Ajker Patrika

পলাশবাড়ীতে বিদ্যুতায়িত হয়ে ব্যবসায়ীর মৃত্যু

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
পলাশবাড়ীতে বিদ্যুতায়িত হয়ে ব্যবসায়ীর মৃত্যু

গাইবান্ধার পলাশবাড়ীতে নির্মাণাধীন বাড়িতে পানি ছিটানোর সময় বিদ্যুতায়িত হয়ে রফিকুল ইসলাম মন্ডল (৪৮) নামে এক হার্ডওয়্যার ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। 

এর আগে রোববার সন্ধ্যা ৭টার তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন, পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার মজিদুর রহমান সাদা। 

রফিকুল ইসলাম উপজেলার আসমতপুর গ্রামের মাহাতাব উদ্দীন মন্ডলেরর ছেলে। তিনি পরিবার নিয়ে পৌর শহরের গৃধারীপুর গ্রামে বসবাস করতেন। পলাশবাড়ী পৌরশহরের চৌধুরী মার্কেটে মন্ডল হার্ডওয়্যার নামে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান আছে। 

স্থানীয়রা জানান, বিকেল সাড়ে ৪টার দিকে বাড়ির পাশে নির্মাণাধীন দ্বিতল ভবনের ছাদে উঠে পাইপ দিয়ে পানি দিচ্ছিলেন রফিকুল ইসলাম। ভবনের দেড় ফুট দূরত্ব দিয়ে ৩৩শ কেভি পল্লি বিদ্যুতের তার চলে গেছে। পাইপের পানি ওই তারের সঙ্গে লাগলে বিদ্যুতায়িত হন তিনি।  পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন। 

এদিকে সন্ধ্যায় বাড়ির পাশে এসএমবি হাইস্কুল মাঠে রাখা মরদেহ নড়ে ওঠার গুজব ছড়ায়। পরে ডাক্তার মজিদুর ঘটনাস্থলে এসে দ্বিতীয় দফা পরীক্ষা-নিরীক্ষা করে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। 

ডাক্তার মজিদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, পরীক্ষা-নিরীক্ষায় রফিকুলের হার্টবিট, পালস্ কিছুই পাওয়া যায়নি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত