামপুর থানার ওসি সুব্রত কুমার সরকার বলেন, মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে। সড়ক আইনে একটি মামলা করা হচ্ছে। ট্রাকটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। চালক পলাতক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত