Ajker Patrika

৯ দিনেও খোঁজ মেলেনি মাদ্রাসাছাত্র আপনের

লালমনিরহাট প্রতিনিধি
৯ দিনেও খোঁজ মেলেনি মাদ্রাসাছাত্র আপনের

৯ দিনেও খোঁজ মেলেনি লালমনিরহাটের মাদ্রাসা ছাত্র আলাউদ্দিন সরকার আপনের (১২)। তার সন্ধানে দেশের সকল থানায় বার্তা পাঠিয়েছে পুলিশ। 

নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলাউদ্দিন সরকার আপন লালমনিরহাট পৌরসভার বিএনপি কলোনির জরিপ উল্ল্যাহর ছেলে। সে লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের মালিটারী তামিমুল কোরআন রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসার নাজরানা বিভাগের আবাসিক ছাত্র। 

পুলিশ ও ছাত্রের পরিবার জানায়, লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের মালিটারী তামিমুল কোরআন রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসার নাজরানা বিভাগে পড়াশুনা করত আলাউদ্দিন সরকার আপন। মাদ্রাসার আবাসিক বিভাগে থাকত সে। গত ১৬ মে দুপুরে মাদ্রাসা থেকে বেড়িয়ে নিখোঁজ হয় আপন। 

পরে মাদ্রাসা কর্তৃপক্ষ তার সন্ধান না পেয়ে পরিবারকে খবর দেয়। পরিবারও বিভিন্ন স্থানে খোঁজা খুঁজি করে ব্যর্থ হয়ে লালমনিরহাট সদর থানায় একটি সাধারণ ডায়েরি করে। 

সাধারণ ডায়েরিটি আমলে নিয়ে নিখোঁজ ছাত্র আপনের সন্ধানে দেশের সকল থানায় বার্তা পাঠায় পুলিশ। নিখোঁজের ৯ দিন পেরিয়ে গেলেও সন্তানের সন্ধান না পেয়ে আপনের পরিবারের শোকের ছায়া নেমে এসেছে। 

নিখোঁজ ছাত্র আপনের বাবা জরিপ উল্লাহ বলেন, ৯দিন ধরে ছেলেকে না পেয়ে আমরা পুরো পরিবারের সবাই পাগলের মতো হয়ে গেছি। খবর প্রকাশ করে সন্তানের সন্ধান পেতে গণমাধ্যমে সগায়তা কামনা করেন তিনি। 

মালিটারী তালিমুল কোরআন হাফিজিয়া মাদরাসার সুপার ওসমান গনি আজকের পত্রিকাকে বলেন, আমরা চারিদিকে খোঁজার জন্য লোক লাগিয়েছি। আল্লাহ সহায় থাকলে তাকে আমরা খুব দ্রুত পেয়ে যাবো। 

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক আজকের পত্রিকাকে বলেন, মাদ্রাসাছাত্র আলাউদ্দিন সরকার আপন নিখোঁজের একটি সাধারণ ডায়েরি পাওয়ার পর পরই সব থানায় এ বিষয়ে অবগত করা হয়েছে। এছাড়াও একজন অফিসারকে স্পেশাল দায়িত্ব দেওয়া হয়েছে। তিনিও শিশুটিকে উদ্ধারে তার সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত