ধানখেতে যুবকের লাশ, মাথায় আঘাতের চিহ্ন

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
আপডেট : ২৬ মে ২০২৪, ১৬: ২৬
Thumbnail image

রংপুরের বদরগঞ্জে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে উপজেলার দামোদরপুর ইউনিয়নের শেখেরহাট বটতলী এলাকার একটি ধানখেত থেকে লাশটি উদ্ধার করা হয়।

ওই যুবকের পরনে ছিল শার্ট ও জিনস প্যান্ট। পুলিশ ধারণা করছে, তাঁর বয়স ২৫–২৮ বছরের মধ্যে হবে। লাশের মাথায় আঘাতের চিহ্ন দেখা গেছে। 

বদরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মনোয়ার জাহান এসব তথ্য নিশ্চিত করে বলেন, ওই অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত