কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নে এক মাছ চাষির পুকুরে বিষ দিয়ে প্রায় ৭০ মণ মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ওই মাছ চাষির। এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।
এর আগে গত সোমবার রাতের কোনো এক সময় পুকুরে বিষ দেওয়ার ঘটনা ঘটে। পরে গতকাল মঙ্গলবার সকালে পুকুরের মাছ মরে ভেসে উঠতে শুরু করে।
ভুক্তভোগী মাছ চাষির নাম আব্দুর রাজ্জাক (৪৫)। তিনি ইউনিয়নের ধনঞ্জয় এলাকার বাসিন্দা। এ ঘটনায় তিনি অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মঙ্গলবার রাজারহাট থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, আব্দুর রাজ্জাক বেসরকারি চাকরি ছেড়ে গত বছর থেকে নিজ গ্রামে মাছ চাষ শুরু করেন। প্রায় দুই একর আয়তনের পুকুরে মাছ চাষ করে স্বামী-স্ত্রী মিলে তা দেখাশোনা করেন। গতকাল মঙ্গলবার সকালে স্থানীয়রা পুকুরে শত শত মৃত মাছ ভেসে থাকতে দেখে তাকে খবর দেন।
আব্দুর রাজ্জাক বলেন, ‘রাতের অন্ধকারে কে বা কারা আমার পুকুরে বিষ প্রয়োগ করে পুকুরের সব মাছ মেরে ফেলেছে। দুপুরে পুকুরে মরা মাছ ভেসে থাকতে দেখে আমি দিশেহারা হয়ে পড়েছি। অনেক আশা নিয়ে ঋণের টাকা দিয়ে মাছ চাষ করেছি। আমার প্রায় পাঁচ লাখ টাকা পানিতে গেল। দুর্বৃত্তরা আমাকে রাস্তায় নামিয়ে দিল। আমি থানায় লিখিত অভিযোগ দিয়েছি। প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
রাজ্জাকের স্ত্রী স্মৃতি বেগম বলেন, ‘আমরা স্বামী-স্ত্রী দিনরাত পরিশ্রম করে মাছ চাষ করছি। মাছ বিক্রির আয় দিয়ে সংসার খরচ চলে। এ ঘটনায় আমরা ন্যায় বিচার চাই।’
এ বিষয়ে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
ওসি আব্দুল্লা হিল জামান আরও জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পুকুরের পানি আর মৃত মাছ পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে। মৎস্য কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। পরীক্ষার প্রতিবেদন আসলে মাছগুলো মারা যাওয়ার প্রকৃত কারণ জানা যাবে।
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নে এক মাছ চাষির পুকুরে বিষ দিয়ে প্রায় ৭০ মণ মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ওই মাছ চাষির। এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।
এর আগে গত সোমবার রাতের কোনো এক সময় পুকুরে বিষ দেওয়ার ঘটনা ঘটে। পরে গতকাল মঙ্গলবার সকালে পুকুরের মাছ মরে ভেসে উঠতে শুরু করে।
ভুক্তভোগী মাছ চাষির নাম আব্দুর রাজ্জাক (৪৫)। তিনি ইউনিয়নের ধনঞ্জয় এলাকার বাসিন্দা। এ ঘটনায় তিনি অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মঙ্গলবার রাজারহাট থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, আব্দুর রাজ্জাক বেসরকারি চাকরি ছেড়ে গত বছর থেকে নিজ গ্রামে মাছ চাষ শুরু করেন। প্রায় দুই একর আয়তনের পুকুরে মাছ চাষ করে স্বামী-স্ত্রী মিলে তা দেখাশোনা করেন। গতকাল মঙ্গলবার সকালে স্থানীয়রা পুকুরে শত শত মৃত মাছ ভেসে থাকতে দেখে তাকে খবর দেন।
আব্দুর রাজ্জাক বলেন, ‘রাতের অন্ধকারে কে বা কারা আমার পুকুরে বিষ প্রয়োগ করে পুকুরের সব মাছ মেরে ফেলেছে। দুপুরে পুকুরে মরা মাছ ভেসে থাকতে দেখে আমি দিশেহারা হয়ে পড়েছি। অনেক আশা নিয়ে ঋণের টাকা দিয়ে মাছ চাষ করেছি। আমার প্রায় পাঁচ লাখ টাকা পানিতে গেল। দুর্বৃত্তরা আমাকে রাস্তায় নামিয়ে দিল। আমি থানায় লিখিত অভিযোগ দিয়েছি। প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
রাজ্জাকের স্ত্রী স্মৃতি বেগম বলেন, ‘আমরা স্বামী-স্ত্রী দিনরাত পরিশ্রম করে মাছ চাষ করছি। মাছ বিক্রির আয় দিয়ে সংসার খরচ চলে। এ ঘটনায় আমরা ন্যায় বিচার চাই।’
এ বিষয়ে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
ওসি আব্দুল্লা হিল জামান আরও জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পুকুরের পানি আর মৃত মাছ পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে। মৎস্য কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। পরীক্ষার প্রতিবেদন আসলে মাছগুলো মারা যাওয়ার প্রকৃত কারণ জানা যাবে।
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
৫ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
৫ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান...
৫ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
৭ ঘণ্টা আগে