ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
চলছে মধু মাস জ্যৈষ্ঠ। বাজারে হরেক রকম ফলের সমাহার। সব ফলের চেয়ে লিচুর কদর একটু বেশিই। অন্যান্য ফল কেজি দরে বিক্রির কথা শোনা গেলেও লিচু বিক্রির কথা শোনা যায়নি। কিন্তু এবার দিনাজপুরের ফুলবাড়ী পৌর বাজারে কেজি দরে বিক্রি হচ্ছে লিচু। বিক্রেতাকে ঘিরে ভিড় করছেন আগ্রহী উৎসুক ক্রেতারা।
ফুলবাড়ী পৌর বাজারে গতকাল রোববার সন্ধ্যার পর ভ্যানে ফেরি করে কেজি দরে লিচু বিক্রির এমন দৃশ্য চোখে পড়ে। বোঁটা ছাড়া এসব লিচু ৮০-১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বিক্রেতারা বলছেন, দিনাজপুরে চিরিরবন্দরে উপজেলার বিভিন্ন বাগান থেকে এসব মণ দরে লিচু সংগ্রহ করে ফুলবাড়ীতে এনে কেজি দরে বিক্রি করছেন তাঁরা। বাজারে বিভিন্ন জাতের লিচু আঁটি করে বোঁটাসহ (থোকা) শ দরে ৭০০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। তবে বোঁটা ছাড়া ফেরি করে এসব লিচু কেজিপ্রতি বিক্রি হচ্ছে মাত্র ৮০ টাকা থেকে ১০০ টাকায়। স্বল্প আয়ের মানুষ কম দামে এসব লিচু কিনতে ভিড় জমাচ্ছেন। প্রতিদিন পৌর শহরের নিমতলা মোড়, ননীগোপালমোড়, বাসস্ট্যান্ড, রেলস্টেশন, টিটিরমোড়সহ বিভিন্ন স্থানে লিচুর বাজার বসছে।
মিলন ও এমাজ উদ্দিন নামে দুই ক্রেতা জানান, ৮০ টাকা দরে এক কেজি করে লিচু কিনেছেন তাঁরা। আগে খেয়ে দেখেছেন, এরপর খেতে ভালো লাগায় পরিবারের জন্য এক কেজি করে লিচু কিনেছেন তাঁরা। ৮০ টাকায় এক কেজি লিচু গুনে প্রায় ৭৫টি পেয়েছেন। তবে কিছু কিছু লিচু নষ্ট আছে। তারপরও দাম কম হিসেবে খুব একটা খারাপ না এবং খেতেও সুমিষ্ট বলে জানান তাঁরা। বাজারে আঁটি করা একশত লিচু কিনতে গেলে ২৫০ টাকা থেকে ৭০০ টাকা দাম পড়ে কম দামে এসব লিচু পেয়ে খুশি তাঁরা।
বিক্রেতা জিয়ারুল শেখ বলেন, ‘এগুলো দেশিসহ বিভিন্ন জাতের লিচু। জেলার চিরিরবন্দর উপজেলার বিভিন্ন বাগানে লিচু পাড়ার সময় গাছ থেকে ঝরে পড়ে যাওয়া লিচুগুলো একসঙ্গে করে কম দামে মন দরে কিনে নেই। এরপর উপজেলার বিভিন্ন হাট-বাজারে বিক্রি করি। বেশির ভাগ লিচু বিভিন্ন রোগ-বালাইয়ের কারণে ঝরে পড়ে যায়। তবে খেতে অন্যান্য লিচুর মতোই মিষ্টি।’
চলছে মধু মাস জ্যৈষ্ঠ। বাজারে হরেক রকম ফলের সমাহার। সব ফলের চেয়ে লিচুর কদর একটু বেশিই। অন্যান্য ফল কেজি দরে বিক্রির কথা শোনা গেলেও লিচু বিক্রির কথা শোনা যায়নি। কিন্তু এবার দিনাজপুরের ফুলবাড়ী পৌর বাজারে কেজি দরে বিক্রি হচ্ছে লিচু। বিক্রেতাকে ঘিরে ভিড় করছেন আগ্রহী উৎসুক ক্রেতারা।
ফুলবাড়ী পৌর বাজারে গতকাল রোববার সন্ধ্যার পর ভ্যানে ফেরি করে কেজি দরে লিচু বিক্রির এমন দৃশ্য চোখে পড়ে। বোঁটা ছাড়া এসব লিচু ৮০-১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বিক্রেতারা বলছেন, দিনাজপুরে চিরিরবন্দরে উপজেলার বিভিন্ন বাগান থেকে এসব মণ দরে লিচু সংগ্রহ করে ফুলবাড়ীতে এনে কেজি দরে বিক্রি করছেন তাঁরা। বাজারে বিভিন্ন জাতের লিচু আঁটি করে বোঁটাসহ (থোকা) শ দরে ৭০০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। তবে বোঁটা ছাড়া ফেরি করে এসব লিচু কেজিপ্রতি বিক্রি হচ্ছে মাত্র ৮০ টাকা থেকে ১০০ টাকায়। স্বল্প আয়ের মানুষ কম দামে এসব লিচু কিনতে ভিড় জমাচ্ছেন। প্রতিদিন পৌর শহরের নিমতলা মোড়, ননীগোপালমোড়, বাসস্ট্যান্ড, রেলস্টেশন, টিটিরমোড়সহ বিভিন্ন স্থানে লিচুর বাজার বসছে।
মিলন ও এমাজ উদ্দিন নামে দুই ক্রেতা জানান, ৮০ টাকা দরে এক কেজি করে লিচু কিনেছেন তাঁরা। আগে খেয়ে দেখেছেন, এরপর খেতে ভালো লাগায় পরিবারের জন্য এক কেজি করে লিচু কিনেছেন তাঁরা। ৮০ টাকায় এক কেজি লিচু গুনে প্রায় ৭৫টি পেয়েছেন। তবে কিছু কিছু লিচু নষ্ট আছে। তারপরও দাম কম হিসেবে খুব একটা খারাপ না এবং খেতেও সুমিষ্ট বলে জানান তাঁরা। বাজারে আঁটি করা একশত লিচু কিনতে গেলে ২৫০ টাকা থেকে ৭০০ টাকা দাম পড়ে কম দামে এসব লিচু পেয়ে খুশি তাঁরা।
বিক্রেতা জিয়ারুল শেখ বলেন, ‘এগুলো দেশিসহ বিভিন্ন জাতের লিচু। জেলার চিরিরবন্দর উপজেলার বিভিন্ন বাগানে লিচু পাড়ার সময় গাছ থেকে ঝরে পড়ে যাওয়া লিচুগুলো একসঙ্গে করে কম দামে মন দরে কিনে নেই। এরপর উপজেলার বিভিন্ন হাট-বাজারে বিক্রি করি। বেশির ভাগ লিচু বিভিন্ন রোগ-বালাইয়ের কারণে ঝরে পড়ে যায়। তবে খেতে অন্যান্য লিচুর মতোই মিষ্টি।’
ফরিদপুরে একটি বেসরকারি কোম্পানির বিরুদ্ধে সেতু-কালভার্টসহ খাল দখলের অভিযোগ উঠেছে। এতে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে চারটি মাঠের প্রায় ২ হাজার বিঘা জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন আশপাশের গ্রামগুলোর প্রায় ৮ হাজার কৃষক।
১ ঘণ্টা আগেউত্তরাঞ্চলের খাদ্যশস্যসমৃদ্ধ অন্যতম জেলা নওগাঁ। কৃষকদের সুবিধার্থে জেলার মহাদেবপুর উপজেলার ভীমপুর এলাকায় আধুনিক খাদ্য সংরক্ষণাগার (সাইলো) নির্মাণের উদ্যোগ নেয় সরকার। খাদ্য মন্ত্রণালয়ের অধীনে ১৫ একর জায়গা নিয়ে প্রকল্প বাস্তবায়নে সাড়ে ১০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়।
২ ঘণ্টা আগেভারতের আগরতলার বাসিন্দা নমিতা বণিক। গত ১৪ এপ্রিল বাংলাদেশে আসেন। তাঁর ভিসায় টানা ৬০ দিনের বেশি বাংলাদেশে অবস্থান করার সুযোগ ছিল। তবে তিনি ১ মাস ২০ দিন অবৈধভাবে বাংলাদেশে ছিলেন। দেশে ফেরার সময় আইনি পদক্ষেপ এড়াতে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে ওসি মোহাম্মদ আব্দুস সাত্তার ও এসআই...
২ ঘণ্টা আগেগাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়নে তিস্তা নদী থেকে অবৈধভাবে বালু তুলছে একটি চক্র। স্থানীয় হরিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের সহযোগিতায় বালু তোলার এই মহোৎসব চলছে বলে জানা গেছে। স্থানীয়রা বলছেন, ৯২৫ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত হরিপুর তিস্তা সেতু থেকে মাত্র ৪০০ মিটার দূরে...
২ ঘণ্টা আগে