রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বাঁচোর ইউনিয়নের কাতিহার এলাকার আরবিবি ইটভাটার মাটির স্তূপে হাজারো জনতার স্বর্ণ খোঁজার স্থান ঘিরে রেখেছে প্রশাসন। আজ রোববার দুপুরে গিয়ে এ দৃশ্যের দেখা মেলে।
সরেজমিন দেখা গেছে, কাতিহার বাজার প্রবেশ করতেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পাহারায় রয়েছেন। একইভাবে ইটভাটার মাটির বিপরীত দিকে কয়েকজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যে দায়িত্ব পালন করছেন। মাটির স্তূপে লাল কাপড়ের নিশানা দিয়ে ঘিরে রাখা হয়েছে। একজন গ্রাম পুলিশ সেখানে দাঁড়িয়ে রয়েছেন। ইটভাটার একটু সামনেই রাজোর মোড় এলাকায় রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুল হাসান ও অতিরিক্ত পুলিশ সুপার (রাণীশংকৈল সার্কেল) মোহা. রেজাউল হকের তদারকিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যেরা পাহারায় রয়েছেন।
ইউএনও বলেন, মাটি খননের সন্ধানে যে আসছে, তাকেই আইনের আওতায় নেওয়া হচ্ছে। সকাল থেকে বেশ কয়েকজনকে জরিমানা করা হয়েছে। ইউএনও আরও বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনোভাবেই ইটভাটার ওই মাটির স্তূপে সাধারণ মানুষকে ভিড়তে দেওয়া হবে না।
এর আগে মাটির স্তূপ খুঁড়লেই পাওয়া যাচ্ছে স্বর্ণ। এ ধরনের কথা রটিয়ে পড়লে সাধারণ মানুষ হুমড়িয়ে খেয়ে শাবল, ডাঙ্গি ও কোদাল নিয়ে দিন–রাত সমানতালে ওই ইটভাটার মাটির স্তূপ খনন শুরু করে। এটি কোনোভাবেই সামাল দিতে না পারায় জেলা প্রশাসনের নির্দেশে উপজেলা প্রশাসন গতকাল শনিবার রাতে ইটভাটার ওই মাটির স্তূপে আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেন। সে থেকে সেখানে সাধারণ মানুষ আর সেভাবে ভিড়তে পারছে না।
আরও পড়ুন:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বাঁচোর ইউনিয়নের কাতিহার এলাকার আরবিবি ইটভাটার মাটির স্তূপে হাজারো জনতার স্বর্ণ খোঁজার স্থান ঘিরে রেখেছে প্রশাসন। আজ রোববার দুপুরে গিয়ে এ দৃশ্যের দেখা মেলে।
সরেজমিন দেখা গেছে, কাতিহার বাজার প্রবেশ করতেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পাহারায় রয়েছেন। একইভাবে ইটভাটার মাটির বিপরীত দিকে কয়েকজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যে দায়িত্ব পালন করছেন। মাটির স্তূপে লাল কাপড়ের নিশানা দিয়ে ঘিরে রাখা হয়েছে। একজন গ্রাম পুলিশ সেখানে দাঁড়িয়ে রয়েছেন। ইটভাটার একটু সামনেই রাজোর মোড় এলাকায় রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুল হাসান ও অতিরিক্ত পুলিশ সুপার (রাণীশংকৈল সার্কেল) মোহা. রেজাউল হকের তদারকিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যেরা পাহারায় রয়েছেন।
ইউএনও বলেন, মাটি খননের সন্ধানে যে আসছে, তাকেই আইনের আওতায় নেওয়া হচ্ছে। সকাল থেকে বেশ কয়েকজনকে জরিমানা করা হয়েছে। ইউএনও আরও বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনোভাবেই ইটভাটার ওই মাটির স্তূপে সাধারণ মানুষকে ভিড়তে দেওয়া হবে না।
এর আগে মাটির স্তূপ খুঁড়লেই পাওয়া যাচ্ছে স্বর্ণ। এ ধরনের কথা রটিয়ে পড়লে সাধারণ মানুষ হুমড়িয়ে খেয়ে শাবল, ডাঙ্গি ও কোদাল নিয়ে দিন–রাত সমানতালে ওই ইটভাটার মাটির স্তূপ খনন শুরু করে। এটি কোনোভাবেই সামাল দিতে না পারায় জেলা প্রশাসনের নির্দেশে উপজেলা প্রশাসন গতকাল শনিবার রাতে ইটভাটার ওই মাটির স্তূপে আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেন। সে থেকে সেখানে সাধারণ মানুষ আর সেভাবে ভিড়তে পারছে না।
আরও পড়ুন:
টাঙ্গাইলের মির্জাপুর মডার্ন ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার নামে একটি প্রাইভেট প্রতিষ্ঠানে টনসিল অপারেশনে শিশু মৃত্যুর অভিযোগ তদন্তে কমিটি গঠন করা হয়েছে। আজ রোববার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফরিদুল ইসলাম পাঁচ সদস্যবিশিষ্ট এই তদন্ত কমিটি গঠন করেন। আগামী সাত কার্যদিবসের মধ্যে কম
৩ মিনিট আগেবরিশালের গৌরনদীতে উপজেলা বিএনপির অভ্যন্তরীণ কোন্দল ও সভায় দাওয়াত না পাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ রোববার দুপুরে গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। গুরুতর আহত তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
৮ মিনিট আগেবরিশালের উজিরপুরে শাহ আলম (৬৫) নামের এক ব্যক্তিকে তাঁর মাদকাসক্ত ছেলে কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। আজ রোববার বিকেলে উপজেলার বড়াকোঠা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের খাটিয়ালপাড়া সিকদার বাড়ির সামনে এই হত্যাকাণ্ড ঘটে। ঘটনার পরপরই গ্রামবাসী ছেলে শাহরিয়ার শিমুলকে (৩৫) ধরে পুলিশের হাতে তুলে দেন।
১৪ মিনিট আগেভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে ইউসুফ আলীর পরিবারের সদস্যরা খাবার শেষ করে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে দুর্বৃত্তরা জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। ঘরে ঢুকে তারা সবাইকে চেতনানাশক দিয়ে অচেতন করে ফেলে এবং ওয়ার্ডরোব ভেঙে ১২ ভরি স্বর্ণালংকার ও নগদ ২ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।
১৬ মিনিট আগে