হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
লালমনিরহাটের হাতীবান্ধায় এক ইউপি সদস্যের বিরুদ্ধে এক বৃদ্ধাসহ তাঁর মেয়ে ও জামাইকে মারধরের অভিযোগ উঠেছে। জমি নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে হামলা চালিয়ে মারধর করা হয় বলে অভিযোগ তাঁদের।
গত রোববার সন্ধ্যায় উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের দালালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল সোমবার দুপুরে থানায় দুই পক্ষ লিখিত অভিযোগ দিয়েছে।
আহতরা হলেন, উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের একই এলাকার মৃত আ. কুদ্দুসের স্ত্রী ষাটোর্ধ্ব বৃদ্ধা রেজিয়া বেগম, তাঁর মেয়ে সুখি বেগম (৪০) ও মেয়ে জামাই নবিবর রহমান (৪২)। বর্তমানে তিনজনই হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
অভিযুক্তরা হলেন, উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড সদস্য তাছাব্বির হোসেন খন্দকার অনিক (৪০), একই ইউনিয়নের দালালপাড়া এলাকার নুর নবী (৩২), নুর মোহাম্মদ (২০) ও নিলু (৩৪)।
আজ মঙ্গলবার দুপুরে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে কথা হয় বৃদ্ধা রেজিয়া বেগমের সঙ্গে। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমি বয়স্ক মানুষ। ধান যেমন কইরা বাইরায় (মাড়াই করে) তেমন কইরা অনিক মেম্বার আমারে ও আমার মেয়েকে মারছে। আমি তার পা ধইরা কইছি আমাগো মাইরেন না। তখন সে আমারে পা দিয়া লাথি মেরে ফেলাই দিছে। আমি ওর বিচার চাই।’
এ সময় কথা হয় আহত বৃদ্ধার জামাই আহত নবিবর রহমানের সঙ্গে। তিনি বলেন, ‘আমার শাশুড়ি আমার বাড়িতে বেড়াইতে আসছে। অনিক ফকির পাড়া ইউপির ৪ নং ওয়ার্ড সদস্য। আর আমার বাড়ি ৭ নং ওয়ার্ডে। অনিক আর আমার জমি নিয়ে দীর্ঘ সময় ধরে বিবাদ চলে আসছে। সেই বিরোধের জেরে গত রোববার সন্ধ্যায় অনিক মেম্বার ও তার লোকজন আমার বাড়িতে অতর্কিত হামলা চালায়। এ সময় আমার স্ত্রী ও শাশুড়ি ঘর থেকে বের হয়ে বাধা দিলে তারা তাদের মারধর শুরু করেন। আমি বাড়ির পেছনে কাজ করছিলাম। চিৎকার শুনে ছুটে যাই। আমি সেখানে যাওয়া মাত্র আমাকেও মারধর শুরু করে। পরে স্থানীয়রা ছুটে এসে আমাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।’
নবিবর রহমান আরও জানান, এ ঘটনায় গতকাল সোমবার দুপুরে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। এতে ইউপি সদস্যকে প্রধান আসামি এবং আরও চারজনের নাম উল্লেখ করা হয়।
এদিকে, গতকাল সন্ধ্যার দিকে থানায় লিখিত অভিযোগ দেওয়ার পর অনিক ও তার লোকজন তার ওপর আবারও হামলা চালায়। এ সময় তাঁকে হত্যার হুমকিও দেওয়া হয় বলে জানান তিনি।
এ বিষয়ে অভিযুক্ত ফকিরপাড়া ইউনিয়ন পরিষদ ৪ নং ওয়ার্ড সদস্য তাছাব্বির হোসেন খন্দকার অনিক বলেন, ‘আমি নিজেই আহত। আমি কেন তাদেরকে মারতে যাব। তারাই আমাকে মারধর করেছে। আমি তাদেরকে কোনো মারধর করিনি। তারা যে অভিযোগ করেছে তা মিথ্যা। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’
এ বিষয়ে ফকিরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফজলার রহমান খোকন বলেন, ‘আপনি রাস্তা দিয়ে হেঁটে যাবেন আপনাকে মানুষ কেন মারবে? এটা দেখা লাগবে। এটার কোনো কারণ তো থাকতে হবে। নিশ্চয়ই আপনার কোনো দোষ আছে। আপনারা বিষয়টি খোঁজ খবর নিয়ে দেখেন কি ঘটনা।’
হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনারুল ইসলাম বলেন, আহতদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। তারা সুস্থ হলেই বাড়ি যেতে পারবে।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম বলেন, উভয় পক্ষই লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
লালমনিরহাটের হাতীবান্ধায় এক ইউপি সদস্যের বিরুদ্ধে এক বৃদ্ধাসহ তাঁর মেয়ে ও জামাইকে মারধরের অভিযোগ উঠেছে। জমি নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে হামলা চালিয়ে মারধর করা হয় বলে অভিযোগ তাঁদের।
গত রোববার সন্ধ্যায় উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের দালালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল সোমবার দুপুরে থানায় দুই পক্ষ লিখিত অভিযোগ দিয়েছে।
আহতরা হলেন, উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের একই এলাকার মৃত আ. কুদ্দুসের স্ত্রী ষাটোর্ধ্ব বৃদ্ধা রেজিয়া বেগম, তাঁর মেয়ে সুখি বেগম (৪০) ও মেয়ে জামাই নবিবর রহমান (৪২)। বর্তমানে তিনজনই হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
অভিযুক্তরা হলেন, উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড সদস্য তাছাব্বির হোসেন খন্দকার অনিক (৪০), একই ইউনিয়নের দালালপাড়া এলাকার নুর নবী (৩২), নুর মোহাম্মদ (২০) ও নিলু (৩৪)।
আজ মঙ্গলবার দুপুরে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে কথা হয় বৃদ্ধা রেজিয়া বেগমের সঙ্গে। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমি বয়স্ক মানুষ। ধান যেমন কইরা বাইরায় (মাড়াই করে) তেমন কইরা অনিক মেম্বার আমারে ও আমার মেয়েকে মারছে। আমি তার পা ধইরা কইছি আমাগো মাইরেন না। তখন সে আমারে পা দিয়া লাথি মেরে ফেলাই দিছে। আমি ওর বিচার চাই।’
এ সময় কথা হয় আহত বৃদ্ধার জামাই আহত নবিবর রহমানের সঙ্গে। তিনি বলেন, ‘আমার শাশুড়ি আমার বাড়িতে বেড়াইতে আসছে। অনিক ফকির পাড়া ইউপির ৪ নং ওয়ার্ড সদস্য। আর আমার বাড়ি ৭ নং ওয়ার্ডে। অনিক আর আমার জমি নিয়ে দীর্ঘ সময় ধরে বিবাদ চলে আসছে। সেই বিরোধের জেরে গত রোববার সন্ধ্যায় অনিক মেম্বার ও তার লোকজন আমার বাড়িতে অতর্কিত হামলা চালায়। এ সময় আমার স্ত্রী ও শাশুড়ি ঘর থেকে বের হয়ে বাধা দিলে তারা তাদের মারধর শুরু করেন। আমি বাড়ির পেছনে কাজ করছিলাম। চিৎকার শুনে ছুটে যাই। আমি সেখানে যাওয়া মাত্র আমাকেও মারধর শুরু করে। পরে স্থানীয়রা ছুটে এসে আমাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।’
নবিবর রহমান আরও জানান, এ ঘটনায় গতকাল সোমবার দুপুরে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। এতে ইউপি সদস্যকে প্রধান আসামি এবং আরও চারজনের নাম উল্লেখ করা হয়।
এদিকে, গতকাল সন্ধ্যার দিকে থানায় লিখিত অভিযোগ দেওয়ার পর অনিক ও তার লোকজন তার ওপর আবারও হামলা চালায়। এ সময় তাঁকে হত্যার হুমকিও দেওয়া হয় বলে জানান তিনি।
এ বিষয়ে অভিযুক্ত ফকিরপাড়া ইউনিয়ন পরিষদ ৪ নং ওয়ার্ড সদস্য তাছাব্বির হোসেন খন্দকার অনিক বলেন, ‘আমি নিজেই আহত। আমি কেন তাদেরকে মারতে যাব। তারাই আমাকে মারধর করেছে। আমি তাদেরকে কোনো মারধর করিনি। তারা যে অভিযোগ করেছে তা মিথ্যা। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’
এ বিষয়ে ফকিরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফজলার রহমান খোকন বলেন, ‘আপনি রাস্তা দিয়ে হেঁটে যাবেন আপনাকে মানুষ কেন মারবে? এটা দেখা লাগবে। এটার কোনো কারণ তো থাকতে হবে। নিশ্চয়ই আপনার কোনো দোষ আছে। আপনারা বিষয়টি খোঁজ খবর নিয়ে দেখেন কি ঘটনা।’
হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনারুল ইসলাম বলেন, আহতদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। তারা সুস্থ হলেই বাড়ি যেতে পারবে।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম বলেন, উভয় পক্ষই লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। গতকাল শুক্রবার রাত ১২টা থেকে এই পথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। আজ শনিবার সকাল ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল।
১ ঘণ্টা আগেমাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পূর্ব রাস্তি এলাকায় এই ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৯ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৯ ঘণ্টা আগে