কেএম হিমেল আহমেদ, বেরোবি (প্রতিনিধি)
জন্মগতভাবে সেরিব্রাল পালসি রোগে আক্রান্ত মো. আব্দুলাহ সুয়াদ। এসেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষা দিতে। সঙ্গে বাবা-মা ও একজন শ্রুতলেখক। অদম্য ইচ্ছাশক্তি আর পরিবারের সহযোগিতা তাঁর সীমাবদ্ধ শরীরকে ঘরবন্দী করে রাখতে পারেনি। আজকের পত্রিকাকে সুয়াদ জানালেন, তিনি কারও বোঝা হয়ে থাকতে চান না, নিজ যোগ্যতায় পড়তে চান বিশ্ববিদ্যালয়ে।
আজ শুক্রবার গুচ্ছের মানবিক বিভাগের ‘বি ইউনিট’ ভর্তি পরীক্ষায় অংশ নিতে হুইলচেয়ার করে বাবা মো. মুশফিকুর রহমান এবং মা শিরিন রহমান নিয়ে এসেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে।
আব্দুলাহ সুয়াদের জন্ম রংপুর নগরীর নীলকণ্ঠ সোটাপির এলাকায়। বাবা-মায়ের দ্বিতীয় সন্তান তিনি। মা গৃহিণী, বাবা সরকারি কর্মকর্তা। শ্রুতলেখকের সাহায্যে রংপুর উচ্চবিদ্যালয় কলেজ থেকে এসএসসি এবং বিয়াম স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন।
আব্দুলাহ সুয়াদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমি বিশ্ববিদ্যালয়ের শুধু গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করলাম। পরীক্ষা ভালো হয়েছে। আমার খুব ইচ্ছে করে স্বাভাবিক মানুষের মতো এগিয়ে যেতে। আমি কারও বোঝা হয়ে থাকতে চাই না। দেশের কোনো একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাই। সমাজে আমাদের মতো বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের প্রতিষ্ঠিত হওয়া খুব দরকার।’
পড়াশোনার পাশাপাশি কীভাবে সময় কাটে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি কম্পিউটার ও ল্যাপটপের যাবতীয় কাজ করতে পারি। পাশাপাশি ফাইবারে এসিও করি।’
বিশ্ববিদ্যালয়ে ভর্তি-ইচ্ছুক এ শিক্ষার্থীর বাবা-মা আজকের পত্রিকাকে জানান, সুয়াদের ইচ্ছাশক্তি অনেক বেশি। যার কারণে আজ তিনি এ পর্যন্ত আসতে পেরেছেন। উন্নত চিকিৎসা পেলে স্বাভাবিক জীবনে চলাফেরা করতে পারবেন বলে আশাবাদী তাঁরা।
সুয়াদের বাবা বলেন, ‘সব সময় ওর পাশে থাকার চেষ্টা করি। কোনো প্রয়োজনের কমতি রাখি না।’
প্রসঙ্গত, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় রংপুর জেলায় ১৩ হাজার ১৬৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন। তাঁদের মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৩ হাজার ২৬২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন।
জন্মগতভাবে সেরিব্রাল পালসি রোগে আক্রান্ত মো. আব্দুলাহ সুয়াদ। এসেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষা দিতে। সঙ্গে বাবা-মা ও একজন শ্রুতলেখক। অদম্য ইচ্ছাশক্তি আর পরিবারের সহযোগিতা তাঁর সীমাবদ্ধ শরীরকে ঘরবন্দী করে রাখতে পারেনি। আজকের পত্রিকাকে সুয়াদ জানালেন, তিনি কারও বোঝা হয়ে থাকতে চান না, নিজ যোগ্যতায় পড়তে চান বিশ্ববিদ্যালয়ে।
আজ শুক্রবার গুচ্ছের মানবিক বিভাগের ‘বি ইউনিট’ ভর্তি পরীক্ষায় অংশ নিতে হুইলচেয়ার করে বাবা মো. মুশফিকুর রহমান এবং মা শিরিন রহমান নিয়ে এসেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে।
আব্দুলাহ সুয়াদের জন্ম রংপুর নগরীর নীলকণ্ঠ সোটাপির এলাকায়। বাবা-মায়ের দ্বিতীয় সন্তান তিনি। মা গৃহিণী, বাবা সরকারি কর্মকর্তা। শ্রুতলেখকের সাহায্যে রংপুর উচ্চবিদ্যালয় কলেজ থেকে এসএসসি এবং বিয়াম স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন।
আব্দুলাহ সুয়াদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমি বিশ্ববিদ্যালয়ের শুধু গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করলাম। পরীক্ষা ভালো হয়েছে। আমার খুব ইচ্ছে করে স্বাভাবিক মানুষের মতো এগিয়ে যেতে। আমি কারও বোঝা হয়ে থাকতে চাই না। দেশের কোনো একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাই। সমাজে আমাদের মতো বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের প্রতিষ্ঠিত হওয়া খুব দরকার।’
পড়াশোনার পাশাপাশি কীভাবে সময় কাটে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি কম্পিউটার ও ল্যাপটপের যাবতীয় কাজ করতে পারি। পাশাপাশি ফাইবারে এসিও করি।’
বিশ্ববিদ্যালয়ে ভর্তি-ইচ্ছুক এ শিক্ষার্থীর বাবা-মা আজকের পত্রিকাকে জানান, সুয়াদের ইচ্ছাশক্তি অনেক বেশি। যার কারণে আজ তিনি এ পর্যন্ত আসতে পেরেছেন। উন্নত চিকিৎসা পেলে স্বাভাবিক জীবনে চলাফেরা করতে পারবেন বলে আশাবাদী তাঁরা।
সুয়াদের বাবা বলেন, ‘সব সময় ওর পাশে থাকার চেষ্টা করি। কোনো প্রয়োজনের কমতি রাখি না।’
প্রসঙ্গত, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় রংপুর জেলায় ১৩ হাজার ১৬৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন। তাঁদের মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৩ হাজার ২৬২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন।
ঠাকুরগাঁওয়ে গবাদিপশুর ভাইরাসজনিত লাম্পি স্কিন ডিজিজে (এলএসডি) আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে অন্তত ৭২টি গরু। গত প্রায় দুই মাসে এ গরুগুলোর মৃত্যু হয়েছে। একই সময়ে জেলার পাঁচটি উপজেলায় আক্রান্ত হয়েছে ৩ হাজার ৩৮০টি গরু।
১১ মিনিট আগেটাঙ্গাইলের মধুপুরের চলতি মৌসুমে কাঁঠালের বাম্পার ফলন হয়েছে। প্রচন্ড গরমে কাঁঠাল পেকে যাওয়ায় বাজারে এ ফলের আধিক্য বেড়েছে। তবে রোদ-বৃষ্টির সাথে সাথে কাঁঠালের দাম ওঠা-নামা করায় বিপাকে পড়েছেন ব্যবসায়িরা। তবে কাঁঠালের দাম নাগালের মধ্যে থাকায় ভোক্তারা খুশি।
১৫ মিনিট আগেগাইবান্ধা ও কুড়িগ্রাম সীমান্তে তিস্তা নদীর ওপর নির্মাণ করা হয়েছে তিস্তা সেতু। নদীর নামের সঙ্গে মিলয়েই এ নামকরণ করা হয়েছে। এখন শুধু অপেক্ষা সেতুটি উদ্বোধনের। সেতুটি দিয়ে যান চলাচল শুরু করলেই গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাটসহ উত্তরাঞ্চলের যাতায়াত আরও সহজ হবে। এলাকার উৎপাদিত পণ্য সারা দেশে...
২৮ মিনিট আগেনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পারিবারিক কলহের জেরে ইতি আক্তার (২৫) নামের এক নারী খুন হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় অভিযুক্ত ওই নারীর স্বামী বিল্লাল হোসেনকে (৩২) আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার (২৫ জুলাই) রাতে নারায়য়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১ নম্বর ওয়ার্ডের মিজমিজি বাতানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে