Ajker Patrika

ওএমএসের চালসহ গাইবান্ধায় আ.লীগ নেতা গ্রেপ্তার

গাইবান্ধা প্রতিনিধি
আপডেট : ২০ মে ২০২৫, ১৮: ১৮
সাঘাটায় ওএমএসের চালসহ আ.লীগ নেতা গ্রেপ্তার। ছবি: আজকের পত্রিকা
সাঘাটায় ওএমএসের চালসহ আ.লীগ নেতা গ্রেপ্তার। ছবি: আজকের পত্রিকা

ওএমএসের ১৭ বস্তা চালসহ গাইবান্ধার সাঘাটা বোনারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফজাল হোসেনকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার চাল বিক্রির জন্য বস্তা পরিবর্তনের সময় তাঁকে হাতেনাতে আটক করা হয়।

বোনারপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ আব্দুল কাইউম এ তথ্যের সত্যতা নিশ্চিত করছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ওওমএস ডিলার আফজল হোসেন ৩০ টাকা কেজি দরে চাল জনসাধারণ মাঝে বিতরণে জন্য সাঘাটা খাদ্যগুদাম থেকে সংগ্রহ করেন। সেই চাল খোলাবাজারে বিক্রি না করে বোনারপাড়া সরকারি কলেজ মোড় এলাকায় তাঁর গোডাউনে বেশি দামে অন্যত্র বিক্রি জন্য বস্তা পরিবর্তন করছিলেন।

গোডাউনের বাইরে তালা লাগানো ও ভেতরে লোকজনের শব্দ শোনা যায়। বিষয়টি সন্দেহ হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে আসার আগে গোডাউনের ভেতর থেকে দুজন পালিয়ে যায় এবং ১৭ বস্তা চালসহ আফজাল হোসেনকে পুলিশ আটক করে।

জানতে চাইলে সাঘাটা উপজেলা খাদ্যনিয়ন্ত্রক মো. রওশানুল কাওছার বলেন, এ ঘটনায় অভিযুক্ত ডিলারকে বরখাস্তসহ তাঁর বিরুদ্ধে নিয়মিত মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত