কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নে এক মাছ চাষির পুকুরে বিষ দিয়ে প্রায় ৭০ মণ মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ওই মাছ চাষির। এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।
এর আগে গত সোমবার রাতের কোনো এক সময় পুকুরে বিষ দেওয়ার ঘটনা ঘটে। পরে গতকাল মঙ্গলবার সকালে পুকুরের মাছ মরে ভেসে উঠতে শুরু করে।
ভুক্তভোগী মাছ চাষির নাম আব্দুর রাজ্জাক (৪৫)। তিনি ইউনিয়নের ধনঞ্জয় এলাকার বাসিন্দা। এ ঘটনায় তিনি অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মঙ্গলবার রাজারহাট থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, আব্দুর রাজ্জাক বেসরকারি চাকরি ছেড়ে গত বছর থেকে নিজ গ্রামে মাছ চাষ শুরু করেন। প্রায় দুই একর আয়তনের পুকুরে মাছ চাষ করে স্বামী-স্ত্রী মিলে তা দেখাশোনা করেন। গতকাল মঙ্গলবার সকালে স্থানীয়রা পুকুরে শত শত মৃত মাছ ভেসে থাকতে দেখে তাকে খবর দেন।
আব্দুর রাজ্জাক বলেন, ‘রাতের অন্ধকারে কে বা কারা আমার পুকুরে বিষ প্রয়োগ করে পুকুরের সব মাছ মেরে ফেলেছে। দুপুরে পুকুরে মরা মাছ ভেসে থাকতে দেখে আমি দিশেহারা হয়ে পড়েছি। অনেক আশা নিয়ে ঋণের টাকা দিয়ে মাছ চাষ করেছি। আমার প্রায় পাঁচ লাখ টাকা পানিতে গেল। দুর্বৃত্তরা আমাকে রাস্তায় নামিয়ে দিল। আমি থানায় লিখিত অভিযোগ দিয়েছি। প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
রাজ্জাকের স্ত্রী স্মৃতি বেগম বলেন, ‘আমরা স্বামী-স্ত্রী দিনরাত পরিশ্রম করে মাছ চাষ করছি। মাছ বিক্রির আয় দিয়ে সংসার খরচ চলে। এ ঘটনায় আমরা ন্যায় বিচার চাই।’
এ বিষয়ে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
ওসি আব্দুল্লা হিল জামান আরও জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পুকুরের পানি আর মৃত মাছ পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে। মৎস্য কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। পরীক্ষার প্রতিবেদন আসলে মাছগুলো মারা যাওয়ার প্রকৃত কারণ জানা যাবে।
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নে এক মাছ চাষির পুকুরে বিষ দিয়ে প্রায় ৭০ মণ মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ওই মাছ চাষির। এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।
এর আগে গত সোমবার রাতের কোনো এক সময় পুকুরে বিষ দেওয়ার ঘটনা ঘটে। পরে গতকাল মঙ্গলবার সকালে পুকুরের মাছ মরে ভেসে উঠতে শুরু করে।
ভুক্তভোগী মাছ চাষির নাম আব্দুর রাজ্জাক (৪৫)। তিনি ইউনিয়নের ধনঞ্জয় এলাকার বাসিন্দা। এ ঘটনায় তিনি অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মঙ্গলবার রাজারহাট থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, আব্দুর রাজ্জাক বেসরকারি চাকরি ছেড়ে গত বছর থেকে নিজ গ্রামে মাছ চাষ শুরু করেন। প্রায় দুই একর আয়তনের পুকুরে মাছ চাষ করে স্বামী-স্ত্রী মিলে তা দেখাশোনা করেন। গতকাল মঙ্গলবার সকালে স্থানীয়রা পুকুরে শত শত মৃত মাছ ভেসে থাকতে দেখে তাকে খবর দেন।
আব্দুর রাজ্জাক বলেন, ‘রাতের অন্ধকারে কে বা কারা আমার পুকুরে বিষ প্রয়োগ করে পুকুরের সব মাছ মেরে ফেলেছে। দুপুরে পুকুরে মরা মাছ ভেসে থাকতে দেখে আমি দিশেহারা হয়ে পড়েছি। অনেক আশা নিয়ে ঋণের টাকা দিয়ে মাছ চাষ করেছি। আমার প্রায় পাঁচ লাখ টাকা পানিতে গেল। দুর্বৃত্তরা আমাকে রাস্তায় নামিয়ে দিল। আমি থানায় লিখিত অভিযোগ দিয়েছি। প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
রাজ্জাকের স্ত্রী স্মৃতি বেগম বলেন, ‘আমরা স্বামী-স্ত্রী দিনরাত পরিশ্রম করে মাছ চাষ করছি। মাছ বিক্রির আয় দিয়ে সংসার খরচ চলে। এ ঘটনায় আমরা ন্যায় বিচার চাই।’
এ বিষয়ে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
ওসি আব্দুল্লা হিল জামান আরও জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পুকুরের পানি আর মৃত মাছ পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে। মৎস্য কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। পরীক্ষার প্রতিবেদন আসলে মাছগুলো মারা যাওয়ার প্রকৃত কারণ জানা যাবে।
নারায়ণগঞ্জে দুই সপ্তাহের ব্যবধানে জেলা বিএনপির আওতাধীন আট নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এসব আদেশের পেছনে রয়েছে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, খুন ও চাঁদাবাজির অভিযোগ। কিন্তু এভাবে একের পর এক বহিষ্কার করেও বিএনপির নেতা-কর্মীদের লাগাম টেনে ধরা যাচ্ছে না। উল্টো তাঁরা নতুন নতুন অভিযোগে প্রশ্নবিদ্ধ...
৪ ঘণ্টা আগে২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে গত এক বছরে বগুড়ায় একের পর এক উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলেও জেলা পুলিশের সদস্যরা কোথাও লাঠিপেটা, কাঁদানে গ্যাসের শেল বা রাবার বুলেট চালানোর মতো বলপ্রয়োগ করেনি। রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ৩৭ লাখ জনসংখ্যার এই জেলায় নানা ধরনের অপরাধ সংঘটিত হলেও গত বছরের ৫ আগস্টের পর...
৬ ঘণ্টা আগেফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার দোসরেরা উদ্দেশ্যমূলকভাবে বিচার বিভাগকে বিতর্কিত করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ফোরামের সভাপতি জয়নুল আবেদীন।
৬ ঘণ্টা আগেঅ্যানিমেল হাজবেন্ড্রি ও ডক্টর অব ভেটিরিনারি মেডিসিন উভয় ডিসিপ্লিনের সমন্বয়ে কম্বাইন্ড ডিগ্রি প্রদানের দাবিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বরিশাল ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ দাবিতে অ্যানিমেল হাজবেন্ড্রি বিভাগের শিক্ষার্থীরা এ
৬ ঘণ্টা আগে