Ajker Patrika

সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হতে সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদত্যাগ

নীলফামারী প্রতিনিধি
আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ২০: ৫৮
সংসদ নির্বাচনে স্বতন্ত্র  প্রার্থী হতে সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদত্যাগ

নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পদ ছেড়েছেন সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন। গতকাল সোমবার বিকেলে তিনি পদত্যাগপত্র জমা দেন সংশ্লিষ্ট দপ্তরে। 

মো. মোখছেদুল মোমিন সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি। মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। তিনি দ্বিতীয় দফায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। 

আজ মঙ্গলবার সন্ধ্যায় এ বিষয়ে তিনি মোবাইল ফোনে বলেন, ‘গতকাল সোমবার উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগপত্র সংশ্লিষ্ট দপ্তরে জমা দিয়েছি। দলীয় মনোনয়নের ব্যাপারে শতভাগ আশাবাদী ছিলাম আমি। কিন্তু কেন হলো না, সেটা আমার জানা নেই। স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করলেও আমার বিজয় নিশ্চিত।’ 

আজ মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সাইফুর রহমান। তিনি বলেন, ‘গতকাল সোমবার বিকেলে আমার মাধ্যমে সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিনের পদত্যাগপত্রটি স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবরে পাঠানো হয়েছে। সেটি গৃহীত হয়েছে কি না এ বিষয়ে এখনো কিছু জানতে পারিনি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

আগের তিন ভোটের নির্বাচনী কর্মকর্তারা দায়িত্ব পাবেন না

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৫

মাখোঁ কেন ফিলিস্তিন রাষ্ট্র চায়, রহস্য কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত