Ajker Patrika

দেয়ালে পোস্টার লাগিয়ে পাউবো প্রকৌশলীর অপসারণ দাবি

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
আপডেট : ১১ এপ্রিল ২০২৩, ২২: ৪৫
দেয়ালে পোস্টার লাগিয়ে পাউবো প্রকৌশলীর অপসারণ দাবি

নীলফামারীর ডিমলা উপজেলার বিভিন্ন স্থানে ‘দুর্নীতিবাজ রুবাইয়াত ইমতিয়াজকে হটাও, তিস্তা প্রজেক্ট বাঁচাও’, ‘দুর্নীতিবাজ রুবায়েত ইমতিয়াজের চামচা বড়বাবু শরিফুলকে হটাও, তিস্তা যান্ত্রিক বিভাগ বাঁচাও’ পোস্টার লাগিয়ে এক নির্বাহী প্রকৌশলীর অপসারণের দাবি করা হয়েছে। অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে এমন আন্দোলন করছেন এলাকাবাসী ও ঠিকাদাররা।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের (যান্ত্রিক বিভাগ) নির্বাহী প্রকৌশলী রুবায়েত ইমতিয়াজ ও বড়বাবু শরিফুল ইসলামের বিরুদ্ধে এমন প্রতিবাদের পোস্টার ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের চারপাশে লাগানো হয়েছে।

অভিযোগ উঠেছে, ডালিয়া পাউবোর যান্ত্রিক বিভাগের প্রকৌশলী রুবায়েত ইমতিয়াজ প্রায় ৮ বছর ধরে একই শাখায় কর্মরত থাকায় এখন তাঁর দাপটে অতিষ্ঠ এলাকাবাসী, ঠিকাদার ও সংশ্লিষ্টরা। পোস্টারে তাঁর দুর্নীতির সঠিক তদন্তের দাবি জানিয়েছেন এলাকাবাসী ও ঠিকাদারেরা।

পোস্টারে উল্লেখ করা হয়, প্রকৌশলী রুবায়েত ইমতিয়াজ সব সময় দাপটের সঙ্গে নানা অনিয়ম করে চলেছেন। ঠিকাদারি কাজ ঠিকাদারের নামে নিজেই করেন। সরকারি গুদামের কোটি কোটি টাকার মালামাল চুরি করে আত্মসাৎ করেছেন তিনি। আউটসোর্সিং নিয়োগের মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া, অধস্তনদের ভয়ভীতি প্রদর্শন ও হয়রানি করাসহ দীর্ঘদিন একই দপ্তরে থাকায় সিন্ডিকেট তৈরি করে অবৈধ কার্যকলাপে জড়িত থাকা, সরকারি দায়িত্ব সঠিকভাবে পালন না করা ও রাষ্ট্রীয় বিভিন্ন দিবসে অংশগ্রহণ না করার অভিযোগ করা হয়।

আর এসব কাজে তাঁকে সহযোগিতা করছেন অফিসের বড়বাবু শরিফুল ইসলাম। পোস্টারে অবিলম্বে ডালিয়া থেকে এই কর্মকর্তার অপসারণ ও তাঁর দুর্নীতি-অনিয়মের তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

এর আগে জরুরি কাজের নামে পুরোনো তারখুটি দিয়ে মাত্র ৫০ হাজার টাকা খরচে ডালিয়া পাউবোর বৈদ্যুতিক লাইন সংস্কার করা হয়। এ কাজে অর্থ আত্মসাতের উদ্দেশ্যে ৩০ লাখ টাকা বিল ভাউচার করেন প্রকৌশলী রুবায়েত। তিস্তা ব্যারাজের সৌন্দর্য বৃদ্ধির কাজে অর্থ লোপাটের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। সানব্লাস্টিং মেশিনসহ আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে ব্যারেজ রং করার কথা থাকলেও শ্রমিকের মাধ্যমে হাত দিয়ে দায়সারাভাবে রং করে, ঠিকাদারের যোগসাজশে কয়েক কোটি টাকা আত্মসাৎ করেছেন প্রকৌশলী রুবায়েত ইমতিয়াজ।

এসব বিষয়ে আজকের পত্রিকাসহ একাধিক জাতীয় পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হলেও ব্যবস্থা নেয়নি পাউবো কর্তৃপক্ষ। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ঠিকাদার ও অফিস সূত্র জানায়, প্রভাবশালী হওয়ায় তিনি নিয়মিত অফিসেও আসেন না। কাজ না করেও বিল-ভাউচার বানিয়ে টাকা উত্তোলন করেন। 

ক্ষমতার অপব্যবহার করে মোটা অঙ্কের টাকার বিনিময়ে পছন্দের ঠিকাদারকে একাধিক কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ তাঁর বিরুদ্ধে। ডালিয়া পাউবোর বড়বাবু শরিফুল ইসলাম বলেন, ‘আমাকে বদলি করার জন্য কিছু লোক মিথ্যা বদনাম ছড়াচ্ছে।;

এ ব্যাপারে জানতে চাইলে প্রকৌশলী রুবায়েত ইমতিয়াজ আজকের পত্রিকাকে বলেন, এসব অভিযোগ মিথ্যা। কিছু স্থানীয় ঠিকাদার ষড়যন্ত্র করে এসব পোস্টার লাগিয়েছে। যারা পোস্টার লাগিয়েছে তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। পছন্দের ঠিকাদারকে একাধিক কাজ দেওয়ার বিষয়ে বলেন, যাঁদের যোগ্যতা আছে তাঁরাই কাজ পান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত