Ajker Patrika

সুন্দরগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ১২ 

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
আপডেট : ২০ জানুয়ারি ২০২৩, ১৬: ১৬
সুন্দরগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ১২ 

গাইবান্ধার সুন্দরগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে এক যাত্রী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ১২ জন। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের বারী মুনশির মার্কেটসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই বাসযাত্রীর নাম মো. রফিকুল ইসলাম। তিনি উপজেলার সার্বানন্দ ইউনিয়নের ধনিয়ারকুড়া তালুক বাজিত গ্রামের মৃত মো. নয়ন মিয়ার ছেলে। 

প্রত্যক্ষদর্শী মো. হাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনার সময় আমরা কয়েকজন দোকানে চা খাচ্ছিলাম। এ সময় বিকট শব্দ হয়। তখন পেছনে তাকিয়ে দেখি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে পড়ে আছে। এ সময় যাত্রীরা বাসের ভেতর চিৎকার করছিলেন। আর রফিকুল ইসলাম নামের ওই যাত্রী বাসের বাইরে ছিলেন। তাঁর শরীরের অর্ধেক অংশ সড়কে, বাকি অংশ বাসের নিচে ছিল। পরে বাসের গ্লাস ভেঙে বাকি যাত্রীদের বের করা হয়। এ সময় অধিকাংশ যাত্রীর শরীরের বিভিন্ন অংশ কেটে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।’

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, আহতদের মধ্যে মোছা. শাহানুর ময়না বেগম (৪৮) নামের এক নারীকে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকি আহতদের পরিচয় পাওয়া যায়নি। তাঁরা বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত