Ajker Patrika

‘দাদার স্বপ্নপূরণে’ পালকিতে নাতির বিয়ে

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০২ জুলাই ২০২৩, ১৫: ১২
‘দাদার স্বপ্নপূরণে’ পালকিতে নাতির বিয়ে

চার বেহারার পাল‌কি, গায়ে কালো শেরওয়া‌নি, মাথায় পাগ‌ড়ি পরে কয়েক শ মানুষ নিয়ে নববধূ‌কে নি‌তে যা‌চ্ছেন বর। গ্রামবাংলায় প্রায় বিরল এই দৃশ্য গতকাল শনিবার দেখা গেল কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা এলাকায়।

বর রমনা মডেল ইউনিয়‌নের সরকারপাড়া গ্রা‌মের খ‌লিলুর রহমান সরকা‌রের ছে‌লে জাকা‌রিয়া সরকার। বিশ্ব‌বিদ‌্যালয় থে‌কে স্নাত‌কোত্তর শেষ করে তি‌নি বাবার ব‌্যবসা দেখাশোনা কর‌ছেন।

আর ক‌নে ফাতেমাতুজ জোহরা পিয়া একই গ্রা‌মের আবু জেয়াদ আজাদ বিপ্লবের মে‌য়ে। পিয়ার বাবাও হার্ডওয়া‌রের ব‌্যবসা ক‌রেন। দুই সন্তা‌নের ম‌ধ্যে পিয়া বড়। তি‌নি হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত। 

পাল‌কিতে বিয়ে এখন গ্রাম বাংলায় প্রায় বিরল। গতকাল শনিবার এই দৃশ্য দেখা গেল কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা এলাকায়গতকাল শ‌নিবার বি‌কে‌লে পা‌রিবা‌রিকভা‌বে তা‌দের বি‌য়ে হয়।

জাকা‌রিয়া সরকার আজকের পত্রিকাকে বলেন, ক‌য়েক বছর আগে দাদা ওসমান আলী সরকার মারা যান। দাদার স্বপ্ন ছিল একমাত্র না‌তির বি‌য়ে হ‌বে পাল‌কি‌তে। তাছাড়‌া কা‌লের বিবর্ত‌নে গ্রামবাংলার ঐতিহ‌্য পাল‌কি বিলুপ্ত হ‌য়ে গে‌ছে। দাদার স্বপ্নপূরণ এবং হারা‌নো ঐতিহ‌্য ফি‌রি‌য়ে আন‌তে মূলত এই আয়োজন।

পাল‌কিতে বিয়ে এখন গ্রাম বাংলায় প্রায় বিরল। গতকাল শনিবার এই দৃশ্য দেখা গেল কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা এলাকায়জাকারিয়ার গায়ে হলুদ থেকে শুরু করে বি‌য়ের প্রত্যেকটি আনুষ্ঠা‌নিকতাই ছিল জাঁকজমকপূর্ণ। গায়ে হলুদ উপলক্ষে পুরুষ‌দের জন‌্য ১৫০টি পাঞ্জাবি, নারী‌দের‌ ২০০ শাড়ি উপহার দেন তি‌নি।

ক‌নের বাবা আবু জেয়াদ আজাদ বিপ্লব ব‌লেন, ‘আমরা একই গ্রা‌মের। বি‌য়েতে পাল‌কি থাক‌বে এটা দুই প‌রিবা‌রের সম্ম‌তি ছিল। পা‌ল‌কি গ্রামবাংলার এক‌টি হারা‌নো ঐতিহ‌্য। এ প্রজন্ম পাল‌কির নাম শুন‌লেও চো‌খে দে‌খে‌নি। হারা‌নো ঐতিহ‌্য ধ‌রে রাখ‌তেই আমা‌দের এই আয়োজন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত