Ajker Patrika

বিদ্যালয় খোলা থাকবে ২০ রমজান পর্যন্ত: গণশিক্ষা প্রতিমন্ত্রী

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
বিদ্যালয় খোলা থাকবে ২০ রমজান পর্যন্ত: গণশিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, ২০ রমজান পর্যন্ত সব সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে। করোনার ক্ষতি পুষিয়ে নিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল শনিবার দুপুরে কুড়িগ্রামের রৌমারী উপজেলার খনজনমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা এই দেশের ভবিষ্যৎ। তোমাদের দিকে তাকিয়ে আছে দেশ। তাই লেখাপড়া ভালো করে করতে হবে। লেখাপড়ার বিকল্প কিছু নেই।

প্রতিমন্ত্রী আরও বলেন, এলাকার উন্নয়নে রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্টের উন্নয়নসহ ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের বছরের শুরুতে নতুন বই ও উপবৃত্তি দেওয়া হচ্ছে।

শতবর্ষপূর্তি অনুষ্ঠানে খনজনমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শহীদুল ইসলাম মন্ডলের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান।

এ সময় ওই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন-ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল খালেক, যাদুরচর ডিগ্রী কলেজের প্রভাষক হাফিজুর রহমান বিশ্বাস, আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট বিপ্লব হাসান পলাশ, কলেজ শিক্ষক  আলী রেজাসহ অনেকেে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত