লালমনিরহাট প্রতিনিধি
আওয়ামী লীগের এক নেতাকে হুমকি দিয়ে জনসভায় সমাজকল্যাণমন্ত্রী লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের নৌকার প্রার্থী নুরুজ্জামান আহমেদ বলেছেন, ‘তোমার ঘাড় মটকে দেব, তুমি এখনো লোক চিনো নাই।’
গতকাল শনিবার রাতে কালীগঞ্জ উপজেলার চামটারহাট উচ্চবিদ্যালয় মাঠে নৌকা প্রতীকের নির্বাচনী জনসভায় বক্তব্য দেওয়ার সময় রংপুর মহানগর আওয়ামী লীগের সদস্য ও কালীগঞ্জের ভোটমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম মর্তুজা হানিফকে উদ্দেশ করে হুমকি দিয়ে এ কথা বলেন মন্ত্রী।
মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেন, ‘ভুল্ল্যারহাটের জনসভায় গোলাম মর্তুজা হানিফা যে বাজে কথা বলেছে, তাকে সতর্ক করে দিচ্ছি। এ ধরনের বাজে কথা যদি আর কোনো দিন বলো, তোমার ঘাড় মটকে দেব। তুমি এখনো লোক চিনো নাই। তোমার চরিত্রের ঠিক নাই। তুমি কাজের মেয়ের সঙ্গে অসৎ সম্পর্ক গড়ে তুলে নেতা সাজতে চাও।’
আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধাকে হুমকি দিয়ে মন্ত্রীর এ বক্তব্য এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। চলছে নানা আলোচনা-সমালোচনা।
এর আগে গত শুক্রবার ভুল্ল্যারহাট মাঠে মন্ত্রীর প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজুল হকের ঈগল প্রতীকের জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন গোলাম মর্তুজা হানিফ।
সেই বক্তব্যে সমাজকল্যাণমন্ত্রীর বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির চিত্র তুলে ধরে সমালোচনা করেন আওয়ামী লীগের এ নেতা। বক্তব্যে তিনি বলেন, ‘জামান সাহেব (নুরুজ্জামান আহমেদ) ১৯৯৬ সালের নির্বাচনে তিন লাখ টাকা ধার নিয়েছিলেন। সেই টাকা আজও পাইনি। তিনি এতই টাকাওয়ালা, তো আমার ঋণ পরিশোধ করলেন না কেন? এতই যদি ভালো মানুষ হন। তো সমালোচনা সহ্য করতে পারেন না কেন?’
প্রকাশ্যে জনসভায় ঘাড় মটকে দেওয়ার হুমকির বিষয়ে গোলাম মর্তুজা হানিফ বলেন, ‘রাষ্ট্রের একজন আইনপ্রণেতা ব্যক্তি জনসভায় গডফাদারের মতো বক্তব্য দেবেন, এটা তো হতে পারে না। নুরুজ্জামান ’৯৬ সালে ঘড়ি মার্কায় নির্বাচনের সময় আমার কাছে তিন লাখ টাকা হাওলাত নেন। সেটা নিয়ে কথা বলায় তিনি ক্ষিপ্ত হয়ে আমাকে হুমকি দিয়েছেন। হাওলাতের টাকা ফেরত চাইতে চাইতে আমি বিরক্ত হয়েছি।’
তিনি বলেন, ‘এ ঘটনায় আমি জিডি করব, নির্বাচন কমিশনে মামলা করব। প্রয়োজনে প্রধানমন্ত্রীর কাছে যাব। আমি আমার জীবনের নিরাপত্তা চাই। তিনি (মন্ত্রী) এত বড় মাপের মানুষ হয়ে না দেখে একটি মেয়ের সম্পর্কে বাজে মন্তব্য কেমনে করেন? তিনি কি আমার বাড়িতে ছিলেন যে কাজের মেয়ে সঙ্গে আমার সম্পর্ক তিনি দেখেছেন?। তাঁর চরিত্র নিয়ে তো কোনো কথা বলিনি। জানি না তা নয়। জনসভায় সব বলা যায় না।’
বক্তব্যের বিষয়ে সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের ব্যবহৃত মোবাইল নম্বরে কল দেওয়া হলে রিসিভ করেননি।
আওয়ামী লীগের এক নেতাকে হুমকি দিয়ে জনসভায় সমাজকল্যাণমন্ত্রী লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের নৌকার প্রার্থী নুরুজ্জামান আহমেদ বলেছেন, ‘তোমার ঘাড় মটকে দেব, তুমি এখনো লোক চিনো নাই।’
