ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে সমশের আলী (৩৭) নামে এক আইনজীবীকে অপহরণের মাথায় পিস্তল ঠেকিয়ে চাঁদা দাবির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার গ্রেপ্তারদের ঠাকুরগাঁও আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তাররা হলেন—সদর উপজেলার শাসলা পিয়ালা (মধ্যপাড়া) গ্রামের জুয়েল ইসলাম (২৫), একই গ্রামের রফিকুল ইসলাম (৪৩), মকবুল হোসেন (৪৮) ও শাসলা পিয়ালা (ধনিপাড়া) গ্রামের আব্দুস সাত্তার (৩২)।
মামলার এজাহারে জানা গেছে, গত ৭ ফেব্রুয়ারি সমেশর আলী পৌর শহরের মুন্সিপাড়ার বাসা থেকে দুধ কেনার উদ্দেশ্যে সদর উপজেলার কালিতলা বাজারে যান। সেখানে অজ্ঞাত এক ব্যক্তি নিজেকে পুলিশের এসআই পরিচয় দিয়ে তিনি সমশের কিনা জানতে চান। নাম সমশের বলা মাত্রই পাশেই দাঁড়িয়ে থাকা একটি মাইক্রোবাসে উঠতে বলেন। তিনি মাইক্রোবাসে উঠতে না চাইলে তাকে মারপিট করে মুখে গামছা বেঁধে আসামিরা ওই মাইক্রোবাসে উঠিয়ে আরও মারপিট করে সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নেয়।
একপর্যায়ে কিছু দূর গিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে দ্বিতীয় দফায় মাইক্রো থেকে নামিয়ে একটি সিএনজি চালিত অটোরিকশায় করে অজ্ঞাত স্থানে নিয়ে থামে। এ সময় আসামিরা তাকে মেরে ফেলার হুমকি দিয়ে নগদ ২ লাখ টাকা চাঁদা দাবি করে।
আসামিদের সমশের বলতে শোনে, তাকে খুন করা বাবদ যে টাকা চুক্তি হয়েছে সেটি ও সই করা ফাঁকা স্ট্যাম্পগুলো নিয়ে মাটিগাড়া গুঞ্জরগড় চলে আসো। গুঞ্জরগড়ে নিয়ে সেখানে একটি সরিষা খেতে সমশেরের মাথায় পিস্তল ঠেকিয়ে জোর করে পাঁচটি ১০০ টাকার ফাঁকা স্ট্যাম্পে সই করে নেয়। আশপাশের লোকজন টের পেয়েছে ভেবে আসামিরা সমশেরকে ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। গতকাল ওই আইনজীবী বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখসহ ৭-৮ জনকে অজ্ঞাত আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম ফিরোজ ওয়াহিদ বলেন, মামলার পর চার আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। মামলার বিষয়ে তদন্ত চলছে।
ঠাকুরগাঁওয়ে সমশের আলী (৩৭) নামে এক আইনজীবীকে অপহরণের মাথায় পিস্তল ঠেকিয়ে চাঁদা দাবির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার গ্রেপ্তারদের ঠাকুরগাঁও আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তাররা হলেন—সদর উপজেলার শাসলা পিয়ালা (মধ্যপাড়া) গ্রামের জুয়েল ইসলাম (২৫), একই গ্রামের রফিকুল ইসলাম (৪৩), মকবুল হোসেন (৪৮) ও শাসলা পিয়ালা (ধনিপাড়া) গ্রামের আব্দুস সাত্তার (৩২)।
মামলার এজাহারে জানা গেছে, গত ৭ ফেব্রুয়ারি সমেশর আলী পৌর শহরের মুন্সিপাড়ার বাসা থেকে দুধ কেনার উদ্দেশ্যে সদর উপজেলার কালিতলা বাজারে যান। সেখানে অজ্ঞাত এক ব্যক্তি নিজেকে পুলিশের এসআই পরিচয় দিয়ে তিনি সমশের কিনা জানতে চান। নাম সমশের বলা মাত্রই পাশেই দাঁড়িয়ে থাকা একটি মাইক্রোবাসে উঠতে বলেন। তিনি মাইক্রোবাসে উঠতে না চাইলে তাকে মারপিট করে মুখে গামছা বেঁধে আসামিরা ওই মাইক্রোবাসে উঠিয়ে আরও মারপিট করে সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নেয়।
একপর্যায়ে কিছু দূর গিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে দ্বিতীয় দফায় মাইক্রো থেকে নামিয়ে একটি সিএনজি চালিত অটোরিকশায় করে অজ্ঞাত স্থানে নিয়ে থামে। এ সময় আসামিরা তাকে মেরে ফেলার হুমকি দিয়ে নগদ ২ লাখ টাকা চাঁদা দাবি করে।
আসামিদের সমশের বলতে শোনে, তাকে খুন করা বাবদ যে টাকা চুক্তি হয়েছে সেটি ও সই করা ফাঁকা স্ট্যাম্পগুলো নিয়ে মাটিগাড়া গুঞ্জরগড় চলে আসো। গুঞ্জরগড়ে নিয়ে সেখানে একটি সরিষা খেতে সমশেরের মাথায় পিস্তল ঠেকিয়ে জোর করে পাঁচটি ১০০ টাকার ফাঁকা স্ট্যাম্পে সই করে নেয়। আশপাশের লোকজন টের পেয়েছে ভেবে আসামিরা সমশেরকে ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। গতকাল ওই আইনজীবী বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখসহ ৭-৮ জনকে অজ্ঞাত আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম ফিরোজ ওয়াহিদ বলেন, মামলার পর চার আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। মামলার বিষয়ে তদন্ত চলছে।
২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের সূচনা ঘটেছিল কোটাবিরোধী আন্দোলন থেকে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার সেই আন্দোলনে দমন-পীড়ন চালানোয় তা গণ-অভ্যুত্থানে রূপ নেয়। ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পর পাঁচ মাসের বেশি সময় অতিবাহিত হয়েছে।
১০ মিনিট আগেটঙ্গীর বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপের আখেরি মোনাজাত আজ। হেদায়েতি বয়ান শেষে সকাল ৯টার দিকে আখেরি মোনাজাত হওয়ার কথা রয়েছে। আখেরি মোনাজাত পরিচালনা করবেন বাংলাদেশের মাওলানা জুবায়ের।
১২ মিনিট আগেরাজধানীর ধানমন্ডিতে প্রায় দেড় যুগ আগে প্রতিষ্ঠিত হয় পপুলার মেডিকেল কলেজ। অভিযোগ রয়েছে, মৌলিক শর্তগুলো পূরণ না করলেও আবেদনের পরিপ্রেক্ষিতে বছরের পর বছর এই চিকিৎসা মহাবিদ্যালয়ে শিক্ষাবর্ষ নবায়ন ও আসন বৃদ্ধির অনুমোদন দিয়েছে সরকার। অথচ কলেজটি নিজস্ব জমি, অবকাঠামো, হাসপাতালে শয্যাসংখ্যাসহ ১০টির বেশি...
১ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরীর একটি কনভেনশন হলে ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক ফখরুল আনোয়ার আটক হয়েছেন। একই সঙ্গে তাঁর ভাতিজি খাদিজাতুল আনোয়ার সনি (সাবেক এমপি) আটক হয়েছেন বলে গুঞ্জন উঠলেও তা নিশ্চিত হওয়া যায়নি।
৭ ঘণ্টা আগে