গাইবান্ধা প্রতিনিধি
বকনা বাছুরটির বয়স মাত্র ৪০ দিন। কিন্তু এটির ওলানে এখনই দুধ জমতে শুরু করেছে। খামারি আফছার আলী নিয়মিত দুধ দহনও করছেন। ১৫ দিন ধরে দৈনিক আধা লিটার করে দুধ দিচ্ছে বাছুরটি। প্রাণিসম্পদ কর্মকর্তারা বলছেন, এটি হরমোন জনিত সমস্যা হতে পারে।
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের কিশামত সর্বানন্দ গ্রামের বাসিন্দা আফছার আলী (৬৫)। তাঁর খামারেই ৪০ দিন আগে জন্ম নেয় বাছুরটি। ঘটনা জানাজানি হওয়ার পর থেকে প্রতিদিন উৎসুক মানুষ ভিড় করছে আফছার আলীর বাড়িতে।
আফছার আলীর বাড়িতে গিয়ে দেখা গেছে, আশপাশের গ্রাম থেকে উৎসুক ২০-২৫ জন ওই বাড়িতে ভিড় করছেন। এ সময় ওই কৃষক দুধ সংগ্রহ করছিলেন। আফছার আলী জানান, কম বয়সী বাছুর দেখে তিনি প্রতিদিন একবেলা করে দুধ সংগ্রহ করেন। দুধ দোহন না করলে এই বাছুরের ওলান ফুলে শক্ত হয়ে যায়। তিনি ১৫ দিন ধরে এভাবে দুধ সংগ্রহ করছেন।
আফছার আলী গরিব চাষি। জমি চাষাবাদ ও গরুর খামার করে সংসার চালান। পরিবারে স্ত্রী ও তিন ছেলে চার মেয়ে। গত মাসের ২৫ তারিখ সকালে আফছার আলী বকনা বাছুরটির কাছে গিয়ে দেখতে পান ওলান ফোলা। তাঁর ধারণা হয়, ওলানে দুধ জমছে। এ ছাড়া তিনি স্থানীয় ডাক্তারকে নিয়ে এলে তিনিও বিষয়টি নিশ্চিত হন। প্রথম দুই দিন এক পোয়া দুধ পান তিনি। এখন আধা লিটার, কখনো তিন পোয়া দুধ পাচ্ছেন।
বাছুর দেখতে আসা সোহান মিয়া বলেন, আমি ছোটবেলা থেকেই গরু লালন পালন করি। কখনো এ রকম বাছুর দেখিনি। তাই দেখতে এসেছি। ঘটনার সত্যতাও পেয়েছি। এটা আসলে একটা অলৌকিক ঘটনা। আমার মতো অনেকেই বিষয়টি শুনে আশ্চর্য হয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফজলুল করিম বলেন, হরমোনের কারণে এমনটা হতে পারে। হরমোন যদি বেড়ে যায় তাহলে এ রকম বকনা গরু থেকে দুধ আসতে পারে।
বকনা বাছুরটির বয়স মাত্র ৪০ দিন। কিন্তু এটির ওলানে এখনই দুধ জমতে শুরু করেছে। খামারি আফছার আলী নিয়মিত দুধ দহনও করছেন। ১৫ দিন ধরে দৈনিক আধা লিটার করে দুধ দিচ্ছে বাছুরটি। প্রাণিসম্পদ কর্মকর্তারা বলছেন, এটি হরমোন জনিত সমস্যা হতে পারে।
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের কিশামত সর্বানন্দ গ্রামের বাসিন্দা আফছার আলী (৬৫)। তাঁর খামারেই ৪০ দিন আগে জন্ম নেয় বাছুরটি। ঘটনা জানাজানি হওয়ার পর থেকে প্রতিদিন উৎসুক মানুষ ভিড় করছে আফছার আলীর বাড়িতে।
আফছার আলীর বাড়িতে গিয়ে দেখা গেছে, আশপাশের গ্রাম থেকে উৎসুক ২০-২৫ জন ওই বাড়িতে ভিড় করছেন। এ সময় ওই কৃষক দুধ সংগ্রহ করছিলেন। আফছার আলী জানান, কম বয়সী বাছুর দেখে তিনি প্রতিদিন একবেলা করে দুধ সংগ্রহ করেন। দুধ দোহন না করলে এই বাছুরের ওলান ফুলে শক্ত হয়ে যায়। তিনি ১৫ দিন ধরে এভাবে দুধ সংগ্রহ করছেন।
আফছার আলী গরিব চাষি। জমি চাষাবাদ ও গরুর খামার করে সংসার চালান। পরিবারে স্ত্রী ও তিন ছেলে চার মেয়ে। গত মাসের ২৫ তারিখ সকালে আফছার আলী বকনা বাছুরটির কাছে গিয়ে দেখতে পান ওলান ফোলা। তাঁর ধারণা হয়, ওলানে দুধ জমছে। এ ছাড়া তিনি স্থানীয় ডাক্তারকে নিয়ে এলে তিনিও বিষয়টি নিশ্চিত হন। প্রথম দুই দিন এক পোয়া দুধ পান তিনি। এখন আধা লিটার, কখনো তিন পোয়া দুধ পাচ্ছেন।
বাছুর দেখতে আসা সোহান মিয়া বলেন, আমি ছোটবেলা থেকেই গরু লালন পালন করি। কখনো এ রকম বাছুর দেখিনি। তাই দেখতে এসেছি। ঘটনার সত্যতাও পেয়েছি। এটা আসলে একটা অলৌকিক ঘটনা। আমার মতো অনেকেই বিষয়টি শুনে আশ্চর্য হয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফজলুল করিম বলেন, হরমোনের কারণে এমনটা হতে পারে। হরমোন যদি বেড়ে যায় তাহলে এ রকম বকনা গরু থেকে দুধ আসতে পারে।
স্বাস্থ্য খাতে সংস্কারের দাবিতে আন্দোলনের চাপের মুখে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) প্রায় ১০০ যন্ত্রপাতি সচল করা হয়েছে। ন্যাশনাল ইলেকট্রো ইকুইপমেন্ট মেইনটেন্যান্স ওয়ার্কশপ অ্যান্ড ট্রেনিং সেন্টারের (নিমিউ অ্যান্ড টিসি) কারিগরি টিম হাসপাতালের এই অচল মেশিনগুলো সচল করেছে।
১ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে কারখানার দেয়াল ধসে মো. বেলাল হোসেন (৩৪) নামের এক গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন। আজ রোববার (১৭ আগস্ট) সকালে শ্রীপুর পৌরসভার বহেরারচালা গ্রামের তাকওয়া ফ্যাব্রিক্স কারখানার দেয়াল ধসে এই প্রাণহানির ঘটনা ঘটে।
৩ মিনিট আগেচট্টগ্রামে কনটেইনারবাহী গাড়িতে করে পালানোর সময় পুলিশ কর্মকর্তাকে কোপানোর মূল অভিযুক্ত মো. শাকিলকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাত ৩টার দিকে পতেঙ্গার আউটার রিং-রোড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে নিয়ে অস্ত্র উদ্ধার অভিযানে গিয়ে একটি পরিত্যক্ত ঘর থেকে দেশীয় এলজি,
৫ মিনিট আগেজামালপুরের বকশীগঞ্জে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে দুলাল শেখ (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন গুরুতর আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
১৫ মিনিট আগে