গতকাল শনিবার রাতে কালীগঞ্জ উপজেলার চামটারহাট উচ্চবিদ্যালয় মাঠে নৌকা প্রতীকের নির্বাচনী জনসভায় বক্তব্য দেওয়ার সময় রংপুর মহানগর আওয়ামী লীগের সদস্য ও কালীগঞ্জের ভোটমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম মর্তুজা হানিফকে উদ্দেশ করে হুমকি দিয়ে এ কথা বলেন মন্ত্রী।
মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেন, ‘ভুল্ল্যারহাটের জনসভায় গোলাম মর্তুজা হানিফা যে বাজে কথা বলেছে, তাকে সতর্ক করে দিচ্ছি। এ ধরনের বাজে কথা যদি আর কোনো দিন বলো, তোমার ঘাড় মটকে দেব। তুমি এখনো লোক চিনো নাই। তোমার চরিত্রের ঠিক নাই। তুমি কাজের মেয়ের সঙ্গে অসৎ সম্পর্ক গড়ে তুলে নেতা সাজতে চাও।’
আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধাকে হুমকি দিয়ে মন্ত্রীর এ বক্তব্য এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। চলছে নানা আলোচনা-সমালোচনা।
এর আগে গত শুক্রবার ভুল্ল্যারহাট মাঠে মন্ত্রীর প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজুল হকের ঈগল প্রতীকের জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন গোলাম মর্তুজা হানিফ।
সেই বক্তব্যে সমাজকল্যাণমন্ত্রীর বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির চিত্র তুলে ধরে সমালোচনা করেন আওয়ামী লীগের এ নেতা। বক্তব্যে তিনি বলেন, ‘জামান সাহেব (নুরুজ্জামান আহমেদ) ১৯৯৬ সালের নির্বাচনে তিন লাখ টাকা ধার নিয়েছিলেন। সেই টাকা আজও পাইনি। তিনি এতই টাকাওয়ালা, তো আমার ঋণ পরিশোধ করলেন না কেন? এতই যদি ভালো মানুষ হন। তো সমালোচনা সহ্য করতে পারেন না কেন?’
প্রকাশ্যে জনসভায় ঘাড় মটকে দেওয়ার হুমকির বিষয়ে গোলাম মর্তুজা হানিফ বলেন, ‘রাষ্ট্রের একজন আইনপ্রণেতা ব্যক্তি জনসভায় গডফাদারের মতো বক্তব্য দেবেন, এটা তো হতে পারে না। নুরুজ্জামান ’৯৬ সালে ঘড়ি মার্কায় নির্বাচনের সময় আমার কাছে তিন লাখ টাকা হাওলাত নেন। সেটা নিয়ে কথা বলায় তিনি ক্ষিপ্ত হয়ে আমাকে হুমকি দিয়েছেন। হাওলাতের টাকা ফেরত চাইতে চাইতে আমি বিরক্ত হয়েছি।’
তিনি বলেন, ‘এ ঘটনায় আমি জিডি করব, নির্বাচন কমিশনে মামলা করব। প্রয়োজনে প্রধানমন্ত্রীর কাছে যাব। আমি আমার জীবনের নিরাপত্তা চাই। তিনি (মন্ত্রী) এত বড় মাপের মানুষ হয়ে না দেখে একটি মেয়ের সম্পর্কে বাজে মন্তব্য কেমনে করেন? তিনি কি আমার বাড়িতে ছিলেন যে কাজের মেয়ে সঙ্গে আমার সম্পর্ক তিনি দেখেছেন?। তাঁর চরিত্র নিয়ে তো কোনো কথা বলিনি। জানি না তা নয়। জনসভায় সব বলা যায় না।’
বক্তব্যের বিষয়ে সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের ব্যবহৃত মোবাইল নম্বরে কল দেওয়া হলে রিসিভ করেননি।
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। গতকাল শুক্রবার রাত ১২টা থেকে এই পথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। আজ শনিবার সকাল ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল।
৯ মিনিট আগেমাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পূর্ব রাস্তি এলাকায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৮ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৮ ঘণ্টা আগে