Ajker Patrika

ধর্ষণে অভিযুক্ত পলাশবাড়ীর ইউপি চেয়ারম্যান বরখাস্ত

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
আপডেট : ২২ মার্চ ২০২৪, ০৯: ৪৬
ধর্ষণে অভিযুক্ত পলাশবাড়ীর ইউপি চেয়ারম্যান বরখাস্ত

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রফিকুল ইসলামকে চেয়ারম্যান পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের এক চিঠিতে বিষয়টি জানানো হয়।

গাইবান্ধা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ধর্ষণ মামলায় চার্জ গঠন হওয়ায় তাঁকে বরখাস্ত করা হয়েছে।

ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম উপজেলার বরিশাল ইউনিয়নের ভগবানপুর গ্রামের বাসিন্দা।

মামলা সূত্রে জানা গেছে, বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে ধর্ষণের অভিযোগ এনে নারী ও শিশু নির্যাতন আইনে ২০২১ সালের ৬ অক্টোবর পলাশবাড়ী থানায় মামলা করা হয়। পলাশবাড়ী উপজেলা তাঁতী লীগের সাবেক এক নেত্রী মামলাটি করেন। ওই মামলায় চার্জ গঠন হওয়ায় তাঁকে বরখাস্ত করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত