পঞ্চগড় প্রতিনিধি
স্বর্ণ সদৃশ মূর্তি ভারতে পাচারের সময় চোরাচালান চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাত দুইটার দিকে বোদা থানা-পুলিশ অভিযান চালিয়ে উপজেলার মাড়েয়া বাজারের কবীর মার্কেটের সামনে থেকে মূর্তি, মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ করে।
এই ঘটনায় বোদা থানার উপপরিদর্শক বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছেন।
গ্রেপ্তাররা হলেন-নীলফামারী জেলার ডোমার থানার বড় রাউতা গ্রামের মো. আবু হানিফ (৪০), মো. জিয়ারুল ইসলাম (২৮), মো. ফারুক ইসলাম (৩৪), মো. রেজাউল ইসলাম (৩০), আবু তালেব (৪৮), শরৎ চন্দ্র রায় (২০), মো. ফরহাদ হোসেন (৩৪), আব্দুল গফুর (৪৫) নীলফামারী জেলার খামার বামুনিয়া ডেভিরপাড় এলাকা জীবন চন্দ্র রায় (৩০) এবং পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার খুটামারা সরকারপাড়া গ্রামের বীরেশ চন্দ্র রায় (২১)।
অভিযানের সময় মূর্তি, মালামাল এবং মোটরসাইকেল রেখে তিনজন আসামি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গ্রেপ্তারদের আজ মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তাররা সংঘবদ্ধ চোরাচালানকারী ও প্রতারক চক্রের সদস্য। তারা দীর্ঘদিন থেকে জেলার বিভিন্ন এলাকায় স্বর্ণ সদৃশ মূর্তিকে স্বর্ণের মূর্তি বলে বিক্রির চেষ্টা চালিয়েছিল। মূর্তি ভারতে পাচারের চেষ্টাও করেছিল চক্রটি। গতকাল সোমবার খবর পেয়ে উপজেলার মাড়েয়া এলাকার ফুটকি বাজারে অভিযান চালানো হয়। চক্রটিকে হাতে নাতে মূর্তিসহ গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছে থাকা একটি স্বর্ণ সদৃশ সরস্বতীর মূর্তি, দুটি মোটরসাইকেল, ১০ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
বোদা থানার ওসি আবু সাইদ চৌধুরী বলেন, ‘বেশ কিছুদিন থেকেই একটি চক্র মূর্তি চোরাচালান ও সাধারণ মানুষের কাছে মূর্তির কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার খবর পাওয়া গিয়েছিল। আমি বোদা উপজেলার সীমান্ত এলাকাসহ বেশ কিছু গ্রামে গোপনে তদন্ত করে আসছিলাম। সোমবার রাতে তিনজন এসআইসহ বোদা থানা-পুলিশের সদস্যদের নিয়ে অভিযান চালানোর নির্দেশ দিয়েছিলাম। আমাদের অভিযান গতকাল সফল হয়েছে।’
স্বর্ণ সদৃশ মূর্তি ভারতে পাচারের সময় চোরাচালান চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাত দুইটার দিকে বোদা থানা-পুলিশ অভিযান চালিয়ে উপজেলার মাড়েয়া বাজারের কবীর মার্কেটের সামনে থেকে মূর্তি, মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ করে।
এই ঘটনায় বোদা থানার উপপরিদর্শক বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছেন।
গ্রেপ্তাররা হলেন-নীলফামারী জেলার ডোমার থানার বড় রাউতা গ্রামের মো. আবু হানিফ (৪০), মো. জিয়ারুল ইসলাম (২৮), মো. ফারুক ইসলাম (৩৪), মো. রেজাউল ইসলাম (৩০), আবু তালেব (৪৮), শরৎ চন্দ্র রায় (২০), মো. ফরহাদ হোসেন (৩৪), আব্দুল গফুর (৪৫) নীলফামারী জেলার খামার বামুনিয়া ডেভিরপাড় এলাকা জীবন চন্দ্র রায় (৩০) এবং পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার খুটামারা সরকারপাড়া গ্রামের বীরেশ চন্দ্র রায় (২১)।
অভিযানের সময় মূর্তি, মালামাল এবং মোটরসাইকেল রেখে তিনজন আসামি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গ্রেপ্তারদের আজ মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তাররা সংঘবদ্ধ চোরাচালানকারী ও প্রতারক চক্রের সদস্য। তারা দীর্ঘদিন থেকে জেলার বিভিন্ন এলাকায় স্বর্ণ সদৃশ মূর্তিকে স্বর্ণের মূর্তি বলে বিক্রির চেষ্টা চালিয়েছিল। মূর্তি ভারতে পাচারের চেষ্টাও করেছিল চক্রটি। গতকাল সোমবার খবর পেয়ে উপজেলার মাড়েয়া এলাকার ফুটকি বাজারে অভিযান চালানো হয়। চক্রটিকে হাতে নাতে মূর্তিসহ গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছে থাকা একটি স্বর্ণ সদৃশ সরস্বতীর মূর্তি, দুটি মোটরসাইকেল, ১০ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
বোদা থানার ওসি আবু সাইদ চৌধুরী বলেন, ‘বেশ কিছুদিন থেকেই একটি চক্র মূর্তি চোরাচালান ও সাধারণ মানুষের কাছে মূর্তির কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার খবর পাওয়া গিয়েছিল। আমি বোদা উপজেলার সীমান্ত এলাকাসহ বেশ কিছু গ্রামে গোপনে তদন্ত করে আসছিলাম। সোমবার রাতে তিনজন এসআইসহ বোদা থানা-পুলিশের সদস্যদের নিয়ে অভিযান চালানোর নির্দেশ দিয়েছিলাম। আমাদের অভিযান গতকাল সফল হয়েছে।’
নাসীরুদ্দীন পাটওয়ারী তাঁর বক্তব্যে বলেন, ‘বাংলাদেশে অসংখ্য হত্যাকাণ্ড ঘটেছে, অসংখ্য ঘটনা ঘটেছে। এর মধ্যে বড় একটি ঘটনা হলো, ১০ ট্রাক অস্ত্রের চালান। যদি অস্ত্র হ্যান্ডেলই করতে না পারেন, তবে নিয়ে আসছিলেন কেন আপনি?’
৩ মিনিট আগে‘অনেক সংস্থার বড় বড় ভবন হয়েছে। কিন্তু বিচার বিভাগের কোনো উন্নতি হয়নি।’ জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে দুর্নীতির মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদনের শুনানির সময় এ কথা বলেন ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন। তবে শুনানি শেষে আদালত থেকে বেরিয়ে য
৭ মিনিট আগেছাত্র-জনতার আন্দোলনে নিহত ব্যক্তিদের কবর সংরক্ষণ ও গণভবনকে জাদুঘর করার বিষয়ে আদিলুর রহমান বলেন, ‘আমরা শহীদ পরিবারের সঙ্গে বসব, তাদের মতামত নিয়ে সিদ্ধান্ত নেব। ইতিমধ্যে সারা দেশে কবরগুলো সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি গণভবনকে জাদুঘর বানানোর কাজ চলছে। সেখানে ফ্যাসিবাদের পতন এবং গত ১৫ বছরের ঘটন
১৫ মিনিট আগেঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতে একটি হত্যা মামলার সাক্ষ্য দিয়ে ফেরার পথে সাক্ষী আব্দুল মান্নান চুন্নু মৃধা (৫৫) হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ দুপুরে আদালত চত্বরেই মামলার আসামিপক্ষ লাঠিসোঁটা দিয়ে তাঁকে বেদম মারধর করে বলে অভিযোগ করেছেন তিনি।
১৮ মিনিট আগে