Ajker Patrika

শ্রুতলেখক নিয়ে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিলেন হুইলচেয়ারে বন্দী সুয়াদ

কেএম হিমেল আহমেদ, বেরোবি (প্রতিনিধি) 
আপডেট : ০৩ মে ২০২৪, ২২: ২৫
Thumbnail image

জন্মগতভাবে সেরিব্রাল পালসি রোগে আক্রান্ত মো. আব্দুলাহ সুয়াদ। এসেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষা দিতে। সঙ্গে বাবা-মা ও একজন শ্রুতলেখক। অদম্য ইচ্ছাশক্তি আর পরিবারের সহযোগিতা তাঁর সীমাবদ্ধ শরীরকে ঘরবন্দী করে রাখতে পারেনি। আজকের পত্রিকাকে সুয়াদ জানালেন, তিনি কারও বোঝা হয়ে থাকতে চান না, নিজ যোগ্যতায় পড়তে চান বিশ্ববিদ্যালয়ে। 

আজ শুক্রবার গুচ্ছের মানবিক বিভাগের ‘বি ইউনিট’ ভর্তি পরীক্ষায় অংশ নিতে হুইলচেয়ার করে বাবা মো. মুশফিকুর রহমান এবং মা শিরিন রহমান নিয়ে এসেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে। 

আব্দুলাহ সুয়াদের জন্ম রংপুর নগরীর নীলকণ্ঠ সোটাপির এলাকায়। বাবা-মায়ের দ্বিতীয় সন্তান তিনি। মা গৃহিণী, বাবা সরকারি কর্মকর্তা। শ্রুতলেখকের সাহায্যে রংপুর উচ্চবিদ্যালয় কলেজ থেকে এসএসসি এবং বিয়াম স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন। 

আব্দুলাহ সুয়াদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমি বিশ্ববিদ্যালয়ের শুধু গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করলাম। পরীক্ষা ভালো হয়েছে। আমার খুব ইচ্ছে করে স্বাভাবিক মানুষের মতো এগিয়ে যেতে। আমি কারও বোঝা হয়ে থাকতে চাই না। দেশের কোনো একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাই। সমাজে আমাদের মতো বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের প্রতিষ্ঠিত হওয়া খুব দরকার।’ 

পড়াশোনার পাশাপাশি কীভাবে সময় কাটে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি কম্পিউটার ও ল্যাপটপের যাবতীয় কাজ করতে পারি। পাশাপাশি ফাইবারে এসিও করি।’ 

বিশ্ববিদ্যালয়ে ভর্তি-ইচ্ছুক এ শিক্ষার্থীর বাবা-মা আজকের পত্রিকাকে জানান, সুয়াদের ইচ্ছাশক্তি অনেক বেশি। যার কারণে আজ তিনি এ পর্যন্ত আসতে পেরেছেন। উন্নত চিকিৎসা পেলে স্বাভাবিক জীবনে চলাফেরা করতে পারবেন বলে আশাবাদী তাঁরা। 

সুয়াদের বাবা বলেন, ‘সব সময় ওর পাশে থাকার চেষ্টা করি। কোনো প্রয়োজনের কমতি রাখি না।’ 

প্রসঙ্গত, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় রংপুর জেলায় ১৩ হাজার ১৬৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন। তাঁদের মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৩ হাজার ২৬২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত