গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধায় ফেসবুক লাইভে এসে এক উপজেলা ছাত্রদল নেতার বহিষ্কার চেয়েছেন জেলা বিএনপির সভাপতি। গতকাল সোমবার রাতে গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক সাদুল্লাপুর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব পারভেজ সরকারের বহিষ্কার দাবি করেন।
জানা গেছে, মইনুল হাসান সাদিক নিজ এলাকা সাদুল্লাপুরে একটি অনুষ্ঠান শেষে ফেরার পথে তিনি এলাকাবাসীর তোপের মুখে পড়েন। উপজেলা ছাত্রদলের সদস্যসচিব পারভেজ সরকারের বিরুদ্ধে নানা অপকর্মের অভিযোগ থাকলেও দলীয়ভাবে কোনো ব্যবস্থা গ্রহণ না করায় বিক্ষুব্ধ এলাকাবাসীর এই জনরোষ সৃষ্টি হয়। গতকাল রাতে উপজেলার ঘেগার বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে ফিরে নিজস্ব ফেসবুক পেজে লাইভ করেন অধ্যাপক সাদিক।
ভিডিওতে ওই বিএনপি নেতা বলেন, ‘সাদুল্লাপুর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব পারভেজ সরকারের অপকর্মে এলাকাবাসী বিক্ষুব্ধ হয়েছে। এ কারণে আমি কেন্দ্রীয় ও জেলা ছাত্রদল নেতাদের দৃষ্টি আকর্ষণ করছি এই মুহূর্তে উপজেলা ছাত্রদলের সদস্যসচিব পারভেজ সরকারকে দল থেকে বহিষ্কার কিংবা অব্যাহতিসহ পুনরায় উপজেলা ছাত্রদলের পুনর্গঠন দাবি করছি।’
উপজেলা বিএনপি ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল বিকেলে অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক উপজেলার বকশিগঞ্জ এলাকায় একটি স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান যোগ দেন। সেখান থেকে সাদুল্লাপুরে ফেরার পথে ওই এলাকায় স্থানীয় জনগণ তাঁর গাড়ির গতিরোধ করেন। এ সময় তাঁরা ডা. সাদিককে অভিযোগ করে বলেন, সাদুল্লাপুর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব পারভেজ সরকার এলাকার মানুষকে তুচ্ছ কারণে মারধর করেন। এ ছাড়া এলাকায় নানান অপকর্ম চালিয়ে আসছে। তাঁর এসব অপকর্ম-অত্যাচারে লোকজন অতিষ্ঠ হয়ে উঠেছে। এ নিয়ে সাদুল্লাপুর থানা-পুলিশ ও উপজেলা বিএনপির নেতাদের একাধিকবার অভিযোগ করেও কোনো প্রতিকার মেলেনি। সর্বশেষ জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের কাছেও এ নিয়ে অভিযোগ করা হয়। কিন্তু তিনিও পারভেজের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি। এ কারণে তারা তাঁর গাড়ির গতিরোধ করে পারভেজকে থেকে দল থেকে বহিষ্কারের দাবি জানান। পরে ডা. সাদিক পারভেজকে বহিষ্কার করার আশ্বাস দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
উপজেলা বিএনপির সভাপতি ছামছুল হাসান ছামছুল বলেন, ‘এ বিষয়ে আমার কাছে এর আগে কেউ কোনো অভিযোগ করেননি।’
মইনুল হাসান সাদিক বলেন, ‘সোমবার রাতে স্থানীয় জনতা তার বহিষ্কারের দাবিতে আমার গাড়ির সামনে এসে দাঁড়ায়। বিষয়টি জেলা জাতীয়তাবাদী ছাত্রদল ক্ষতিয়ে দেখছে।’
সব অভিযোগ অস্বীকার করে উপজেলা ছাত্রদলের সদস্যসচিব পারভেজ সরকার বলেন, ‘স্থানীয় একটি মাজার ও ওয়াক্ফ স্টেটের মোতোয়ালি নিয়োগ নিয়ে স্থানীয় শহিদুল ইসলাম সরকার ও মইনুল প্রধানের মধ্যে বিবাদ চলছে। শহিদুল ইসলাম আমার চাচা হয়। এ কারণে মইনুল প্রধান ও তার লোকজন আমার বিরুদ্ধে এসব মিথ্যা অভিযোগ তুলে তার বহিষ্কারের দাবি তুলেছে।’
এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার জাকারিয়া আলম জীম বলেন, ঘটনাটি শোনার পরই সাদুল্লাপুর উপজেলা সদস্যসচিব পারভেজ সরকার তিন সদস্য তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনে ঘটনার সত্যতা পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
গাইবান্ধায় ফেসবুক লাইভে এসে এক উপজেলা ছাত্রদল নেতার বহিষ্কার চেয়েছেন জেলা বিএনপির সভাপতি। গতকাল সোমবার রাতে গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক সাদুল্লাপুর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব পারভেজ সরকারের বহিষ্কার দাবি করেন।
জানা গেছে, মইনুল হাসান সাদিক নিজ এলাকা সাদুল্লাপুরে একটি অনুষ্ঠান শেষে ফেরার পথে তিনি এলাকাবাসীর তোপের মুখে পড়েন। উপজেলা ছাত্রদলের সদস্যসচিব পারভেজ সরকারের বিরুদ্ধে নানা অপকর্মের অভিযোগ থাকলেও দলীয়ভাবে কোনো ব্যবস্থা গ্রহণ না করায় বিক্ষুব্ধ এলাকাবাসীর এই জনরোষ সৃষ্টি হয়। গতকাল রাতে উপজেলার ঘেগার বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে ফিরে নিজস্ব ফেসবুক পেজে লাইভ করেন অধ্যাপক সাদিক।
ভিডিওতে ওই বিএনপি নেতা বলেন, ‘সাদুল্লাপুর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব পারভেজ সরকারের অপকর্মে এলাকাবাসী বিক্ষুব্ধ হয়েছে। এ কারণে আমি কেন্দ্রীয় ও জেলা ছাত্রদল নেতাদের দৃষ্টি আকর্ষণ করছি এই মুহূর্তে উপজেলা ছাত্রদলের সদস্যসচিব পারভেজ সরকারকে দল থেকে বহিষ্কার কিংবা অব্যাহতিসহ পুনরায় উপজেলা ছাত্রদলের পুনর্গঠন দাবি করছি।’
উপজেলা বিএনপি ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল বিকেলে অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক উপজেলার বকশিগঞ্জ এলাকায় একটি স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান যোগ দেন। সেখান থেকে সাদুল্লাপুরে ফেরার পথে ওই এলাকায় স্থানীয় জনগণ তাঁর গাড়ির গতিরোধ করেন। এ সময় তাঁরা ডা. সাদিককে অভিযোগ করে বলেন, সাদুল্লাপুর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব পারভেজ সরকার এলাকার মানুষকে তুচ্ছ কারণে মারধর করেন। এ ছাড়া এলাকায় নানান অপকর্ম চালিয়ে আসছে। তাঁর এসব অপকর্ম-অত্যাচারে লোকজন অতিষ্ঠ হয়ে উঠেছে। এ নিয়ে সাদুল্লাপুর থানা-পুলিশ ও উপজেলা বিএনপির নেতাদের একাধিকবার অভিযোগ করেও কোনো প্রতিকার মেলেনি। সর্বশেষ জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের কাছেও এ নিয়ে অভিযোগ করা হয়। কিন্তু তিনিও পারভেজের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি। এ কারণে তারা তাঁর গাড়ির গতিরোধ করে পারভেজকে থেকে দল থেকে বহিষ্কারের দাবি জানান। পরে ডা. সাদিক পারভেজকে বহিষ্কার করার আশ্বাস দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
উপজেলা বিএনপির সভাপতি ছামছুল হাসান ছামছুল বলেন, ‘এ বিষয়ে আমার কাছে এর আগে কেউ কোনো অভিযোগ করেননি।’
মইনুল হাসান সাদিক বলেন, ‘সোমবার রাতে স্থানীয় জনতা তার বহিষ্কারের দাবিতে আমার গাড়ির সামনে এসে দাঁড়ায়। বিষয়টি জেলা জাতীয়তাবাদী ছাত্রদল ক্ষতিয়ে দেখছে।’
সব অভিযোগ অস্বীকার করে উপজেলা ছাত্রদলের সদস্যসচিব পারভেজ সরকার বলেন, ‘স্থানীয় একটি মাজার ও ওয়াক্ফ স্টেটের মোতোয়ালি নিয়োগ নিয়ে স্থানীয় শহিদুল ইসলাম সরকার ও মইনুল প্রধানের মধ্যে বিবাদ চলছে। শহিদুল ইসলাম আমার চাচা হয়। এ কারণে মইনুল প্রধান ও তার লোকজন আমার বিরুদ্ধে এসব মিথ্যা অভিযোগ তুলে তার বহিষ্কারের দাবি তুলেছে।’
এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার জাকারিয়া আলম জীম বলেন, ঘটনাটি শোনার পরই সাদুল্লাপুর উপজেলা সদস্যসচিব পারভেজ সরকার তিন সদস্য তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনে ঘটনার সত্যতা পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
গাজীপুরের শ্রীপুরে বৃষ্টিতে ভিজে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে উপজেলার জৈনা বাজার এলাকার এইচডিএফ অ্যাপারেলস কারখানার শ্রমিকেরা এই অবরোধ ও বিক্ষোভ করেন...
২৭ মিনিট আগেদিনাজপুরের খানসামা উপজেলার উত্তর নলবাড়ী উচ্চবিদ্যালয়। গোয়ালডিহি ইউনিয়নে অবস্থিত এই শিক্ষাপ্রতিষ্ঠানের দুটি শ্রেণিকক্ষে আলু মজুত করে রেখেছেন স্থানীয় এক প্রভাবশালী। এতে ব্যাহত হচ্ছে পাঠদান। বসার জায়গার অভাবে ক্লাস না করেই বাড়ি ফিরতে হচ্ছে শিক্ষার্থীদের।
৩৫ মিনিট আগেলালমনিরহাটের কালীগঞ্জে ভুট্টা খেত থেকে জান্নাতি বেগম (১২) নামের এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, কিশোরীটিকে মুখ থেকে গলা পর্যন্ত মাটি ঢুকিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত এক যুবককে গ্রেপ্তার করেছে। গতকাল বুধবার রাতে উপজেলার ভোটমারী ইউনিয়নের চর ভোটমারী গ্রামে...
১ ঘণ্টা আগেবুধবার রাত ১০টার দিকে বসুপাড়া কবরস্থান গেট সংলগ্ন এন এন ফার্মেসি লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি করে। গুলির শব্দে আশপাশের লোকজন আতঙ্কে দৌড়াতে থাকেন। গুলিটি দোকানের গ্লাস ভেঙে দেয়ালে গিয়ে লাগে। এতে দেয়াল ছিদ্র হয়ে যায়। দোকানটি হাজী ইসমাইল লিংক রোডের বাসিন্দা আতিকুর রহমানের।
১ ঘণ্টা আগে