Ajker Patrika

দুধ দিচ্ছে ৪০ দিন বয়সী বাছুর

গাইবান্ধা প্রতিনিধি
আপডেট : ১১ অক্টোবর ২০২১, ২০: ১৩
দুধ দিচ্ছে ৪০ দিন বয়সী বাছুর

বকনা বাছুরটির বয়স মাত্র ৪০ দিন। কিন্তু এটির ওলানে এখনই দুধ জমতে শুরু করেছে। খামারি আফছার আলী নিয়মিত দুধ দহনও করছেন। ১৫ দিন ধরে দৈনিক আধা লিটার করে দুধ দিচ্ছে বাছুরটি। প্রাণিসম্পদ কর্মকর্তারা বলছেন, এটি হরমোন জনিত সমস্যা হতে পারে।

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের কিশামত সর্বানন্দ গ্রামের বাসিন্দা আফছার আলী (৬৫)। তাঁর খামারেই ৪০ দিন আগে জন্ম নেয় বাছুরটি। ঘটনা জানাজানি হওয়ার পর থেকে প্রতিদিন উৎসুক মানুষ ভিড় করছে আফছার আলীর বাড়িতে।

আফছার আলীর বাড়িতে গিয়ে দেখা গেছে, আশপাশের গ্রাম থেকে উৎসুক ২০-২৫ জন ওই বাড়িতে ভিড় করছেন। এ সময় ওই কৃষক দুধ সংগ্রহ করছিলেন। আফছার আলী জানান, কম বয়সী বাছুর দেখে তিনি প্রতিদিন একবেলা করে দুধ সংগ্রহ করেন। দুধ দোহন না করলে এই বাছুরের ওলান ফুলে শক্ত হয়ে যায়। তিনি ১৫ দিন ধরে এভাবে দুধ সংগ্রহ করছেন। 

আফছার আলী গরিব চাষি। জমি চাষাবাদ ও গরুর খামার করে সংসার চালান। পরিবারে স্ত্রী ও তিন ছেলে চার মেয়ে। গত মাসের ২৫ তারিখ সকালে আফছার আলী বকনা বাছুরটির কাছে গিয়ে দেখতে পান ওলান ফোলা। তাঁর ধারণা হয়, ওলানে দুধ জমছে। এ ছাড়া তিনি স্থানীয় ডাক্তারকে নিয়ে এলে তিনিও বিষয়টি নিশ্চিত হন। প্রথম দুই দিন এক পোয়া দুধ পান তিনি। এখন আধা লিটার, কখনো তিন পোয়া দুধ পাচ্ছেন।

বাছুর দেখতে আসা সোহান মিয়া বলেন, আমি ছোটবেলা থেকেই গরু লালন পালন করি। কখনো এ রকম বাছুর দেখিনি। তাই দেখতে এসেছি। ঘটনার সত্যতাও পেয়েছি। এটা আসলে একটা অলৌকিক ঘটনা। আমার মতো অনেকেই বিষয়টি শুনে আশ্চর্য হয়েছেন। 

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফজলুল করিম বলেন, হরমোনের কারণে এমনটা হতে পারে। হরমোন যদি বেড়ে যায় তাহলে এ রকম বকনা গরু থেকে দুধ আসতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত