Ajker Patrika

ঠাকুরগাঁওয়ে আজকের পত্রিকার সাফল্য কামনা

ঠাকুরগাঁও প্রতিনিধি
আপডেট : ২৭ জুলাই ২০২৩, ২২: ০৮
ঠাকুরগাঁওয়ে আজকের পত্রিকার সাফল্য কামনা

ঠাকুরগাঁওয়ে শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার আজকের পত্রিকার দ্বিতীয় বর্ষপূর্তি উদ্‌যাপন করা হয়েছে। অনুষ্ঠানে আগত অতিথিরা পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

আজ দুপুর সাড়ে ১২টায় একটি শোভাযাত্রা ঠাকুরগাঁও প্রেসক্লাব থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রেসক্লাবের ভিআইপি হল রুমে আলোচনা সভা হয়। প্রেসক্লাবের সভাপতি মনসুর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানটি আজকের পত্রিকার ঠাকুরগাঁও প্রতিনিধি সাদ্দাম হোসেন সঞ্চালনা করেন। প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু তাহের মো. সামসুজ্জামান।

অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, সিনিয়র সাংবাদিক জসিম উদ্দিন, বিশাল রহমান, আজকের পত্রিকার বালিয়াডাঙ্গী প্রতিনিধি আল মামুন জীবন, পীরগঞ্জ প্রতিনিধি নুরুন নবী রানা, সাংবাদিক রেজওয়ানুল হক রেজু, আসাদুজ্জামান শামিম, সামসুজ্জোহা প্রমুখ।

অনুষ্ঠানে অতিথিরা আজকের পত্রিকার জেলা প্রতিনিধিকে ফুলেল শুভেচ্ছা জানান এবং পত্রিকাটির সাফল্য কামনা করেন। এরপর তাঁরা শিশুদের নিয়ে কেক কাটার মাধ্যমে বর্ষপূর্তি উদ্‌যাপন করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত