Ajker Patrika

সেতুর টোলের দায়িত্বে যুবদলের নাজু, না দিয়ে হামলা চালান বিএনপির রাজু

লালমনিরহাট প্রতিনিধি 
লালমনিরহাটে তিস্তা সড়ক সেতুর টোল প্লাজা। ছবি: আজকের পত্রিকা
লালমনিরহাটে তিস্তা সড়ক সেতুর টোল প্লাজা। ছবি: আজকের পত্রিকা

লালমনিরহাটে সেতু পারাপারে মোটরসাইকেলের ১০ টাকার টোল চাওয়ায় বিএনপির ইউনিয়ন নেতার হামলায় তিন কর্মচারী আহত হয়েছেন। এ ঘটনায় বিএনপি নেতাসহ ১৫ জনের নামে এবং অজ্ঞাতনামা ২০-২৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে গোকুন্ডা ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মাহফুজার রহমান রাজুকে প্রধান আসামি করে তিস্তা সড়ক সেতু টোল প্লাজার ইজারাদারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল আলম লালমনিরহাট সদর থানায় মামলা করেন। এর আগে গতকাল বুধবার রাতে লালমনিরহাট-রংপুর মহাসড়কের সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের তিস্তা সড়ক সেতু টোল প্লাজায় এ ঘটনা ঘটে।

মামলার এজাহারে বলা হয়, লালমনিরহাট-রংপুর মহাসড়কে সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নে তিস্তা নদীর ওপর তিস্তা সড়ক সেতু। লালমনিরহাট সড়ক ও জনপথ থেকে সেতুটির টোল আদায়ের ইজারা নেয় রানা কনস্ট্রাকশন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। সেতুর ইজারাদার প্রতিষ্ঠান রানা কনস্ট্রাকশনের অংশীদার হিসেবে টোল আদায়ে নেতৃত্ব দিচ্ছেন রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল নাজু। সেতু পারাপারে মোটরসাইকেলপ্রতি ১০ টাকা টোল আদায় করা হয়। সেতুটির টোলের ইজারাদার নিয়োগের সময় স্থানীয় বিএনপি ও রংপুর বিএনপির মধ্যে মতবিরোধ দেখা দেয়।

বুধবার বিকেলে কয়েকটি মোটরসাইকেল নিয়ে তিস্তা সড়ক সেতু পার হচ্ছিলেন গোকুন্ডা ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মাহফুজার রহমান রাজু। এ সময় টোল না দিয়ে টোল প্লাজা অতিক্রমের চেষ্টা করলে আদায়কারীরা সংকেত দিয়ে গাড়িগুলো থামিয়ে দেন। এতে ক্ষুব্ধ হয়ে টোল আদায়ের কর্মচারীদের সঙ্গে বিতর্ক করেন রাজু। একপর্যায়ে টোল না দিয়ে রাজু ও তাঁর লোকজন চলে যায়।

এ বিতর্কের জেরে ওই দিন রাতে রাজু দলবল নিয়ে টোল প্লাজায় হামলা চালিয়ে টোলঘরের গ্লাস ভাঙচুর করেন। এ সময় টোল ক্যাশে থাকা ৫ লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। তাঁদের ভয়ে টোল কর্মচারীরা ক্যাশঘরে অবস্থান নিলে সেখানেও হামলা চালিয়ে ৮ লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নেন বলে বাদী এজাহারে দাবি করেছেন।

মামলায় বলা হয়, হামলায় ম্যানেজার সুরুজ্জামান, টোল কর্মচারী জুয়েল ও মোখলেস উদ্দিন রক্তাক্ত জখম হন। পরে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আহতদের উদ্ধার করে প্রথমে রংপুরের কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

সেতুর ইজারাদার প্রতিষ্ঠান রানা কনস্ট্রাকশনের অংশীদার রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল নাজু অভিযোগ করে বলেন, রাজুর নেতৃত্বে হামলা চালিয়ে টোল কর্মচারীদের মারধর ও ১৪ লাখ টাকা লুট করা হয়েছে।

অভিযুক্ত মাহফুজার রহমান রাজু অভিযোগ অস্বীকার করে বলেন, ‘তারা আমাদেরকে মামলায় ফাঁসাতে ১৪ লাখ টাকা ছিনতাইয়ের নাটক তৈরি করেছে।’ তিনি সঠিক তদন্ত দাবি করেন।

অপর দিকে ঘটনার সময় টোল প্লাজায় দায়িত্বরত এসআই মো. রওশন জানান, অল্প সময়ের মধ্যে দুই পক্ষ মারামারি করে এক পক্ষ দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। সিসিটিভির ফুটেজে সঠিক প্রমাণ পাওয়া যাবে।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনবী বলেন, বাদীর এজাহারটি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবির সিন্ডিকেটে সাত কলেজের অধিভুক্তি বাতিলের চূড়ান্ত অনুমোদন

শ্বশুরকে জামাতার ফোন: ‘আপনার মেয়েকে মাইরা ফেলছি, লাশ নিয়ে যান’

টিউলিপের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ দিতে ব্যর্থ দুদক: আইনজীবী

স্ত্রীকে হত্যার পর লাশ সেপটিক ট্যাংকে ফেলে গেলেন ইমামতি করতে

ঐতিহাসিক শিমলা চুক্তি বাতিল করল পাকিস্তান, এর প্রভাব কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত