Ajker Patrika

নাগেশ্বরীতে রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন

প্রতিনিধি, নাগেশ্বরী (কুড়িগ্রাম) 
নাগেশ্বরীতে রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন

কুড়িগ্রাম নাগেশ্বরী উপজেলার কাচা রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ১১টায় সাপখাওয়া চৌরাস্তার মোড়ে এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানব বন্ধনে বক্তারা বলেন, উপজেলার মধুরহাইল্যা থেকে রায়গঞ্জ ইউনিয়নের সাপখাওয়া হয়ে রতনপুর পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার রাস্তাটি কাচা। সড়কটি জনগুরুত্বপূর্ণ হলেও যোগাযোগ ব্যবস্থা একেবারেই নাজুক। এ সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার জনসাধারণ চলাফেরা করলেও স্বাধীনতার দীর্ঘ সময়েও পাকাকরণ হয়নি এই রাস্তা। ফলে কৃষিপণ্য পরিবহন, কোনো মুমূর্ষু রোগী এবং প্রসূতি রোগীকে হাসপাতালে নেওয়া ও শিক্ষার্থীদের জন্য নানামুখী সমস্যার সম্মুখীন হতে হয়। অনতিবিলম্বে এই কাচা সড়কটি পাকাকরণের দাবি জানান তাঁরা। 

এ সময় বক্তব্য রাখেন সাবেক সেনা সদস্য আবুল হোসেন, যুবলীগ নেতা আবু সায়েম, ডা. শেখ, মো. নুর ইসলাম উচ্ছ্বাস সাহিত্য সুহৃদ এর সম্পাদক হাফিজুর রহমান হৃদয় প্রমুখ। মানববন্ধনে এলাকার সহস্রাধিক জনসাধারণ অংশগ্রহণ করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত