Ajker Patrika

তিস্তায় নৌকা ডুবে নিখোঁজ ৩ শ্রমিকের মরদেহ উদ্ধার, তদন্ত টিম গঠন

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
আপডেট : ১০ জুলাই ২০২৩, ১৯: ২০
তিস্তায় নৌকা ডুবে নিখোঁজ ৩ শ্রমিকের মরদেহ উদ্ধার, তদন্ত টিম গঠন

লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা নদীতে নৌকা ডুবির ঘটনায় তিন শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার সিংগীমারী ইউনিয়নের ধুবনী হাজীর মোড় এলাকার তিস্তা নদী থেকে আহেদুলের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গতকাল রোববার শফিকুল ইসলাম ও ফজলুল রহমানের মরদেহ উদ্ধার করা হয়। 

গতকাল সকাল ৯টায় উপজেলার সিংগীমারী ইউনিয়নের ধুবনী গ্রামের তিস্তা নদীতে নৌকা ডুবির ঘটনা ঘটে। 

এদিকে এ ঘটনায় এক সদস্যবিশিষ্ট একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। তদন্ত টিমের প্রধান হলেন লালমনিরহাট জেলার অতিরিক্ত জেলা প্রশাসক টি এ মমিন। এমনকি তিনি ঘটনাস্থলে এসে তদন্ত করেও গেছেন। তবে তদন্তের বিষয়ে কোনো কিছু জানা সম্ভব হয়নি। 

মৃত শ্রমিকেরা হলেন উপজেলার সিংগীমারী গ্রামের মৃত খাদু শেখের ছেলে সফিকুল ইসলাম (৫০), একই গ্রামের মৃত দমেজ আলীর ছেলে ফজলুর রহমান (৫৫) এবং মৃত ঝোলাই শেখের ছেলে আহেদুল ইসলাম (৪০)। 

নৌকা ডুবি থেকে বেঁচে ফেরা খায়রুল ইসলাম বলেন, গতকাল সকালে প্রায় ১৫-২০ জন দিনমজুর নৌকায় করে নদীর ওপারে যাচ্ছিলেন কাজের জন্য। পথে হঠাৎ মাঝ নদীতে নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় থাকা অন্যরা সাঁতরে তীরে ভিড়লেও সফিকুল, আহেদুল ও ফজলুর রহমান পানিতে ডুবে নিখোঁজ হন। পরে ডুবুরি দল শফিকুল ইসলাম ও ফজলুর রহমানে মরদেহ উদ্ধার করে। অবশেষে আজ দুপুরে তিস্তার তীরে আহেদুলের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। 

হাতীবান্ধা থানার পরিদর্শক (তদন্ত) মূসা মিয়া বলেন, ডুবরিদলকে খবর দেওয়া হলে তারা গতকাল ও আজ মরদেহ তিনটি উদ্ধার করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত